বন্ধুদের প্রতি আহ্বান

বন্ধু (জুলাই ২০১১)

গুলতি বাবু
  • ২৪
  • 0
  • ৩৪
ফেসবুক আমি ছাইড়া আইলাম
কুরুচিপূর্ণ ছবির জ্বালায়
এখানে আইস্যা পড়লাম এবার
মিচকা শয়তানদের পাল্লায়।

ছদ্মনামে আইডি খুইল্যা
বাগাইতাছে ভোট
গায়ে দিছে ভেজাল একখান
পরদেশী কোট।

বন্ধুরা সব হুমড়ি খাইয়া
ফ্যাক আইডির পাল্লায় পড়ে
না জাইন্যা না বুইজ্যা
বন্ধু হবার অনুরোধ করে।

হুনছি দেশে রাজনীতিতে
ভোটাভুটি চলে
এবার দেহি গল্প-কবিতায়ও
এই কারবারটা চলে।

সবার আছে হাজার বন্ধু
গল্প-কবিতার ভীড়ে
গুলতির কি নাইরে বন্ধু
কথায় না কেউ ভিড়ে।

আমি গুলতি চাইয়া চাইয়া
সবার তামাসা দেখি
আমার লেখা হঠাৎ করে
গল্প-কবিতায় একি!

অন্যদেরকে ঠকিয়ে কভু
স্বার্থ হাসিল না করো
পরের দোষের কীর্তন না করে
নিজের চরকায় তেল মারো।

বন্ধুরা, মজার কথা শেষ পর্যন্ত
মিচকার শুভ বুদ্ধির উদয় হইলো
সবার কাছে ক্ষমা চাইয়া
আইডি থেকে কু-ছবি সরাইলো।

ধন্য তুমি বন্ধু- ক্রিয়েটর অব মিচকা
তোমার জয়গান গাই
তোমার মতো বন্ধু ভালো
এই সাইটে কমই পাই।

এখন আছে এই সাইটে
আরেকটি 'ডিজিটাল রাজাকার'
এদের ধইরা এখন তোমরা
সোজা-সাফটা কর।

এমন নামের আইডি দ্বারা
কবি-লেখকগো অপমান করা
একদিন তুমি 'ডিজিটাল রাজাকার'
খাইবা কিন্তু কাছে ধরা।

তোমার সেদিন কি গতি অইবো
আমরা বন্ধু জানি না
গুলতি বাবু গুলতি মারলে
দোষ কিন্তু দিবা না।

গুলতি বাবুর জন্ম অইছে
ফ্যাক আইডি খেদাইতে
বন্ধু তোমরা আমার সাথে
ধরো সবাই হাতে।

আমি গুলতি বন্ধুদের সাথে
মিলাইছি রে হাত
কবি-লেখকগো মান-সম্মান যেনো থাকে
খোদার কাছে এই আমার মোনাজাত।

চাই না বন্ধু কাদা ছোঁড়াছুড়ি
চাই না ভোট তোমার
গল্প-কবিতায় কদর হোক সৃজনশীলতার
এই আহ্বান আজ আমার।

ভোটের রাজনীতিতে রাজা অইবার
সাধ ও সাধ্য আমার নাই
বন্ধু- থাকো তোমরা মিলেমিশে
এই ডাক দিয়া যাই।

যদি কখনো কারো মনে
দুঃখ থাকি দিয়া
সেই জন্য তোমাদের কাছে
লইলাম অগ্রিম মাফ চাইয়া।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রোহান শিহাব বাহ এই কবিতাটা দেখি গল্পকবিতার কয়েকজন বন্ধু নিয়া লেখা । কিন্তু এরা কারা চিনতে পারলাম না । কবিতাটা বেশ মজার (হাসি )।
Sujon গুলতি বাবু, আপনার গুলতি তো আমার কলিজায় লাইগা গেল। কি কথা শোনাইলেন আপনি।ধন্য আপনি ও আপনার কবিতা। আপনার জন্য অবশ্যই শুভকামনা!!!!!
শাহ্‌নাজ আক্তার ভালো ,,,,,,,দুসাহসী লিখা .
Akther Hossain (আকাশ) সাহসী প্রতিবাদ, ধন্যবাদ তোমাকে !
আহমেদ সাবের প্রিয় গুলতি বাবু, "চাই না বন্ধু কাদা ছোঁড়াছুড়ি "।
হাচিনা আরাবি প্রথমেই একখান জটিল কবিতা পড়লাম, অসাধারণ লাগলো রম্মরশে
মামুন ম. আজিজ স্বনামে লিখলে সবচেয়ে বেশী খুশি হতাম
বিন আরফান. ফেসবুক আমি ছাইড়া আইলাম কুরুচিপূর্ণ ছবির জ্বালায় এখানে আইস্যা পড়লাম এবার মিচকা শয়তানদের পাল্লায়। ছদ্মনামে আইডি খুইল্যা বাগাইতাছে ভোট গায়ে দিছে ভেজাল একখান পরদেশী কোট। বন্ধুরা সব হুমড়ি খাইয়া ফ্যাক আইডির পাল্লায় পড়ে না জাইন্যা না বুইজ্যা বন্ধু হবার অনুরোধ করে। হুনছি দেশে রাজনীতিতে ভোটাভুটি চলে এবার দেহি গল্প-কবিতায়ও এই কারবারটা চলে।

০৪ মে - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫