আমার মা আজ স্বাধীন

গর্ব (অক্টোবর ২০১১)

Sourav Islam
  • ২১
  • 0
  • ২৮
সেদিন মা ব্যাকুল হয়ে বলেছিল-
'যাসনে খোকা। তোর বাবা সেই যে গিয়েছে, আজও ফেরেনি।
এখন তুইও চলে গেলে
আমার বাঁচার স্বাদটুকু মিটে যাবে'
বলেছিলাম আমি মাকে-
'এতো চিন্তা কোরো না মা।
আমি যে আমার আরেক মাকেই রক্ষা করতে যাচ্ছি।
তুমি দেখো, ঠিক আমি তোমার কোলে ফিরে আসব।'

আজ আমি দূর আকাশের তারা হয়ে
মিটমিটিয়ে জ্বলছি।
ওদিকে আমার মা আমাকে খুঁজতে খুঁজতে
আজ অন্ধ।
আমার মা আমাকে ডাকতে ডাকতে
আজ নিথর।
আমার মা আমার জন্যে কাঁদতে কাঁদতে
আজ পাথর।

তবু একটুকুন শান্তি আমি খুঁজে পাই,
যখন দেখি, আমার মা আজ স্বাধীন।সেদিন মা ব্যাকুল হয়ে বলেছিল-
'যাসনে খোকা। তোর বাবা সেই যে গিয়েছে, আজও ফেরেনি।
এখন তুইও চলে গেলে
আমার বাঁচার স্বাদটুকু মিটে যাবে'
বলেছিলাম আমি মাকে-
'এতো চিন্তা কোরো না মা।
আমি যে আমার আরেক মাকেই রক্ষা করতে যাচ্ছি।
তুমি দেখো, ঠিক আমি তোমার কোলে ফিরে আসব।'

আজ আমি দূর আকাশের তারা হয়ে
মিটমিটিয়ে জ্বলছি।
ওদিকে আমার মা আমাকে খুঁজতে খুঁজতে
আজ অন্ধ।
আমার মা আমাকে ডাকতে ডাকতে
আজ নিথর।
আমার মা আমার জন্যে কাঁদতে কাঁদতে
আজ পাথর।

তবু একটুকুন শান্তি আমি খুঁজে পাই,
যখন দেখি, আমার মা আজ স্বাধীন।

















আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খোরশেদুল আলম আমি যে আমার আরেক মাকেই রক্ষা করতে যাচ্ছি।/ তুমি দেখো, ঠিক আমি তোমার কোলে ফিরে আসব।' // কবিতাটি ভালো হয়েছে।
Jontitu ভালো হয়েছে।
পন্ডিত মাহী বেশ হয়েছে...
খন্দকার নাহিদ হোসেন Sourav কবিতাটি ভালো হয়েছে। গতবারের গল্পের মতো এবারে কবিতায়ও তোমার নরম মনের ছোঁয়া পেলাম। বড় ভালো লাগলো।
মিজানুর রহমান রানা তবু একটুকুন শান্তি আমি খুঁজে পাই, যখন দেখি, আমার মা আজ স্বাধীন।----------শুভ কামনা রইলো।--------
আহমেদ সাবের “আরেক মাকেই রক্ষা করতে “ গিয়ে অনেক মায়ের বুকই খালি হয়েছে। কবিতা ভাল লাগলো।
M.A.HALIM ভালো। শুভ কামনা রইলো।
চৌধুরী ফাহাদ মা কি আসলেই স্বাধীন? তবুও শান্তি পাই, মা পরাধিন নয়। অনেক অনেক ভাল লাগা আপনার লেখায়।

৩০ জুন - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪