বিজ্ঞ মদন জাতি

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

রোদেলা শিশির (লাইজু মনি )
  • ৭৫
  • 0
নির্বাচনের চাঙ্গা বাজার বিশ্বায়নের হিরিক ,
ভাবুক দলে আপন মনে যাচ্ছে লিখে লিরিক ।
পরের ভাষায় শিখছে বুলি আপন ভাষা ছেড়ে ,
বিজাতীয় সংস্কৃতি সাজ শিক্ষা দিল কে রে ?
অন্য দেশের পণ্য মেলায় হন্যে হয়ে ঘুরে ,
বাংলা মাটির পরশ পাথর আস্তাকুড়ে ছুড়ে ।
স্বাধীন দেশের সোনার ছেলের হচ্ছে একি হাল ?
দুষ্টু লোকে হাত বুলিয়ে তুলছে পিঠের ছাল ।
ক্ষমতাহীন রাষ্ট্গুলো স্বার্থ লাভের তরে ,
যেমন খুশি নাচাচ্ছে দেশ কৌশলে বশ করে ।
সভ্য জাতির চাঁদ বদনে এ কোন রাহুর গ্রাস ,
দুর্নীতিবাজ গাইছে কোরাস হটাও বিশ্ব ত্রাস ।
দেশের মদন বিকাচ্ছে দেশ কুচক্রীদের হাতে ,
ক্ষিদের জ্বালায় জ্বলছে স্বদেশ কী আসে যায় তাতে ?
বঙ্গ মাগো তোমার সুনাম বিশ্ব হিয়ার মাঝে ,
পাশ্চাত্যের অনুকরণ তো্মার কিগো সাজে ?
শত্রুদলের কুদৃষ্টিজাল সূক্ষ পরিপাটি ,
কান্ডারিহীন স্বাধীন দেশেই বাজ শকুনের ঘাটি ।
ইবলিসের কারখানাতে বাঙ্গালী সব লেবার ,
বেষ্ট অব বাঙ্গালী মদন কে আর ঠেকায় এবার ?
ভুলের মাশুল হা-হুতাশ আর ছাড়বে কি হে পিছু ?
সমান্তরাল বিবেক যে আজ বড্ড উঁচু নিচু ।
আত্মতৃপ্তি নেই ভাবে তাই নিজের জিনিস কালো ,
এপার থেকে বলছে ওপার ভীষণ রকম ভাল ।
বাঙ্গাল ছেলে বেহুশ ডাকে আয়রে ছুটে সব ,
বিশ্ব মোদের ডাক দিয়েছে কান কাটা উৎসব ।
শাবল দিয়ে বাজাচ্ছে ঢোল ভাঙ্গা মাটির ঘটে ,
পিতা বলেন সন্তান আমার বিজ্ঞ মদন বটে ।
বিশ্বসভা মন্ত্র পড়ায় রয় কী ঘরে প্রাণ ?
সব ভুলে বাপ জাতির কানে জো্ড়সে ধরে টান ।
মধুর স্বরে ডাকেন মায়ে আয়রে খোকন আয় ,
পরদেশীদের ঋণের ঘুঙ্গুর জড়াসনে আর পায় ।
ছুটিসনে আর মানিক ওরে ধোকাবাজের ডাকে ,
সো্নার দেশের সো্নার খনি বলব আমি কাকে ?
কে খাবে তো্র দুধমাখা ভাত গড়িয়ে গেল বেলা ,
খোকন আমার জাদু এবার ছাড়-দে সকল খেলা ।
বীর বাঙ্গালী বুঝলো না কে আপন, কে বা পর ,
কার ভুলে আজ স্বদেশ আমার বিশুষ্ক প্রান্তর ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জুয়েল দেব প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও ছন্দপতন হয়নি। এত ভালো কিভাবে লিখেছেন? মাসের একদম শেষে পড়লাম বলে এখন আমার খুব আফসোস হচ্চছ। আপনার জন্য শুভকামনা নিরন্তর। অসংখ্য শুভ্র ফুল ছড়িয়ে গেলাম আপনার লেখার উপর।
মনির খলজি অসম্ভব রকমের তাল -ছন্দে ভরা দেশাত্ত-বোধক কবিতা যা খুবই নৃত্য চটুল বটে......পড়তে ভীষণ ভালো লাগলো .....আর দেশের সমসাময়িক প্রেক্ষাপট সাবলীল ধারায় অকপটে তুলে ধরেছ অপু.... এদেশের সবকিছুতেই যেন অবক্ষয় তাও ফুটে তুলেছ ...সব মিলিয়ে ভালো লাগাতেই রেখে দিলাম ...শুভো কামনা রইলো
সেলিনা ইসলাম তিরস্কারের ছলে বেশ সুন্দর ছন্দদীপ্ত একটা কবিতা তবে "মধুর স্বরে ডাকেন মায়ে আয়রে খোকন আয় , পরদেশীদের ঋণের ঘুঙ্গুর জড়াসনে আর পায় । ছুটিসনে আর মানিক ওরে ধোকাবাজের ডাকে , সো্নার দেশের সো্নার খনি বলব আমি কাকে ? কে খাবে তো্র দুধমাখা ভাত গড়িয়ে গেল বেলা , খোকন আমার জাদু এবার ছাড়-দে সকল খেলা ।/ এই লাইন গুলি আমার কাছে অসাধারন লেগেছে ! হ্যাটস অফ আপু --শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর !
সৌরভ শুভ (কৌশিক ) বিজ্ঞ মদন জাতি ,ভালো লাগা অনুভুতি /
মনির মুকুল ভালো করেই মনে আছে, কবিতাটা পড়েছি গত শুক্রবার। তবে এটা মনে নেই যে, কী কারণে মন্তব্যটা করা হয়নি। হয়তো তাৎক্ষণিক কোনো ব্যস্ততার কারণে মন্তব্য করার আগে সাইন আউট করতে হয়েছিল বলে অপঠিত করে রেখেছিলাম। যাই হোক আরেকবার পড়লাম। আপনার সত্যনিষ্ঠ কথাগুলো প্রতিবাদী ভঙ্গিমায় বেশ জ্বলে উঠেছে।
নিলাঞ্জনা নীল অসাধারণ! অসাধারণ! এবং অসাধারণ!
খন্দকার নাহিদ হোসেন খোঁচার ভাষায় চমৎকার করে কবিতাটিতে ক্ষোভ ঝাড়লেন। অনেক সুন্দর। জয় হোক আপনার কলমের।
সূর্য বেশ চটুল ছন্দে ছাল ছাড়িয়ে নিলে- হা হা হা। অনেক ভাল হয়েছে।
প্রজাপতি মন বিশ্বসভা মন্ত্র পড়ায় রয় কী ঘরে প্রাণ ? সব ভুলে বাপ জাতির কানে জো্ড়সে ধরে টান । মধুর স্বরে ডাকেন মায়ে আয়রে খোকন আয় , পরদেশীদের ঋণের ঘুঙ্গুর জড়াসনে আর পায় । ছুটিসনে আর মানিক ওরে ধোকাবাজের ডাকে , সো্নার দেশের সো্নার খনি বলব আমি কাকে ? কে খাবে তো্র দুধমাখা ভাত গড়িয়ে গেল বেলা , খোকন আমার জাদু এবার ছাড়-দে সকল খেলা । বীর বাঙ্গালী বুঝলো না কে আপন, কে বা পর , কার ভুলে আজ স্বদেশ আমার বিশুষ্ক প্রান্তর ? বন্ধু প্রার্থনা করি তোমার কবিতা যেন এবার স্বীকৃতি পায় বিবেকবান পাঠকের রায়ে। অনেক অনেক সুন্দর কবিতা। সোজা প্রিয়তে নিলাম আর এর প্রাপ্যটুকু দিয়ে গেলাম। :)
শেখ একেএম জাকারিয়া বীর বাঙ্গালী বুঝলো না কে আপন, কে বা পর , কার ভুলে আজ স্বদেশ আমার বিশুষ্ক প্রান্তর ?চমৎকার লিখেছেন শিশির।শুভকামনা।

০৩ জুন - ২০১১ গল্প/কবিতা: ২১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪