যার যা সাজে

ভোর (মে ২০১৩)

মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
  • ১৮
  • ২৬
ভোর হয়েছে চল রে হাটি নদীর ধারে ধারে,
সূর্য ওঠার দৃশ্য দেখি পানির অপর পারে।
সারাটা দিন থাকিস তো সেই অপিস ঘরে বসে,
একটু হাঁটা হাঁটি হলে শরীর থাকে জোসে।
ভোরের হাওয়ার কতনা গুণ, বই সে কথা বলে,
জ্ঞানী হবি, স্বাস্থ্য পাবি অভাব যাবে চলে।

তোমার কাছে আসাই দাদা, ভুল হয়েছে দেখি,
রাত দুপুরে ভ্যাজর ভ্যাজর করলে শুরু একি?
অর্থ আসে স্রোতেরমত অস্ত্র যদি থাকে,
লোক লাগাতে পারি যদি পথের সঠিক বাঁকে।
স্বাস্থ্য আমার দেখ দেখি জিমে যাওয়ার ফলে,
নদীর তীরে ঘুরব আমি? আজব কথা বলে!
সারাটা দিন ছুটে বেড়াই নানান গাড়ি চড়ে,
বুদ্ধি দিয়ে কাটাই ভ্যাজাল, যেটাই এসে পড়ে।
মাঝে শুধু গা ঢাকা দিই খুব ঝমেলা হলে,
তাইতো দাদা এবার এলাম তোমার কাছে চলে।
ভেবেছিলাম কয়েকটা দিন থাকব শুয়ে বসে,
লেপ্টে থেকে বিছানাতে ডাকাবো নাক কোসে।
আমার সাঁঝের ভোরের ধরণ সে কি তোমার জানা?
সূর্য ডোবা ওঠার সাথে মিল রয়েছে? তা না।
ঘুমাই যখন তখনই রাত সূর্য থাকুক জ্বালা,
ঘুমটা যখন ভাংবে তখন আমার ভোরের পালা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ ছন্দে ভরে ওঠে মন
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) ভীষণ সুন্দর কবিতা । যদিও আমি নিজে একটু দেরি করেই ঘুম থেকে উঠি তবে '''ভোরের হাওয়ার কতনা গুণ, বই সে কথা বলে, জ্ঞানী হবি, স্বাস্থ্য পাবি অভাব যাবে চলে।''......খুব ভালো
Sisir kumar gain সুন্দর ছন্দময় কবিতা।বেশ অর্থবহও বটে।বেশ ভালো লাগলো।সুভ কামনা কবি।
সূর্য N/A পালতোলা নৌকো গুলো গ্রাস করে ফেলেছে শ্যালো ইঞ্জিন। জীবনের প্রতিটি অধ্যায় কৃত্রিমতা আজ স্পষ্ট ছাপ রেখে যাচ্ছে। খুব মিস করি সেই সব দিন। ছন্দে ছন্দে সেই দিনে ফেরার ডাক খুব টানলো ওয়াহিদ ভাই।
তাপসকিরণ রায় সুন্দর ছন্দময় কবিতা,খুব ভালো লেগেছে।অনেক ধন্যবাদ।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি ভোরের হাওয়ার কতনা গুণ, বই সে কথা বলে, জ্ঞানী হবি, স্বাস্থ্য পাবি অভাব যাবে চলে।..........// ছন্দময় শিক্ষনিয় সুন্দর একটি ভোরের কবিতা........খুব ভাল লাগলো ওয়াহিদ ভাইজান আপনাকে অনেক অনেক শুভকামনা................
এশরার লতিফ দারুন উপভোগ করলাম আপনার ছন্দময় পদ্য।
Lutful Bari Panna আপনার মিষ্টি ছন্দের কবিতাগুলো বরাবরই আগ্রহ নিয়ে পড়ি। এটার বিষয়টাও দুর্দান্ত।
সুমন সার্থের দুনিয়ায় বই কিতাব বড় অকেজো হয়ে যায়। যথার্থ নামকরণে সুন্দর কবিতা, ভাল লাগল।
স্বাধীন আসলেইতো কাজের (?) লোকেদের যখন ঘুম হয় তখনই রাত, ঘুম মাঝ রাতে ভাঙলেও তকন ভোর। দারুন সুন্দর, ভাল লাগল।

০৪ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৫৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভূমিকম্প”
কবিতার বিষয় "ভূমিকম্প”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৫