সবুজ শৈশব

সবুজ (জুলাই ২০১২)

রফিকুজ্জামান রণি
  • ৩৩
  • ১০৭
হে আমার হারানো শৈশব!
তুমি ঘুমিয়ে আছো গ্রামের সোনালি ঝরা পাতার তলে
যেথায় শিশিরস্নাত ঘাসের গালিচা মাড়িয়ে
শিউলি কুড়াতে ছুটে যায় অসংখ্য পল্লীবালা
নগরীর কালো ধোঁয়া আর ভাগাড়ের উৎকট গন্ধ ভেদ করে
এখনো তোমার সৌরভ এসে ভর করে আমার নাকের ডগায়

হে আমার হারানো শৈশব!
হলদাবরণ সরিষা ক্ষেতের আড়ালে তুমি বিলীন হয়ে গেছো
যেথায় বিনম্র ফুলের গায়ে মধুচোষা মৌমাছির দল এসে চুমো দেয়
লালসাকাতর ভ্রমর উল্লাসে নেচে ওঠে দুপুরের রৌদ্রালোতে
একদিন, বিভ্রান্ত প্রজাপতির মতো উড়ে গেলে বিলাসিতার নগরে
ব্যস্তশহরের কোলাহল চিরে তোমার ডানা ঝাপটানোর শব্দ
এখনো আমার কানের পর্দায় এসে রণিত হয়!

হে আমার হারানো শৈশব!
গোধূলির মৃত আলোতে নীড়খোঁজা পাখির ডানায় চড়ে
তুমি উড়ে গেছো নিরুদ্দেশে_
তারপর দিগন্তছেয়ে নেমে এলো এক নিকস অন্ধকার
আঁধারের কৃষ্ণদেহ ফুটো করে জোনাকির আলোর মতো
তোমার স্মৃতির অলঙ্কারগুলো
এখনো আমার চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুন ম. আজিজ খুব সুন্দর গোছােনা কবিতা
রোদের ছায়া (select 198766*667891 from DUAL) বাহ খুব ভালো , কথাগুলো খুব গোছানো , ভালো লাগলো কবিতাটি //
ওসমান সজীব খুব ভাল লাগলো
junaidal ভাল লেগেছে।
আহমেদ সাবের নস্টালজিয়া ভারাক্রান্ত কবিতাটা পড়ে চলে গেলাম শৈশবের ধুলোমাখা পথে। তারপর শুনি "ব্যস্ত শহরের কোলাহল চিরে তোমার ডানা ঝাপটানোর শব্দ "। অনেক ভাল লাগল কবিতাটা।
Bidyut saha খুব ভালো laglo
কায়েস হে আমার হারানো শৈশব! গোধূলির মৃত আলোতে নীড়খোঁজা পাখির ডানায় চড়ে তুমি উড়ে গেছো নিরুদ্দেশে_ অসাধারণ
জাহাঙ্গীর আলম বেশ লাগলো কবিতাটি।
ইউশা হামিদ শৈশব ঘুমিয়ে আছে সোনালী ঝরা পাতার তলে ------ সত্যি ভাই ! অসাধারণ । অভিনন্দন কবি ।
খোরশেদুল আলম সবুজহীন ব্যস্ত নগরে সবুজ শৈশবের স্মৃতি কথা, ভালো লাগলো।

০৩ মে - ২০১১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "আতঙ্ক”
কবিতার বিষয় "আতঙ্ক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর,২০২৫