অনাগত সন্তানের প্রতি

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

সেনা মুরসালিন
  • ৩২
  • ১৭
সোনামনি,
তুমি আসবে বলে
আমি আমার ক্ষনিকের প্রণয়ের
পরিনতী টেনেছিলাম
‘আনন্দ রথের’ সাথী হয়ে।
তোমার বীজ বুনেছিলাম
শ্রাবন শিক্ত ভালবাসায়
সুফলা এক বঙ্গ ললনার গর্ভে।
চেয়েছি, এই বঙ্গ-গর্ভেই বেড়ে উঠুক
তোমার অস্থি-মজ্জা।
তোমার হৃৎস্পন্দনের ঝঙ্কার উঠুক
বঙ্গ-ভাষী এই মায়ের জঠরে।

তুমি একটু একটু করে হাটতে শিখবে বলে
সহস্রাধিক বৎসরের ঐতিহ্যের
এই বাঙ্গাল মুলুক কে
সজ্জিত করেছি চির হরিৎ সমভূমিতে।
তোমার সদ্যজাত ফুস্‌ফুস্‌ এ
সতেজ বাতাস দেব বলে
মৌসুমী বাতাসকে ধরে রেখেছি
হিমালয় থেকে বঙ্গপোসাগরে।
ষড় ঋতুতে মন রাঙ্গাবো তোমার
তাই এ মাটিকে সুজলা করেছি।

অতীশ দীপঙ্কর, বিদ্যাসাগর, রাজা রামমোহন,
জগদিশ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, লালন বা হাসন
তোমার অহং বোধ প্রস্তুত করব বলে
এ ভূম-এর কিছু ‘অহংকার’ জাপ্টে ধরে রেখেছি।

জানি, একদিন করবে জয় নিশ্চয়।
তাই করিনা কভু ভয়
এসে দেখ, এ মাটির কিছু নির্ভীক সন্তান
তোমাকে দিয়েছে বাঙ্গাল ভাষা,
যে ভাষায় তুমি শিখবে প্রথম কথা-
...মা।
এ ভাষায় তুমি গাইবে গান,
ভালবাসবে এ ভাষাতেই,
এ তোমার মায়ের ভাষা
এ ভাষাতেই করবে অভিমান।

ও সোনা, ...
আমার অনাগত ভবিষ্যৎ।
তুমি জানবে তাদের কথা,
যাঁরা দিয়ে গেছে প্রাণ এ ভাষার তরে
রফিক, সালাম, বরকত।

লাল সবুজের বাংলাদেশে
স্বাধীনতার আবেগ ঘন আবেশে
যারা দিয়েছিল প্রাণ
সেই আবেগ আগলে রেখেছি
তোমায় দেব বলে
তুমিও হবে তাদের মত নির্ভিক সৈনিক
তোমার অট্টহাসিতে উঠবে কেঁপে চারদিক।

এসো তুমি।
প্রতিক্ষায় রয়েছি আমি, আমরা,
এ দেশ, এ পৃথিবী।
তোমার হাতেই তুলে দেব
আমার সমস্ত সঞ্চয় আমার বাঙ্গাল চেতনা
তোমার মনন বিকাশে।

গেয়ে উঠব সেই গান-
‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন অনেকেই হয়তো এভাবে ভাবে কিন্তু কাব্য করে ক'জন বলতে পারে? তবে আপনি তো দেখছি খুব সহজেই পারলেন। কবিতায় ভালোবাসা জানিয়ে গেলাম।
আপনাকেও আন্তরিক ধন্যবাদ
ঝরা কথাগুলো যেনো আমিও বলতে চাই।
ধন্যবাদ...অবশ্যই ! এ কথাগুলো তো আপনারই . .এ যেন সবারই মনের কথা ...
Sisir kumar gain সুন্দর কবিতা। ধন্যবাদ।
নিলাঞ্জনা নীল দারুন কবিতা!!!! অনেক ভালো লাগলো!
আপনাকেও অভিনন্দন
এই মেঘ এই রোদ্দুর অনেক সুন্দর
আন্তরিক ধন্যবাদ আপনাকে।
মিলন বনিক গেয়ে উঠব সেই গান-‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’..মুগ্ধ হলাম....ভেতরের কবিত্বকে পূর্ণ বিকাশ ঘটিয়েছেন..ভালো লাগলো..শুভ কামনা...
আপনার মুগ্ধতাই আমার অনুপ্রেরনা।
সেনা মুরসালিন জালাল উদ্দিন মুহম্মদ----আরেবাবা ! তথাস্তু। ------- গল্পকবিতা ডটকমে, আমার সকল কবি বন্ধুদের জানাই অভিনন্দন ! ও আমার লেখা কবিতা পড়ে তাতে অনুপ্রাণীত করার মত মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
জালাল উদ্দিন মুহম্মদ মুরসালিন ভাই, আপনি এত সুন্দর কবিতা লেখেন , একদিন অনেক বড় কবি হবেন, দোয়াও করি তাই। কিন্তু মন্তব্যের জবাবে আপনার কাছ থেকে আমরা কি ধন্যবাদটুকু আশা করতে পারি না ভাই ? বেছে বেছে কয়েকজনকে জবাব না দিয়ে সবাইকে আন্তত ধন্যবাদ বলুন। ধন্যবাদ ও শুভকামনা।
সেনা মুরসালিন আহমেদ সাবের , মোঃ আক্তারুজ্জামান -----আপনাদের সুন্দর মন্তব্যই আমার অনুপ্রেরনা। ধন্যবাদ।
আহমেদ সাবের সাগর সমান হতাশার মাঝে আপনার আশাব্যঞ্জক কবিতাটা পড়ে মুগ্ধ হলাম। আমাদের অনেক কিছু নিয়েই গর্ব করার আছে - এই বোধ আমাদের যেদিন আসবে, সেদিন আমরা উন্নত হব । অনাগত সন্তানকে নিবেদিত ভালবাসার আলোকচ্ছটায় আপনার কবিতা হীরকের মত জ্বলজ্বল করছে। শুভেচ্ছা থাকল কবি।

২৬ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী