নারীর চেতনা

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

মোরশেদুল kabir
  • ১৯
  • ১৮
আত্মহত্যার বেদী থেকে ফিরে এসেছি
কেন আত্মহত্যা করব এই ভেবে।
আমার তো কোন আত্মগ্লানি নেই
আমি কেন আত্মহত্যা করব?
বখাটের অশ্লীল শব্দ, অশালীন ইঙ্গিত
পথ গতিরোধ ওড়না টেনে ধরা
পশুর মত নিকৃষ্ট আচরণ করে
থাকবে তারা পৃথিবীর বুকে
আমি কেন যাব আত্মহত্যা করতে।
লজ্জিত অপমানিত তারাই হবে
আচরণ যাদের পশুর মত।
আত্মহত্যার বেদী থেকে ফিরে এসেছি
কেন আত্মহত্যা করব এই ভেবে।
সমাজ স্বীকৃতি দেবে না, ছন্দময় জীবনের পতন
স্বপ্নের সুখের নীড় গড়ার স্বপ্ন চুরমার ।
সমাজ কেন স্বীকৃতি দেবে না ? করবে না গ্রহণ ?
কি অপরাধ ? কি দোষ ? কি করার ছিল আমার ?
বল পুরুষ বল সমাজ?
অপরাধী নরপশুরা যদি পারে স্বাভাবিক জীবন গড়তে
নিরপরাধ হয়ে আমি কেন যাব আত্মহত্যায় ।
আমি পারবো পারতেই হবেই আমাকে
মরতে হলে মুখোমুখি দাড়িয়ে মরব আত্মহত্যায় নয় ।
আত্মহত্যার বেদী থেকে ফিরে এসেছি
কেন আত্মহত্যা করব এই ভেবে।
সমাজ স্বীকৃতি না দিক ছন্দপতন হোক স্বাভাবিক জীবনের
তবুও যাব না নষ্ট গলিতে করব না যুবকে নেশাগ্রস্ত
নীড় গড়ার স্বপ্ন না হোক নতুন কোন স্বপ্ন নিয়ে....
আমরা সৃষ্টার শ্রেষ্ঠ মানব মানবী
আত্মহত্যা মানায় না তা শ্রেষ্ঠত্বের অবমাননা ।
মৃত্যু যতক্ষন না আসে কাছে
মৃত্যুকে নেব না নিজ হাতে।
আছে কি এমন কোন মানব পুরুষ
হাত বাডিয়ে আপন করে নেবে ?
যেখানে ছিলাম আমি নিরুপায় অসহায়
ছিঃ ছিঃ করে মুখ না ফিরিয়ে কাছে টেনে নেবে।
কেন স্বাভাবিক জীবনের ছন্দ পতন
বল পরুষ বল সমাজ এই দায় কার ?
ছিঃ ছিঃ আমার করা উচিত
সেই পুরুষ সেই সমাজকে ।
পুরুষতান্তিক সমাজে অসহায় নারী
পুরুষ কখনো আমাদের মানুষ ভাবেনি।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন ভাবনার জন্য কবিকে সাধুবাদ জানাতেই হয়। তবে দু'এক জাগায় আর একটু কাব্য কিন্তু আনা যেতো......।
মৃন্ময় মিজান সকল মানুষের বোধ জেগে উঠুক। বখাটেদের বাসের অযোগ্য হয়ে উঠুক এই দেশ। আপনার কবিতার সুন্দর মেসেজ ছড়িয়ে পড়ুক সারা বাংলায়....অনেক অনেক শুভকামনা রইল।
বিন আরফান. বাহ ! দারুন হয়েছে. 5
আহমেদ সাবের বেশ বলিষ্ঠ বক্তব্য - "অপরাধী নরপশুরা যদি পারে স্বাভাবিক জীবন গড়তে / নিরপরাধ হয়ে আমি কেন যাব আত্মহত্যায়?"। তবে দুঃখের কথা হল, যারা অন্যায় করে তারাই আবার চোখ রাঙ্গায়। ভাল লাগল কবিতা।
সেলিনা ইসলাম এভাবে চলে যাওয়াকে একরকম হত্যা করাই বোঝায় ...পিশাচের দল আত্মহত্যা করতে বাধ্য করে ,এটা ঐ নরপশুদের কাছে মনের আনন্দ বিলাস , হাসির খোরাক । বিবেকহীন পাষণ্ডের দল এদের দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া উচিত । সময়োপযোগী খুব সুন্দর চেতনা প্রসারিত করেছেন কবিতার মাঝে ...খুব ভাল লাগল শুভেচ্ছা
জালাল উদ্দিন মুহম্মদ অপরাধী নরপশুরা যদি পারে স্বাভাবিক জীবন গড়তে/ নিরপরাধ হয়ে আমি কেন যাব আত্মহত্যায় ।/ আমি পারবো পারতেই হবেই আমাকে/ মরতে হলে মুখোমুখি দাড়িয়ে মরব আত্মহত্যায় নয় ।/// ----------- নারীবাদী ভাবনার সুন্দর কবিতা। আপনার এ কবিতা পড়লে কেউ অন্তত আত্মহত্মার পথ বেছে নেবে না । অন্যায় , অবিচার ও পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মুখোশহীন খন্ডচিত্র অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে আপনার কবিতায়। অভিনন্দন কবি।
মিলন বনিক সম্পূর্ণ ভিন্নধারার একটি সুন্দর কবিতা....খুব ভালো লাগলো...শুভ কামনা.....
সালেহ মাহমুদ খুব ভালো লাগলো ভাই, ভালো থাকবেন।

০৬ জুন - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪