সোহেল মাহরুফ
@প্রজ্ঞা মৌসুমী , আপা আপনার আছে কবিতা পড়ার একজন ঈগল আর আমার আছে কবিতার জন্য একজন তোতা পাখি। যে সহজ ভাবনা সহজ কথায় বলেই মু্ক্তি খোঁজে। এর বাইরে বুঝতে ও চায় না বলতে ও পারে না। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
প্রজ্ঞা মৌসুমী
আমার একজন ঈগল আছে। কবিতা তেমন বুঝেনা। কিন্তু ভালোলাগার কমতি নেই। একটা কবিতা সে অনেকবার পড়ে। বেচারার জন্য সহজ কিন্তু গভীর অনুভূতি দিয়ে কবিতা লিখতে খুব ইচ্ছে হয়। কোন কবিতা খুব বেশি ভাল লেগে গেলে, সে একদম চুপ হয়ে যায়। কি বলবে বুঝেনা। কবিতার দিকে তাকিয়ে থাকে। ও যদি আপনার কবিতাগুলা এখন পড়ত, আমি নিশ্চিত একদম চুপ হয়ে যেত। আপনার কবিতা সহজ কিন্তু আবেগময় লেখা। খুব দ্রুত পাঠকের হৃদয়ের কাছে পৌছে যায়। আপনি বলেছেন ভেতর থেকে যা যে রূপে আসে তাই লেখেন। কবিতা আসলে ভেতর থেকেই আসা উচিত। ঐ মাথা থেকে আ্নাতে গেলে বড্ড বেশি কৌশলী ভাব প্রকাশ পায়। আপনার জন্য শুভ কামনা।
সোহেল মাহরুফ
ধন্যবাদ মনির মুকুল ভাই। আসলে শুরু থেকেই এই কবিতার ব্যাপারে এ রকম একটা মন্তব্য আশা করছিলাম। আসলে আমার কাছে কবিতা যতটা না ভাষা শব্দ ছন্দের ব্যাপার তার চেয়ে বেশী নিজের ভাল লাগার ব্যাপার। তাই প্রায়শই এমন গরমিল। আপনাকে আবারো ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
মনির মুকুল
লেখাটা সুন্দর, তবে একই কবিতা দুই রকম তালে না লেখাই উত্তম। এই কবিতার প্রথম ৮ লাইন এক রকম আর পরের ১২ লাইন অন্য রকম। পরের ১২ লাইনের লেখাটা বেশি ভালো। এর মধ্যে ৩ জায়গায় ৩টা মাত্রা কম-বেশি না হলেই খুব সুন্দর একটা স্বরবৃত্ত ছন্দের কবিতা হয়ে উঠতো। শুভকামনা রইলো বেশি বেশি......
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।