গল্পের শিরোনামে ও বিশ্লেষণে

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১২)

অজয়
  • ২৩
  • ১৮
অপ্রকাশিত সহজ গল্পের শিরোনামে এসেছ তুমি
উদ্ভাস্তু চাঁদের মায়াবী হাসি হয়ে।
যে হাসি ধার করে নেওয়া প্রতিদিনের রক্তিম
সূর্যের কাছ থেকে ।

আবেগি হৃদয় ভাবে কত নাবলা কথা ।
দৃষ্টি হারিয়ে যায় যত দূরে
তোমার হাঁসি অবিনাশী স্বপ্নরাশি চোখের আঙ্গিনাতে ।
আরালে শূন্যতা বিবাগী স্বপ্ন নীলিমাতে
বিবর্ণ হৃদয়ে বিষণ্ণতার জাল বুনে মায়ার মোহনাতে।
ভাবতে হয় নিস্তব্দ রাতে কেন গুম হারা
বিষাদ স্বপ্নেরা ভীর করে তৃষ্ণান্ত ক্লান্ত আমার সাথে।

হিমেল হাওয়া বড় বেশী অনুভবে
তবুও পাই যা কিছু থাকে অবিশেষে ।

এতোটাই ভালবেশে স্রিতিরা শিহরিত ।
অপ্রকাশিত রুদ্র বিলাপ গল্পের বিশ্লেষণে
তুমি তৃষ্ণান্ত প্রানের স্পন্দনে ,
জীবনের কক্ষপথের নক্ষত্র হয়ে
সন্ধ্যাতারা নিঝুম রাতের শিরোনামে ।

শুকতারা হয়ে আমার আকাশে, গৌদুলি আবির মাখা
দূরে দিগন্তের মত ধু-ধু হয়ে তবুও হৃদয়ের ঠিকানাতে ,
সূর্যের যত আলো তারও বেশী ভালোবাসা যেখানে
খাঁচায় বন্দী পাখির মত ক্রমশ পালক ঝরে যায় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # সুন্দর ।।
সোমা মজুমদার khub sundar, khub valo laglo kabita
মোঃ সাইফুল্লাহ হিমেল হাওয়া বড় বেশী অনুভবে তবুও পাই যা কিছু থাকে অবিশেষে------------------- বেশ ভাল কবিতা/
হাসান মসফিক বেশ...... শুভেচ্ছা।
জাকিয়া জেসমিন যূথী অজয়, আপনার লেখায় আপনার নাম ধরে কমেন্ট করতে গিয়ে দেখছি, আরেহ, আপনিতো নামেই ‘অজয়’, তাই বোধহয় ভোট বন্ধ; তাই না? আপনার লেখা খুব কম পড়া হয়। কিন্তু, এত ভালো লিখেন তা জানতে পারলাম এই সংখ্যায় এসে। পূর্বের কোন সংখ্যার জন্য পুরস্কৃত হয়েছিলেন, জানালে সেটিও পড়ে নিতাম, খুব সম্ভবতঃ সেই লেখাটি আমার পড়া হয়ে ওঠেনি। নিরন্তর শুভকামনা।
অষ্টবসু অপ্রকাশিত রুদ্র বিলাপ গল্পের বিশ্লেষণে তুমি তৃষ্ণান্ত প্রানের স্পন্দনে , জীবনের কক্ষপথের নক্ষত্র হয়ে সন্ধ্যাতারা নিঝুম রাতের শিরোনামে ..bhisan sundar ajoy bisan bhalo laglo.
ধন্যবাদ
সিয়াম সোহানূর শুকতারা হয়ে আমার আকাশে, গৌদুলি আবির মাখা দূরে দিগন্তের মত ধু-ধু হয়ে তবুও হৃদয়ের ঠিকানাতে ,-------------- হৃদয়ের গভীরে নাড়া দেয়া পংতিমালা। ভাল লাগলো খুব ।
আজিম হোসেন আকাশ বেশ। ভাল লাগল। আমার লেখা ভাল লাগলে মন্তব্য করুন ও পছন্দের তালিকায় যোগ করুন, অন্যথায় নয়।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি ভাল লাগল কবিতা তবে বিষয় বস্তুর দিকে আর একটু তাকালে আমার মনে হয় ফাটা ফাটি বলা যেত............অজয় তোমাকে ধন্যবাদ...................
সূর্য বানানগুলো একটু দেখে নিও অজয় আর কবিতা ভাল লাগল।

২৮ জুন - ২০১১ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪