মিথ্যে প্রলাপ

সবুজ (জুলাই ২০১২)

মাহমুদুল হাসান ফেরদৌস
  • ৪৫
  • ৩৪
প্রতিদিন বাড়ছে ক্ষুধিতের হাত,
আপনার মাঝে আজ আপন সংঘাত,
সবুজ অরণ্যে কালো কুঠারের ছায়া,
বাস্তুহারা পাখিকুল ভুলে সব মায়া,
বনের পশু সব ঠায় নিয়েছে মনে
খেয়ালে উঠে কেঁপে বেসুর আন্দোলনে।
কল্পিত ধরণী ক্যানভাসেই ফুটে
ক্ষুধিতের ভাগ্যে কিছুতো না জুটে।
ক্ষুব্ধ সব শব্দে ক্ষুব্ধ হয় প্রাণ,
গিঞ্জি পরিবেশে ধোয়াটে ঘ্রাণ।
নিত্য এই পথ চলা নিত্যই ঘটে,
নব সজ্জায় সব জুটি সংকটে।
অস্থির চিত্তে তামাটে এই বিশ্ব,
সংজ্ঞাহীন কান্তায় কান্তি নিঃস্ব।
অস্তিত্ব রক্ষা আজ সবুজের দায়,
নির্বাক তবুও যেন দাড়িয়ে ঠায়।
ধুসর সংসারে হাহাকারও ঋণ,
ধরণীর পৃষ্ঠে উষ্ণতাই অমলিন।
ক্রন্দন ছুটে চলে বজ্রের সাথে,
বুক চেপে মরব মোরা হাভাতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন বেশ লাগলো কবিতা...। তবে কবির কাছে প্রত্যাশা কিন্তু বেশি...।
নৈশতরী প্রতিদিন বাড়ছে ক্ষুধিতের হাত, একদম সত্যি কথা, ভাই তোমার লেখায় ভালো জোর আছে চেষ্টা করকে তুমি ভালো লেখক হতে পারবে, আমার খুব ভালো লাগলো আমি তোমাকে ৪০ দিলাম,
মামুন ম. আজিজ দারুন একটা সংগঠন শব্দের বুনটে
আলেকজানডার উফ্ কি সুন্দর অর্থময় ও ছন্দময় কবিতা ! সত্যি আমি মুগ্ধ ।তথাকথিত রসকষহীণ কাব্যগল্পের ভিড়ে এরকম দু চারটা কবিতা পেলে অন্তর জুড়িয়ে যায় ,নিজকে সার্থক মনে হয় ।অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকলো নুন্যতম ভোট -৫ ।
ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ে মন্তব্য ও ভোট করার জন্য
জাফর পাঠাণ একদম বিশ্রি কবিতা (!)সবুজের আবেদনহীন (?) পড়তেও লজ্জা লাগছে (?) তবু দিলাম -৫ ।
আপনার মন্তব্য পড়ে আমার এক্ষনি সবুজ শৈবাল মাখা পথে ঝুপ করে ঝাপ দিতে ইচ্ছে করছে। এই প্রথম কেউ আমার কবিতার মর্ম বুঝল। সবুজের আবেদনহীন (?) কবিতা পড়িয়ে লজ্জা দিতে পেরেছি বলে আমিও গর্বিতবোদ করছি। সামনে হয়ত আরো বিশ্রি কবিতা (!) উপহার দিতে পারব সেই আশায় রইলাম।
হা.....হা.....হা.....আমি এই কবির কাছে আরো বিশ্রী এবং কুৎসিত কবিতা আশা করি ..হু....হা....হা...হা....
হু হু হু হু হা হা হা হা হি হি হি হি
পন্ডিত মাহী ভালো লিখেছেন... সুন্দর একটি কবিতাস...
বিদিতা রানি সবুজ অরণ্যে কালো কুঠারের ছায়া, বাস্তুহারা পাখিকুল ভুলে সব মায়া, ... ছন্দময় সুন্দর কবিতা। ভালো।
দিপা নূরী সবুজ অরণ্যে কালো কুঠারের ছায়া, ..... ছন্দে লেখা বাস্তব কবিতা। খুব ভালো লাগলো।

১৮ মে - ২০১১ গল্প/কবিতা: ২৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪