নতুন জীবনের স্বপ্ন

নতুন (এপ্রিল ২০১২)

রবি
  • ১২
  • ২৭
স্বপ্ন কি? একটু একটু করে গড়ে তোলা প্রার্থনাগুলোকে
আশার চাদরে মুড়িয়ে কল্পনার বর্ণিল তুলিতে আঁকা
নাকি বাস্তবতার অদূরে দাঁড়িয়ে থাকা সুখের কাঙ্ক্ষিত হাতছানি
স্বপ্ন কোথায় থাকে? কোথায় তার আবাস?
ঘুমিয়ে থাকা মানুষের মস্তিষ্কে নাকি
সদা জাগ্রত দু'চোখের ডানা মেলা পাপড়িতে
কিংবা সবার অদেখা কিন্তু অনুভব করা হৃদয়ে?
অতলস্পর্শরই স্বপ্নগুলো সব সময় কি ডানা মেলে?
সেই স্বপ্নগুলো কি নীড় খুঁজে পায় নাকি
বৃষ্টির ফোঁটার মত চুপচাপ ঝরে যায়
আর যাওয়ার সময় কি কিছু নিয়ে যায় না?
ভেঙ্গে দিয়ে যায় না কিছুই?
প্রতিনিয়ত স্বপ্ন তৈরি হচ্ছে ঘুরছে ডানা মেলছে
আবার হারিয়েও যাচ্ছে কেউ কি তার খবর রাখে
নাকি প্রতিটি মনই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে;
ব্যস্ত থাকে নিজের স্বপ্ন নিয়ে
আর এর বাস্তবায়ন নিয়ে।
স্বপ্ন যখন ঝরে যায় কিংবা হারিয়ে যায়
কালের অতলে তবুও কি স্বপ্ন গড়া বন্ধ হয়ে যায়?
নাকি ভাঙ্গা স্বপ্নের চূর্ণ দিয়ে প্লাটফরম তৈরি করে
আবারো নতুন জীবনের স্বপ্ন তৈরি হয়।

মানুষ বুনতে থাকে স্বপ্নের জাল প্রতিনিয়তই একটু একটু করে।
আর যখন স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে
কোনো হৃদয় কি তখন অনুভূতি হয় তার?
সব কিছুতেই কি তার স্বপ্নময় মনে হয়?
নাকি স্বপ্নকে বাস্তব করার আনন্দে
তার চোখ থেকে ঝরে পড়ে দু'ফোঁটা আনন্দ অশ্রু।
যা শুধুই আনন্দের।
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন তবুও দেখা;
মানুষ বেঁচে থাকবে যতদিন স্বপ্নও বেঁচে থাকবে
ততদিন নিজের মত করে নতুন আলো ছড়িয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Meshkat ঠিকই বলেছেন ভাই। স্বপ্নের ডানায় ভর করেই ত আমরা বেচে থাকার আশা করি। ৫ পাওয়ার জগ্য একটি লেখা।
শাহ আকরাম রিয়াদ মানুষ বুনতে থাকে স্বপ্নের জাল প্রতিনিয়তই একটু একটু করে। ////ভাল লাগল।
সালেহ মাহমুদ খুব ভালো লাগলো, শুভ কামনা।
নিনা আশা ও হতাশার দোলাচালে কবিতা মিশ্র ভাব রেখে গেল মনের ভিতর | তাইতো বলি সুন্দর |
খন্দকার আনিসুর রহমান জ্যোতি অনেক প্রশ্নের মাধ্যমে স্বপ্নকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে....আসলে স্বপ্নতো বাস্তবতার উল্টটা...তাই তবে কল্পনা বা স্বপ্ন না থাকলে কবিতার স্বার্থকতা থাকতনা ... ভালো লাগর রবি আপনার কবিতা ....ধন্যবাদ
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) কবিতাটি পরে নচিকেতার একটা গান '' স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন '' মনে পরে গেল / সুন্দর কবিতা ....স্বপ্ন যখন ঝরে যায় কিংবা হারিয়ে যায় কালের অতলে তবুও কি স্বপ্ন গড়া বন্ধ হয়ে যায়? নাকি ভাঙ্গা স্বপ্নের চূর্ণ দিয়ে প্লাটফরম তৈরি করে আবারো নতুন জীবনের স্বপ্ন তৈরি হয়।
Lutful Bari Panna অনেকই সুন্দর। কবির কবিতা সেন্স চমৎকার সে হিসেবে তার কাছে আরো একটু সূক্ষ্মতা আশা করতেই পারি।
জাফর পাঠাণ আমার মনে হয় স্বপ্ন দুই প্রকার-১/জাগ্রতাবস্হায় স্বপ্ন দেখা ২/ঘুমন্তাবস্হায় স্বপ্ন দেখা ।প্রতিটি ইচ্ছা,আকাংখা জাগ্রতাবস্হার স্বপ্ন নির্ভর।স্বপ্ন আছে বলেই মানুষের এই দুরন্ত প্রচেস্টা,বুক বেধে অগ্রসর হওয়া। রবি (সূর্য) অনেক সুন্দর হয়েছে আপনার কতিাখানি।শুভেচ্ছা রইল।
আরমান হায়দার লেখায় দারুন হাততো !! শুভকামনা।
মিলন বনিক নাকি স্বপ্নকে বাস্তব করার আনন্দে, তার চোখ থেকে ঝরে পড়ে দু'ফোঁটা আনন্দ অশ্রু। স্বপ্ন হোক সত্য..ভালো লাগলো বলে এই শুভ কামনা করছি......

১৫ মে - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "পরগাছা”
কবিতার বিষয় "পরগাছা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই,২০২৫