তোমার সাথে কথা বলার সময়
অথবা তোমার সামনে দাঁড়ালে,
তোমার ছবিটা চোখে ভেসে এলে,
অথবা স্বপ্নে তুমি এলে,
বুকে বাজে ভালোবাসার ঢাক, সেই প্রথম দিন থেকে,
সেই মেলার দিন, খুব কাছে না হলেও অনেকটা কাছে আসার সেই দিন থেকে।
প্রথম প্রেম হয়তো ছিল না আমার, অথবা প্রথম ভালোবাসা,
তবে ওটা ছিলও নিজেকে স্বার্থপর বানাবার প্রথম পর্ব।
প্রয়োজন ছিলও একটা নির্ভরতা, একটা আশ্রয়
অনেক খুঁজে ফিরে তোমাতেই সেই জয়।
দিনগুলো বেশ ছিলও, নিজেদের মতোই, চলছিলো ভালোই।
নিজেদের খুঁজে পাওয়া, কাছে আসা,
ভালোবাসাও দরজায় কড়া নাড়তে নাড়তে ঢুকেই পড়লো এক সময়।
ওই দরজা খোলা ছিলও, ভুল করে তালা না দিয়ে আর
চাওয়া-পাওয়ার হিসেব না করে সব কিছুর মাশুল দিলাম আমরা,
চলে গেলাম আলাদা পথে,
ওই পথের মিলনটা যে একই জায়গায়, জানা ছিলও না আমাদের।
নতুন করে চাইলাম, পুরনো ভুল না করে,
কিন্তু কিছু একটা ফোকর রয়ে গেলো নিজেদের অজান্তে,
তাই হয়তো, আজ তুমি অন্য কারো জান।
তবে, এখনো ওই কথাটা সত্যি,
তোমার সাথে কথা বলার সময়
অথবা তোমার সামনে দাঁড়ালে,
তোমার ছবিটা চোখে ভেসে এলে,
অথবা স্বপ্নে তুমি এলে,
বুকে বাজে ভালোবাসার ঢাক, সেই প্রথম দিনের মতো
সেই মেলার দিন, খুব কাছে না হলেও অনেকটা কাছে আসার সেই দিনের মতো।
১৮ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা:
১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪