গল্প-কবিতা ও বন্ধু খোঁজা!

বন্ধু (জুলাই ২০১১)

প্রদ্যোত
  • ৩৪
  • 0
  • ৩০
প্রতিযোগিতায়
হয়কি সত্যি গল্প-কবিতা?
সবারই তাই ভোটের আশায়,
বন্ধু খোঁজার হাজার ভণিতা।

খুঁজছে বন্ধু যেথায় সেথায়,
অজানা সব জনে,
কখনওবা আবোল-তাবোল
বকছেমনেমনে। উদ্যেশ্যটা একটাই শুধু
মারতে ভোটের ছয়!
তাহলেইতো
পরের মাসের রিক্সা খরচ হয়!

হোকবা না হোক
গল্প-কবিতা,
আমিও আজ ওদের দলে
করছি ভণিতা।

চর্চাটা হয় এটুক বুঝি,
স্বত্ত্বা কি তাও কবি!
তবে হতো বিশ্বজুড়ে
নজরুল আর রবি।

বন্ধ কর বন্ধু খোঁজা,
বন্ধ ভোটের ভিক্ষ।
পাঠককে ক্যান মদন ভাবো,
জানাবে ঠিক ধিক।

কে কি যে চায় সবাই বোঝে,
মফিজ তো নয় সবে।
চাইলে ভিক্ষা আজীবনীই
ভিক্ষুক হয়ে রবে।

কি যে লেখো, বোঝে লোকে
তারপরও দেয় ভোট,
এসব যেন প্রতীভা নয়,
বন্ধু খোঁজার চোট।

কিবি-লেখক ভিক্ষুক নয়,
পয়সার নয় লোভী
সাধারণ তাই জীবণ-যাপন
সাদামাটা সবই।

কবিতা আর গল্প যাদের পেশা,
তাদের চেয়ে অনেক ভালো ডাইল-গাঞ্জার নেঁশা।

সাহিত্যটা মনের তাগিদ,
এমনি থেকেই আসে
ওই গুণীদের সকলে তাই
এমনি ভালবাসে।

ভালবাসার নয়সে কাঙাঁল,
যায় না কারো কাছে
ভালবেসে সকলে তাই,
তার কাছেতেই আসে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হোসেন মোশাররফ অপ্রিয় সত্য কথাটি আপনি আপনার কবিতায় বলেছেন, এ যেন হাটে হাড়ি ভাঙা .......
Israt আপনি কিন্তু ভোটের অপশন বন্ধ করে দিতে পারতেন. তাহলে আরো ভালো লাগত কবিতাটা .
আনিসুর রহমান মানিক সাহিত্যটা মনের তাগিদ, এমনি থেকেই আসে ওই গুণীদের সকলে তাই এমনি ভালবাসে।-ভালই বলেছেন /
উপকুল দেহলভি অসাধারণ কবিতা, খুব ভালো লাগলো. এগিয়ে যান আলোকিতি আগামীর পথে. শুভ কামনা রইলো.
Akther Hossain (আকাশ) কবিতা আর গল্প যাদের পেশা, তাদের চেয়ে অনেক ভালো ডাইল-গাঞ্জার নেঁশা। আমি এক মোট নই !
Sujon প্রদ্যোত ভাই আমি আপনার সাথে একমত.................
দীপক সাহা একটা সত্য বের হলো তবে.......।
Azaha Sultan ...সত্য কথনে ধন্যবাদ। ভাল লাগল তোমার কবিতা, ভাল লাগল তোমার বাচনভঙ্গি...
ম্যারিনা নাসরিন সীমা একদম খাঁটি কথা । এখানে যে প্রতিযোগিতা হয় সেটা আসলেই কোন প্রতিযোগিতার পর্যায়ে পড়ে কিনা সেটা ভেবে দেখার বিষয় । তার পরেও গল্প কবিতার সব পাঠকের উচিত যতদূর সম্ভব সবার লেখা পড়া এবং বন্ধু প্রীতি না দেখিয়ে যোগ্যতা অনুসারে ভোট করা । অনেক ভাল ভাল লেখা গুলোও দেখেছি বন্ধুর অভাবে পাঠকের অভাব । আমাদের সবাইকে এই সাইট টাকে জনপ্রিয় এবং বিতর্কের উরদ্ধে রাখার জন্য আরও সচেতন হওয়া দরকার ।বিষয়টাকে সামনে আনার জন্য কবিকে ধন্যবাদ এবং শুভকামনা ।
মোঃ আক্তারুজ্জামান ভালো লিখেছেন.........অপ্রিয় সত্যও উচ্চারণ করেছেন, ধন্যবাদ|

৩১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫