বন্ধু তুমি কেমন আছো
নির্জীব নিরালায়
যে হাতে রেখেছিলে মোদের
হিংসার কড়ানলে
সে হাত , পুঁড়ে যেন নাহি যায় ।
যে চোখের চাহনিতে ছিল , রঙিন স্বপ্ন
সে চোখ , কেন আজ বৃষ্টি ঝরায় ।
যে মুখে ছিল , চন্দ্রিমার হাসি
সে মুখ কেন আজ , বড় বিষণ্ণ ।
যে চেহারা মুগ্ধ করতো , সবাইকে
সে চেহারা কেন উপীড়নের জ্বালায় , ঝলসে যায় ।
যে সুরে বেজে উঠতো , একদিন স্বপ্ন গড়ার গান
সে সুর কেন আজ , এত অচেনা ।।
advertisement
সে সুর কেন আজ , এত অচেনা ।।
khub valo laglo....carry on ...vote o suvo kamona thaklo apnar jonno......
সে সুর কেন আজ , এত অচেনা ।।
ভালো লাগলো। শুভ কামনা রইলো আপনার জন্য।
সে চোখ , কেন আজ বৃষ্টি ঝরায় । অনিছাকিত ভাবেই হয়ে যাই !
সে সুর কেন আজ , এত অচেনা ।।
কেন ?
ভালো লাগলো.
সে সুর কেন আজ , এত অচেনা ।। .......... darun bolte hoy...