বুঝলি,ঘাস খাওয়া রাজাকারের দাস?

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

অনইক আহমেদ
  • ২৭
  • 0
  • ২১
সব সত্য ফাঁস করার
আগে লাশ হচ্ছিনা,
এ আমার প্রতিজ্ঞা।
সব সত্য যেদিন ফাঁস
করতে পারব,সেদিন
আমার লাশ নিয়ে যাস।

তার আগে এক পা'ও সামনে
বাড়ানোর আশাও করিস না।
বাঁশ চিনিস বাঁশ?
বাঁশ খেয়ে খেয়ে তোদেরই
সর্বনাশ হয়ে যাবে।

ইতিহাস বিকৃত করতে চাস,
এত সাহস তোদের?
কোথায় পেলি এত সাহস?

ওই শুঁয়োপোকার দল,
ছোট খোকা পেয়েছিস আমাকে?
যেভাবে বলবি সেভাবে নাচব!
একবার শুধু মিথ্যা বলে দেখ,
কাপড় কাচার মত
তোদেরকে কাচব আর কাচব।

আমি কি তোদের মত ঘাস
খেয়ে বড় হয়েছি,
হতচ্ছাড়ার দল!
আমি বাংলা মায়ের সন্তান,
এই দেশের বাতাসেই
নিশ্বাস নিচ্ছি।
তোরাও নিশ্বাস নিচ্ছিস,
কিন্তু পার্থক্য হল,
তোরা শুধু বিশ্বাসঘাতকতা
করতে জানিস।

আর কত সহ্য করব তোদের
এই নোংরামি?
দেয়ালে পিঠ ঠেঁকে গেলেই
থেমে যাইনা আমি,
দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিতে জানি।

জাতে মাতাল হলেও
তালে ঠিক থাকতে জানি।
হাজার হাজার পেগ
পেটে গেলেও আমি
মাতলামি করিনা।
আর তোরাতো শুধু গন্ধ
শুঁকেই মাতাল হয়ে যাস।
মাতাল হয়ে আকাশ বাতাস
পাতাল বেঁচে দিতে
ইচ্ছে করে তোদের।
এত লোভী কেনরে তোরা?

সভ্য হবি কবে,
সময় পেলে বলে যাস?
তোরাতো আবার তোদের
সময়,শুধু খাসচামচা হওয়ার
কাজেই ব্যয় করিস!
কোনটা ন্যায় আর কোনটা
অন্যায়,কেন বুঝিসনা তোরা?

দেশকে ভালবাসতে শিখ,
দেশেকে শ্রদ্ধা কর।
এই দেশ আমার,আমাদের,
তোদের,সবার দেশ।
আমি সেইদিনের অপেক্ষায় আছি,
যেদিন তোরাও দেশটাকে
শেষ হয়ে যাওয়া থেকে
রক্ষা করতে এগিয়ে আসবি।

আর যদি তোরা পরিবর্তন
না হোস,
আমি কোনদিন তোদের
সম্মান দিয়ে কথা বলব না।
এই দেশ আমার,
দেশকে অসম্মান করলে
আমার বুকে ব্যথা হয়।

বুঝলি,
ঘাস খাওয়া রাজাকারের দাস?
সব সত্য ফাঁস করে দেব,
রাজাকারের চাষ
এদেশে হতে দেবনা।
কোনমতেই না।

ভাবিসনা আমি একা।
বাংলার প্রতিটি সন্তান
আমার সাথে আছে,
সাহস থাকলে
জিজ্ঞেস করে দেখ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ আক্রোশ আছে বটে
ভালো লাগেনি ২৯ জানুয়ারী, ২০১২
রোদের ছায়া ছন্দের বিষয়টা ঠিক বুঝতে পারছিনা কিন্তু কবিতার বক্তব্য ভালো লাগলো/
তানভীর আহমেদ পুরোটা পড়তে পারলাম না। প্রকাশের ভঙ্গি এবং ভাষাটা রুচিশীল মনে না হওয়ায়। দুঃখিত।
প্রজাপতি মন ভাবিসনা আমি একা। বাংলার প্রতিটি সন্তান আমার সাথে আছে, সাহস থাকলে জিজ্ঞেস করে দেখ। কি যে সুন্দর হয়েছে না কবিতাটা কি বলবো? অনেক অনেক ভালো লেগেছে। আমি, আমরা সবাই আছি অতন্দ্র প্রহরী হয়ে এই লড়াইয়ে তোমার পাশে।
আহমেদ সাবের একটা প্রবাদ আছে, যার হয়না নয় বছরে, তার হয়না নব্বই বছরে। একাত্তরের মীরজাফরদের একই অবস্থা। তারা কোন দিন বদলাবে না। “আমি সেইদিনের অপেক্ষায় আছি, / যেদিন তোরাও দেশটাকে / শেষ হয়ে যাওয়া থেকে / রক্ষা করতে এগিয়ে আসবি” – এটা আমাদের সবার কামনা।
M.A.HALIM হুম! খুব সুন্দর । বন্ধুর জন্য শুভ কামনা রইলো।
খন্দকার নাহিদ হোসেন ভালো লাগলো। সুন্দর কবিতা। তবে আমার আশা বেশি বেশি আর তাই কবিতায় আর একটু কাব্য হোক।
sakil অনেক সুন্দর এবং প্রতিবাদী কবিতা . পরে আশানিব্ত হলাম . এগিয়ে যাও
খন্দকার আনিসুর রহমান জ্যোতি সাবাস.....তরুন প্রজন্মের বলিষ্ঠ উচ্চারন । আপনাকে জানাই সংগ্রামী লাল ছালাম । আবার আশায় বুক বাঁধলাম ভাই । রাজাকারের বাচ্চাদের মারার প্রকৃয়া শুরু হয়ে গেছে । 'ওয়াসিম' ভাই আপনি ঘাবড়াচ্ছেন কেন ? ইতিহাস মন্থন করে খুব বেশী রাজাকারের উপস্থিতি তো দেখিনা ? তবে হ্যা কেউ ইচ্ছা করে রাজাকার সাজলে সে কথা অবশ্য ভিন্ন । তবে ছাড় সে কখনো যে পাবে না 'অনইক' এর কবিতাটা পড়লে তা স্পষ্ট হয়ে যায়। সাবাস অনইক সাবাস মনটা ভালো করে দিলে ভাই...তোমার প্রাপ্যটা দিয়ে দিলাম....তাই । প্রিয়তে থেকো কেমন?
আশা চমৎকার একটি লেখা। ৯ নম্বর প্যারায় সুন্দর একটি আশাবাদ ব্যক্ত করেছেন। আর পুরো কবিতাতো আপাদমস্তক গরম করে ফেলার মতো। শুধু ভাবছি- ঐ মুচকি হাসি দেয়া ভাইরাস(রাজাকার)দের কথা। এইডস্ এর চেয়েও মারাত্মকভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে বাংলার মাটিতে। রাজাকারের বাচ্চার সাথে বিয়ে হচ্ছে মুক্তিযোদ্ধার মেয়ের। হায় আফসোস- শংকর জাতে ভরে যাচ্ছে দেশ। তাই নির্বাক হয়ে দেখা ছাড়া কিছুই করার থাকবে না।

০২ জুলাই - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫