কেন আসোনা তুমি..?

বন্ধু (জুলাই ২০১১)

Md.Mahmudul Arefin
  • ২৬
  • 0
  • ৪১
খুব সকালে যখন বিছানায় আড়মোরা দিয়ে ঘুমিয়ে থাকি
আমার স্বপ্নে আসো তুমি,
তোমার পায়ের নুপুরের শব্দ কানে বাজে,
তোমার ঘন লম্বা চুলের স্পর্স দিয়ে যাও।
ভাবি শুধু সপ্নে নয়
সকালের সুর্য হয়ে বাস্তবে আসবে আমার কাছে,
আমার মাথায় আলতো হাত বুলিয়ে
কপালে চুমু দিয়ে ঘুম ভাঙ্গাবে,
সুর্য ঠিকি ওঠে
তবু আসনাতো তুমি।
গ্রীষ্মের দুপুরের প্রচন্ড রোদে আমার এই
তপ্ত বুক যখন তৃষ্নায় ছটফট করে
ভাবি জল হয়ে এসে আমার তৃষ্না মিটাবে তুমি।
তৃষ্নাত্ব বুকে এদিক-ওদিক খুঁজি তোমায়
তবু আসনাতো তুমি।
সন্ধায় যখন সুর্য অস্ত যায়
আর চারদিকে আন্ধকার নেমে আসে,
ভাবি গোধুলি লগনে এসে রাতের আমন্ত্রন জানাবে তুমি।
সন্ধা গরিয়ে রাত ঠিকিই নামে
তবু আসনাতো তুমি।
পুর্নিমা রাতে আকাশে যখন চাঁদ খেলা করে,
খুব ইচ্ছে করে তোমার হাতে-হাত রেখে পুর্নিমা দেখবো।
আমি ঠিকি বসে থাকি তোমার অপেক্ষায়,
একা-একা বসে পুর্নিমা দেখি
তবু আসনাতো তুমি।
গভীর রাতে চারপাশ নিস্তব্ধ করে যখন সবায় ঘুমিয়ে পরে,
তখন তোমার কোলে মাথা রেখে আমারও ঘুমোতে ইচ্ছে করে
অপেক্ষায়-অপেক্ষায় আমার প্রতিটা প্রহর কাটে,
তবু আসনাতো তুমি।
শীতের সকালে সবুজ ঘাসে যখন বিন্দু-বিন্দু শিশির কণা জমে,
তোমার হাতে-হাত রেখে খালি পায়ে
সে ঘাসের উপর দিয়ে হাঁটতে ইচ্ছে করে মাইলের পর মাইল,
হেঁটে-হেঁটে তোমাকে প্রতিটা দিন খুজে বেড়ায়
তবু আসনাতো তুমি।
বর্ষার দিনে চারদিক নাচিয়ে যখন অঝর ধারায় বৃষ্টি ঝরে,
সেই বৃষ্টিতে তোমায় নিয়ে ভিজতে ভীষন ইচ্ছে করে আমার।
আমি একা ঠিকিই ভিজি,
তবু আসনাতো তুমি।
এমনি করে আমার শীত-গ্রীষ্ম-বর্ষা যায় বসন্ত আসে,
তবু আমার মনের বাগানে কুকিল হয়ে গান শোনাতে
কেন...কেন আসোনা তুমি..?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ আক্তারুজ্জামান কবিতা ভালো লাগলো| শুভেচ্ছা থাকলো|
Md.Mahmudul Arefin সুন্দর পরামর্শের জন্য সবাই কে ধন্যবাদ
বিষণ্ন সুমন মানুষটা আপনি খুব হেন্ডসাম বলতেই হয় । তাই বুঝি আপনার হাত দিয়ে এমন অদ্ভুত সুন্দর রোমান্টিক কবিতা বের হয়। দারুন লিখেছেন ।
সূর্য তবু আমার মনের বাগানে কুকিল হয়ে গান শোনাতে কেন...কেন আসোনা তুমি..?>>> এভাবে ডাকলে না এসে পারবে না। শুভকামনা থাকলো।
R k shamim অসাধারণ একটা কবিতা।
বিন আরফান. অনেক কস্ট করেছেন. ভালো বলতেই হয়. ভালো বটেও. একটি অনুরোধ গতানুগতিকের বাহিরে এসে সৃজনশীল কিছু থিম নিয়ে লিখুন অনেক ভালো লাগবে. শুভ কামনা রইল.
নিরব নিশাচর ......................... চমত্কার ! তোমার লেখনির প্রশংসা যায়... ভালো থেকো... আর পাঠক হিসেবে সবার কবিতা সময় পেলে দেখে এসো... এই সংখ্যায় অনেক ভালো কবিতা আছে.
সাবরিনা আখতার ভালো হয়েছে, বানানের দিকে খেয়াল রেখে চালিয়ে যান

১২ জুন - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫