মরীচিকা

কষ্ট (জুন ২০১১)

সোহেল মাহরুফ
  • ৫৪
  • 0
  • ২৭
বেদনা জমেছে নীরবে হৃদয়ে
বোঝেনি সে দাঁড়ি কমা,
মিছেই তার শাড়ির আঁচলে
হৃদয় রেখেছি জমা।

মিছেই খুঁজেছি ভালোবাসা শুধু
হরিণী নয়ন নীড়ে-
মিছেই বেঁধেছি স্বপ্নের ঘর
কূলভাঙ্গা নদীতীরে।

মিছেই খুঁজেছি কোমল দু'হাত-
বিশ্বাসের আশ্বাস,
পেলাম শেষে শূন্যতা শুধু-
একরাশ দীর্ঘশ্বাস।

মিছেই ভুলেছি কাঁজলকেশে
ভুলেছি চলার পথ,
ভুলেছি আমি আলোর দিশা-
সুন্দরের শপথ।

হরিণী নয়না, কাজল কেশী
কোথায় তুমি আজ,
আমার বুকের জমিন জুড়ে
ব্যথার কারুকাজ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সোহেল মাহরুফ @আমিনা,ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য।
AMINA `ভুলেছি আমি আলোর দিশা- সুন্দরের শপথ'-সত্যিই কষ্টকর,।অনুভুতির সুন্দর প্রকাশ ঘটেছে।
সোহেল মাহরুফ @ঝরা, ধন্যবাদ আপা। কবিতা পড়ার এবং মন্তব্য করার জন্য।
সোহেল মাহরুফ মৌসুমী আপা আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের শুভ কামনা আমাকে সমুখের পথ চলার অনুপ্রেরণা যোগাবে।
ঝরা কি আর লিখব সবাইত লিখে দিল আমার মনের কথা l
প্রজ্ঞা মৌসুমী জোকিংটা ছিল বেশ! যদি বিনয় দেখেন, বলবো সেটা মরীচিকা। সোহেল ভাই, আমার বিনয় দাঁড়ি কমা বুঝে। অত বিনয়ী হতে পারলাম কই... সত্য আর বিনয় দুইটা আলাদা পথ। আপনার হৃদয়ের অলিগলি, চোরারাস্তা, রাজপথ আরো ভাললাগায় ছুঁয়ে যাক। শুভ কামনা
সোহেল মাহরুফ @প্রজ্ঞা মৌসুমী, এই কথাটা আমার অনেকদিন মনে থাকবে।একি প্রজ্ঞার বিনয়!! জাষ্ট জোকিং। সত্যি বলতে গল্প কবিতা ডট কম এ এসে আমার নুতন স্কুলের প্রথম ক্লাসের অনুভূতি এখনো পিছু ছাড়ছে না। সকলের কবিতা পড়ে এবং মন্তব্য পেয়ে অনেক ঋৃদ্ধ হচ্ছি। প্রতি মুহুর্তে নুতন নুতন ভাল লাগা ছুঁয়ে যাচ্ছে হৃদয়ের অলিগলি।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
প্রজ্ঞা মৌসুমী উপমার গাথুনী তো ভয়াবহ সোহেল ভাই। শব্দ সব মিলে কেমন এক বিরহী মেলোডি তৈরি হলো। 'বোঝেনি সে দাঁড়ি কমা'। বেদনা দাঁড়ি-কমা বুঝেনি- দারুণ বললেন। এই কথাটা আমার অনেকদিন মনে থাকবে। সবমিলিয়ে একটা স্নিগ্ধ কবিতা।
সোহেল মাহরুফ ধন্যবাদ মিরাজ ভাই। প্রচেষ্টা অন্তহীন।
kaysar miraj প্রচেষ্ঠা সুন্দর,আরো ভালো করতে হবে.

২৫ মে - ২০১১ গল্প/কবিতা: ৩০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫