ক্রন্দসী আকাশ....

বর্ষা (আগষ্ট ২০১১)

চৌধুরী ফাহাদ
  • ৪৯
  • ৩৫
আকাশের মন ভালো নেই
তার বুকে বিষাদ করেছে ভর,
তার কষ্টে বিদূর হয়ে মেঘ
জল ধারায় ঝরছে অঝর।
কাঁদছে আকাশ অঝোর ধারায়
ভিজছে নগর ডুবছে শহর,
জল থইথই স্রাবন ক্ষণে
ঘরের মাঝে বন্দি প্রহর।
ম্রিয়মান নিয়নের আলোয়
কফি'র গরম পেয়ালা হাতে,
দেখি শহরটাকে শূন্য চোখে
এই ক্রন্দসী আকাশের রাতে।
ভেসে যায় সুরম্য অট্টালিকা
যায় ভেসে পথ-ঘাট কুঁড়ে ঘর,
আকাশের কান্না বানে যায় ডুবে
ধরণীর বুকে জেগে উঠা যত চর।

আকাশের মন ভালো নেই
তার মনে কষ্টের ধূম্রজাল,
তার কষ্টে বিষাদী হাওয়া
অঝোর ধারায় ধরেছে পাল।
টুপটাপ ঝরছে আকাশের জল
কাঁদছে আকাশ বইছে বাতাস,
কষ্ট ঝরানো বৃষ্টি লগনে
বইছে সে তার দীর্ঘশ্বাস।
বাতায়নের বন্ধ কপাট খুলে
শুনি বাতাসের কষ্ট কান্না,
আকাশের কষ্ট বুকে নিয়ে
বয়ে বেড়ায় সে গ্লানির বন্যা।
ছুঁয়ে যায় বৃক্ষের সবুজ শাঁখা
ছুঁয়ে যায় ধরণীর নাজুক বুক,
আকাশের বিষাদ ধারায় মিশে
বানের তলায় লুকায় তার মুখ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
sakil চমত্কার বর্ণনা সেই সাথে সুন্দর শব্দ গঠন . ভালো লেগেছে .
Rajib Ferdous যদি ছন্দে লিখে থাকেন তবে তার ধারাবাহিকতা বজায় ছিলনা। তাছাড়া কবিতার থিম ভাল।
এফ, আই , জুয়েল # সুন্দর কবিতা ।
মনির মুকুল অসাধারণ একটি রূপক কবিতা। শব্দচয়ন, বাক্যগঠন সবই সুন্দর তাই ফুল মার্ক পেলেন।
Abu Umar Saifullah অসম্ভব সুন্দর ও অসাধারণ
Mohmmad ibrahim khalil কবিতাটির লেখনী অত্যান্ত চমৎকার। ছন্দের মিলন ঘটিয়েছেন সচারুভাবে তাতে কবিতার মূল অনুভূতিটুকু খুব ভাল ভাবে প্রকাশ পেয়েছে। শুভকামনা রইল।
পন্ডিত মাহী ভালো লাগলো কবিতাটি
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) আপনার কবিতা আমার ভাল লাগলো ।
মোঃ আক্তারুজ্জামান আকাশের মন ভালো নেই- ভালো লাগার কথা মালা|
চৌধুরী ফাহাদ ম্যারিনা নাসরিন সীমা >>>> আপনার মন খারাপের বিষয়ে লেখা আমার আপনার ভাল লাগা তৈরি করেছে জেনে তৃপ্ত এই মন। অনেক ধন্যবাদ আপনাকে। অশেষ শুভ কামনা দিদি।

৩১ মে - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪