প্রতীক্ষা

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

মোঃ ওয়াহিদুল আলম
  • ১৪
  • 0
  • ১২
উত্তপ্ত সবিতার নিরাকার জ্যোতি
হাহাকার জীবন থেমে গিয়াছে গতিৱ
মম অন্তর, প্রিয়া লাগি কাতর-গুনছে অপেক্ষার প্রহর
প্রিয়া মোর আসিবে।
কাটিতে না কাটিতে মধ্যাহ্নের তপ্ততার রেশ
সারাটা আকাশ জুড়ে মেঘের আবেশ
মম হৃদয়; আর নাহি সয়
-কেটেছে দীর্ঘ সময়
প্রিয়া মোর আসিবে।
নীলাম্বরীর কৃষ্ণতা হ্রাসের নিমিত্তার্থকে
এক পালা বৃষ্টি নামিল, ঐ মুহূর্তে।
কিন্তু প্রিয়া মোর আসে না
ৱপ্রাণ বুঝি আর সহিতে চাহে না
-চাহি আছি পথপানে
প্রিয়া মোর আসবে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হল,
বৃষ্টিও আচমকা থেমে গেল
কিন্তু থামে না মোর অপেক্ষা
প্রিয়ার লাগি কাঁদিছে, মম হিয়া
-কত ক্ষণ গেল পার হইয়া
প্রিয়া মোর আসিবে।
রাত দীর্ঘ হতে দীর্ঘতর হয়
প্রতীক্ষা দীর্ঘতর হতে দীর্ঘতম হয়
নিঝুম, নির্ঘুম নিরালা নিশি
ওঁত পেতে আছি বসি
প্রিয়া মোর আসিবে।
রাত ভর চেয়ে আছি পথপানে
চকিত চাহনে
সদা জাগ্রত, চঞ্চলা, চাপলা আঁখি,
প্রিয়া আবার না দেয় যেন ফাঁকি।
কিন্তু হায়! প্রিয়া মোর আসে না।
নিদ্রা দেবীর আরাধনায় হয় যখন রত
স্বপ্নেও তারে এক পলক দেখার চেষ্টা অবিরত।
কিন্তু হায়! প্রিয়া মোর আসে না।
হটাৎ! আকস্মিক!
অলক্ষ্যে কে যেন বলে যায় মোরে
মম প্রিয়া আসিবে তব
কোন এক শুভ্র ভোরে।

সেই হতে-
কোন এক শুভ্র ভোরের অপেক্ষায়
ক্ষণিকের তরে প্রিয়াকে দেখার বীপ্সায়
কিন্তু হায়!
কত ভোর আসে আর কত ভোর যায় চলে
কোন এক শুভ্র ভোরের দেখা তবুও না মেলে।

এতদাসত্ত্বেও, প্রতীক্ষার সাগরে ভাসিয়াছি ভেলা
‘প্রিয়া মোর আসিবে’
-কোন এক ভোর বেলা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আনোয়ার অনেক ভালো লেগেছে
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০১২
সুমন অনেক ভালো লেগেছে
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১১
সাইফুল ভালো লাগলো আগামীতে আরো লিখবেন
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১১
Dubba ভালবাসা হল অমর
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১১
সূর্য আমরা যদি শুধু লিখেই যাই আর না পড়ি তাহলে লেখা অসুম্পূর্ণ থেকে যায়| সাধু চলিত মিশ্রণ খুব ভালো উদাহরণ নয়..........
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০১১
মাহমুদা rahman welcome everyone....golpo kobita......
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১১
শিশির বিন্দু মোটামুটি ভালই
ভালো লাগেনি ১৬ ফেব্রুয়ারী, ২০১১
Lankeshwar ভাই আপনি অনেক চমৎকার লিখেছেন উত্তপ্ত সবিতার নিরাকার জ্যোতিহাহাকার জীবন থেমে গিয়াছে গতিৱমম অন্তর। দেখেছেন মানুষের মনে কত কিছু পতিভা লুকিয়ে আছে শুধু আমরা প্রয়োগ করার জায়গা পাইনা ভাল লেগেছে।
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১১
বিষণ্ন সুমন শুভকামনা রইলো
ভালো লাগেনি ১২ ফেব্রুয়ারী, ২০১১

৩১ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫