তবুও হৃদয় ছুঁয়ে যাও

শুন্যতা (অক্টোবর ২০১৩)

সোহেল মাহরুফ
  • ২০
তবুও হৃদয় ছুঁয়ে যাও
: হাই জেনি!
: হাই! কেমন আছো?
: ভালো। তোমার কি খবর?
: এইতো। ভালোই। তুমিতো আমাকে একদম ভুলেই গেছো।
: তাই নাকি! আচ্ছা বলোতো আমাদের ভেতর মনে রাখার মতো কি এমন ছিল?
: কিছুই কি ছিল না?
: হ্যাঁ ছিল-হ্যালো-হাই- কেমন আছো-ভালো- এইতো।
: আর কিছুই না!
: জেনি, একটা সময় পর্যন্ত তোমাকে নিয়ে যথেষ্ট পাগলামি করেছি। আর কেন!
: মানে?
: জানো, একটা সময় ছিল যখন সকালে বিছানা ছাড়তাম তোমাকে ভাবতে আবার রাতে বিছানায় যেতাম তোমাকে ভাবতে। আর নির্ঘুম রাতের শেষে সকালে যখন ঘুমে ভারী চোখ দুটো নিয়ে ক্লাসে ঢুকতাম- ভাবতাম, ক্লাস শেষেই তুমি বলবে- রাশেদ কাল সারারাত তোমাকে ভেবে ঘুমুতে পারিনি।
: তুমি আসলেই একটা পাগল!
: হয়তো তাই...
এইটুকু বলেই হাসান কেমন উদাস হয়ে যায়।
-হেভি নামিয়েছিস তো! কমপ্লিটলি ডিফারেন্ট কনসেপ্ট...স্টেজে দারুণ আসবে।
মিলার এই কথায় হাসান সম্বিত ফিরে পায়-
-স্টেজে করার জন্য এসব লিখিনি।
-তাহলে?
-এ যে আমার বুকের মঞ্চ নাটক। বছরের বারো মাসই বুকের ভেতর এর মঞ্চায়ন হয়।
-মানে?
হাসান আবার নিজের ভেতর ফিরে আসে-
-না, মানে কিচ্ছু না। মানে, কালরাতে হঠাৎ মনটা কেমন যেন হয়ে গেলো। বিছানায় গেলাম কিছুতেই ঘুম এলো না। তারপর কাগজ কলম নিয়ে বসলাম। ভাবলাম অনেকদিন ধরেই নতুন কিছু নামানো হচ্ছে না। যদি কিছু করা যায়। তারপর যা হলো তা তো এই। সকালে উঠে ভাবলাম জিনিসটা কাকে দেখানো যায়। হঠাৎ তোর কথা মনে পড়লো তাই তোকেই ফোন করলাম।
-ওহ্ আচ্ছা! তা সত্যি করে বলতো জেনি নামে তোর জীবনে কেউ কি ছিল?
হাসান দীর্ঘশ্বাস ছেড়ে বলে-
-হয়তো ছিল-হয়তো না।
একথা শুনে মিলা মৃদু হাসে-
-তুই আসলেই অদ্ভুত।
-এটা তো নতুন কিছু না। সারাটা জীবন ধরে সবাই আমাকে এ কথাই বলেছে।
-ভুল কিছু বোধ হয় বলেনি। তোকে তো এই ক’বছর ধরে দেখছি। সেই প্রথম যেদিন গ্রুপে ক্লাস করতে এলাম সেদিনই তো তোর সাথে পরিচয়। তারপর থেকে তো দেখছি শুধু নাটক নিয়েই তোর ব্য¯—তা। নতুন একটা নাটক নামানোর জন্যে তোর সে কি ছটফটানি- রিহার্সালে সে কি সিরিয়াস। মাঝে মাঝে তোর এই একাগ্রতা দেখে তোকে রোবট রোবট মনে হতো। সেই তোর ভেতরও ভালোবাসার মতো একটা সিলি ব্যাপার কাজ করে! এও কি ভাবা যায়! তোর সিরিয়াসনেস দেখে মাঝে মাঝে ভাবতাম কি জানিস? ভাবতাম, তুই বোধ হয় নাট্যকার হিসেবে শেক্সপিয়রকেও ছাড়িয়ে যেতে চাস্।
-খারাপ বলিসনি। আসলে হঠাৎ করে ওর বিয়ের খবর শুনে আমার ভেতরও এরকম একটা ব্যাপারই কাজ করেছিল। ভাবতাম আমাকে খুব বড় কিছু হতে হবে। ওকে দেখাতে হবে আমিও পারি। বাট আনফরচুনেটলি এখন মনে হচ্ছে সবই ভুল। বিশেষ করে যখন ভাবি খুব ছোট্ট একটা জীবন নিয়ে এই পৃথিবীতে এসেছি। সেই জীবনে একজন নারীকে ভালো লাগল, ভালবাসলাম-কিন্তু তাকে তা বলা হলো না। এর কোনো মানে হয়! এখন মাঝে মাঝে ভাবি-জীবনে হয়তো অনেক কিছুই হতে পারবো কিন্তু তাকে না পাওয়ার যে শূণ্যতা তা কখনই পূরণ হবে না।
মিলা যেন পুরোপুরি গল্পের ভেতর ঢুকে গেছে। সে ঘোর লাগা কণ্ঠে জিজ্ঞেস করে-
-তোর ভালোবাসার কথা তাকে বলিস নি কেন?
হাসান বুদ্ধিদীপ্ত হাসি হাসার চেষ্টা করে। কিন্তু হাসিতো হয়ই না বরং মুখটা একটু বেঁকে গিয়ে চেহারাটা একটু বিষণ্ণ রূপ ধারণ করে-
-আসলে আমি স্বার্থপরের মতো ভালবাসতে চাইনি। আমি কখনই ওকে ভালোবেসে ওর আগে আমার সুখ চাইনি। আমি সবসময়ই চেয়েছি ও সুখী হোক। তখন আমার মনে হতো কি জানিস্? মনে হতো, ও সুখী হলেই আমি সুখী হবো। সে ও যেখানেই থাক, যার সাথেই থাক।
হঠাৎ হাসানের কণ্ঠ ধরে আসে- কেমন ছেলেমানুষের মতো হয়ে যায়।
-তা সে এখন কোথায় আছে?
-নিউইয়র্কে। ওর হাজবেন্ডের সাথে-বলতেই হাসানের বুক ভেঙ্গে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।
মিলা হাসানকে সান্ত্বনা—না দেওয়ার চেষ্টা করে-
-হাসান, আসলে যে বোঝে না তাকে বোঝানো যায়। কিন্তু তুই তো সবই বুঝিস- তোকে আর কি বলবো। ভালোবাসার সেই প্রাচীন প্রবাদটাতো জানিস। সেই যে-
‘যাকে ভালোবাসো তাকে ছেড়ে দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার। আর যদি ফিরে না আসে তবে সে কখনই তোমার ছিল না।’
-মিলা প্রবাদটা আমিও জানি। বাট সমস্যাটা কি জানিস- ঐ যে লাইনটা আছে না ‘যদি সে ফিরে আসে তবে সে তোমার’ ঐটুকু পর্যন্তই বিশ্বাস করি। এরপর আর বিশ্বাস করি না। আমার ধারণা সে একদিন না একদিন আমার কাছে ফিরে আসবেই।
মিলা কিছু বলে না। সে হাসানের চোখের দিকে তাকিয়ে থাকে। সেখানে সে নূতন এক হাসানকে দেখতে পায়। এ যেন সেই তরুণ নাট্যকার কিংবা নাট্যকর্মী হাসান নয়- যে কি না প্রতিবার জাতীয় নাট্যোৎসবে নতুন নতুন কাজ দিয়ে নাট্যবোদ্ধাদের চমকে দিতে ব্যস্ত। এ অন্য এক হাসান- শরৎচন্দ্রের দেবদাসের মতো আরেকটি চরিত্র। তবে একে সৃষ্টির জন্যে এক শরৎবাবুই যথেষ্ট নন আরও কয়েকজন দরকার।
হাসান এখন আর তার ভেতরে নেই। সে যেন কোনো এক নাটকের স্ক্রিপ্টে ঢুকে গেছে। নাটকের ডায়লগ থ্রো করার মতো করেই সে ধরে আসা কণ্ঠে বলতে থাকে-
-আর- আর সে যদি ফিরে আসে, হোক রূপহীন, শ্রীহীন অবস্থায়-ইভেন এ্যাট এইটিজ, আই ওন্ট হেসিটেট টু একসেপ্ট হার। বিশ্বাস র্ক আমি ওর শরীর, ওর রূপকে কখনও বড় করে দেখিনি, আমি শুধু ওকে- ওর ভেতরের মানুষটাকে ভালবেসেছি। সেদিনও যেমন ভালবাসতাম-আজও তেমন ভালোবাসি...
মিলা কিছু বলতে গিয়েও থেমে যায়। হাসানের চোখের গভীর শূণ্যতা দেখে সে হতভম্ব হয়ে যায়। হা করে তাকিয়ে থাকে তার চোখের দিকে-খুঁজতে থাকে তার শূণ্যতার শেষ সীমা। কিন্তু হাসান নিজেও তার শূণ্যতার শেষ জানে না। তবুও সে এই শূণ্যতাকে বুকের ভেতর সযত্নে লালন করে। ঠিক যেন হেলাল হাফিজের কবিতার মতো-

“যেমন যত্নে রাখে তীর
জেনে-শুনে সব জল ভয়াল নদীর।”







আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাকিয়া জেসমিন যূথী ভালো লাগলো গল্পটা যদিও... হাসানকে একটু বোকাই মনে হলো। সামনে মিলা আছে, তাকে বুঝার চেষ্টা করলেও তো চলে। যে ভালো বন্ধু সে কি মনের মানুষ হতে পারে না??
কফি খেতে খেতে আপনাকে এই কথাটাই বলেছি। প্রেমিকেরা বেশ বোকাই হয়। প্রেমিকেরা এত বোকা কেন?
প্রেমিকেরাই যদি বোকা হয়, তাহলে চলে কি করে? প্রেমিকারা তো এমনিতেই মুখ বোজা হয়; অন্তরে কথার রাজ্যে নিরবে ছুটে, বোবা মুখে কত কথা, অন্তরেই খুঁটে ...প্রেমিককেই চালাক বানিয়ে ফেলুন। :P
বোকা প্রেমিকের দল নিয়ে আমার কারবার।
Lutful Bari Panna দারুণ সোহেল। শেষ লাইনে হেলাল হাফিজ দারুণ প্রাসঙ্গিক হয়ে গিয়েছে।
ধন্যবাদ পান্না ভাই।
জসীম উদ্দীন মুহম্মদ যাকে ভালোবাসো তাকে ছেড়ে দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার। আর যদি ফিরে না আসে তবে সে কখনই তোমার ছিল না।’ - ===== চমৎকার গল্প । খুব ভাল লাগলো ।
অনেক ধন্যবাদ।
সূর্য ভালোবাসা ব্যাপারটাই এমন যে বাসে সে খুব করেই বাসে অথচ জেনি বা আর সবারও তো ঠিক সে অধিকারটাই আছে বাসা না বাসার। এই্একটা জায়গাতেই হাসানের মতো প্রেমিকগুলোকে বোকা মনে হয়। "বোকা অথচ উজাড় হওয়ার ক্ষমতায় জড়ানো। মিলা কি গল্পটা আমাদের জানানোর জন্যই গল্পে এলো? না কী সেও হাসানের শূন্যতার গভীরতায় হারাবে? সুন্দর বিরহগাথা।
ধন্যবাদ সূর্য ভাই। গল্প পড়ে চমৎকার মন্তব্য করার জন্য। আসলে এই গল্পটা একটি তিন পর্বের গল্পের প্রথম পর্ব। ২য় পর্বটি এর আগেই গল্প কবিতার আঁধার সংখ্যায় "রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে" শিরোনামে প্রকাশিত হয়েছে। সেটি পড়লেই আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন। আর ৩য় পর্বের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। অনেক অনেক শুভ কামনা।
এশরার লতিফ সুন্দর লিখেছেন, দারুন বিরহ গাঁথা.
এবং শুন্যতা। অনেক অনেক ধন্যবাদ।
আসমা নজরুল হৃদয় ছুয়ে যাওয়া গল্প। ভাল লাগল।
অনেক অনেক ধন্যবাদ।
মিলন বনিক অপূর্ব সুন্দর গল্প...অল্প কথা কিন্তু কথার এমন নান্দনিকতা....প্রথম হেড লাইন দেখে মনে হয়েছিল কবিতা....খুব ভালো লাগলো মাহরুফ ভাই...অনেক শুভকামনা....
ধন্যবাদ দাদা। এটি অনেক আগের একটি লেখা। আর শিরোনাম জীবনানন্দ দাশের কবিতা থেকে নেওয়া। অনেক শুভ কামনা।

২৫ মে - ২০১১ গল্প/কবিতা: ৩০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪