বন্ধু বানানোর অভিযান

বন্ধু (জুলাই ২০১১)

রেজাউল রাজ
  • ২৯
  • 0
  • ১০
পুলিশগুলো বন্ধু বেশে শত্রু হয়েছে
চলো তাদের বন্ধু বানাই,
কাতারে কাতারে সজ্জিত করে
হাতগুলো পিছমোড়া করে বেধে
বন্ধুত্বের শপদ পড়াই।
চল পেশকারগুলোকে চটকনা দেই,
অর্ডারে অর্ডারে চোখ নাক কান
থেতলে দিয়ে বন্ধু বানাই।
এসো ডাক্তারগুলো বেহুশ করি
লেকের পানিতে হৃদপিন্ড ধুই,
সেখানে গুড গুড করে
বন্ধুত্বের অমোঘ বানি লিখি।
মনুষত্বের অঙ্কগুলো শিখাই চল
বদ্ধরুমে প্রাকৌশলীদের জব্দ করি,
বন্ধুত্বের নিশ্চয়তা নিই।
দৌড়ে এস শিক্ষকগুলোর লাগাম ধরি,
শিক্ষাব্যবসা ছেড়ে শিক্ষক হতে বলি
আমাদের বন্ধু বানাই।
লুটপ্রিয় নেতাগুলোকে চল নির্বাসন দিই,
বন্ধু কপাট থাকবে খোলা
আসতে হলে বন্ধু হয়ে আসুক।
ফতোয়াবাজদের ফতোয়া রেখে বন্ধু হতে বলি
বাঙ্গালিত্বের পাটগুলো দিই,
চল তাদের বন্ধু বানাই।
গুদামপুজারী ব্যবসায়ীগুলো চল গুদামে পুরি,
বধ্য ঘরে পন্য হওয়ার স্বাদ নিক
তারপর নাহয় বন্ধু হবে।
চল রাজাকারদের বন্ধু বানাই,
ষোল কোটি মানুষের সমাবেশে ফাশিতে ঝুলিয়ে
বন্ধুত্বের অমর কাহিনী লিখি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য কবিতায় চরম উৎকন্ঠায় দেয়ালে ঠেকে যাওয়া মানুষের সাহসী হয়ে ওঠার দৃশ্য দেখা যায়। অন্যায় আর দূরাচারকারীদের প্রতি আক্রোশ খুব মন ছুয়েছে। কিছু সংশোধন করলে কবিতাটি আরো ভাল হবে। (রাজাকারদের বন্ধু বানিয়ে তাদের ফাসী দিলেতো একই দোষে দুষ্ট হতে হবে)
আহমাদ মুকুল বাহ্ দারুন কবিতা তো! একটু সংশোধন হলে ভাল হত- ‘পেশকার’ না হয়ে বিচারক বা এজাতীয় কিছু হবে হয়তো। কেননা এরা আদালতের কর্মচারী মাত্র (যদিও এদেরও ট্রিটমেন্ট দরকার)। আর ‘আমলা’ বাদ পড়েছে। জুড়ে দিতেন যদি...আমলাগুলোকে কলমের খোচায় কামলা বানিয়ে দেশপ্রেম শিখাই...। পেশাগত এই গ্রুপটির প্রতিনিধি হিসেবেই বলছি- বন্ধুত্বের শিক্ষা তাদেরও দরকার।
রওশন জাহান কবিতাটা অসাধারণ। প্রিয়তে নিলাম. আপনার লেখনি আমাকে আমাকে মুগ্ধ করেছে। আরো লেখা চাই সামনে .
দীপ্তি হাবিব আপনার কবিতার আহ্বান কিন্তু অনেক সুন্দর. ভালো লাগলো
মামুন ম. আজিজ সমসাময়িক অসামাঞ্জস্য । ভালো।
প্রজাপতি মন চল পেশকারগুলোকে চটকনা দেই, অর্ডারে অর্ডারে চোখ নাক কান থেতলে দিয়ে বন্ধু বানাই। এসো ডাক্তারগুলো বেহুশ করি লেকের পানিতে হৃদপিন্ড ধুই, সেখানে গুড গুড করে বন্ধুত্বের অমোঘ বানি লিখি। অসাধারণ. সমাজের সব ভন্ডদের গালে চর মারার মতই লেখা. প্রিয় তালিকায় রেখে দিলাম সযতনে. আর ভোট তো দিতেই হবে ........... :)
মোঃ আক্তারুজ্জামান অসাধারণ বিষয় বস্তু| শিরোনাম দেখে আমি একটুও বুঝতে পারিনি এই কবিতাটি এতো সুন্দর|
মিজানুর রহমান রানা গুদামপুজারী ব্যবসায়ীগুলো চল গুদামে পুরি, বধ্য ঘরে পন্য হওয়ার স্বাদ নিক তারপর নাহয় বন্ধু হবে।-------------সুন্দর কবিতা ।

২২ মে - ২০১১ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪