ইচ্ছে করে

ঈর্ষা (জানুয়ারী ২০১৩)

সালেহ মাহমুদ
  • ৩৮
  • ৩৫
তোমাকে সহস্রবার স্পর্শ করতে চেয়েও নাগাল পাইনি আমি
সেই শৈশবের সূচনা থেকে যৌবনোদ্গমের দিনগুলো
কি আশ্চর্য নেশাগ্রস্তের মতো উজাড় করে দিয়েছি তোমার জন্য
তোমার জন্য প্রতিটি বিকেলে দু’বার করে পাড়ি দিয়েছি লম্বা সড়ক
তোমার সাথে দৌড়-ঝাঁপ, শৈশবের দূরন্তপনা কি না করেছি বলো
তোমার মা আমাকে দেখলেই কেমন জামাই আদর করতেন বেশ মনে আছে
কিন্তু তবুও তোমাকে একটি বার স্পর্শ করতে পারি নি আমি।
জীবনানুভূতির অদ্ভূত ইঙ্গিতে যখন তুমি লাজনম্র হয়ে গেলে
তখন আমি ভয় পাওয়া বালকের মত দৌড়ে পালালাম
ভাবলাম কোথাও কোন ভুল হয় নি তো?
সেই ভয়ভুল যখন ভাঙলো তখন তুমিআমি আর তুমিআমি নেই
আমিআমি আর তুমিতুমি যোজন যোজন পথ পাড়ি দিতে শুরু করি নিজস্ব নিয়মে
জীবনের শেষ প্রান্তে এসে সেই স্মৃতিগুলোই আজ বড় বেশি জীবন্ত হয়ে ওঠে
স্বপ্ন দেখে জেগে ওঠার মতো মনে হয় এই তো মুহূর্ত পূর্বের সবকিছু
আমার সহধর্মিনী আমার বুকে মাথা রেখে কেঁদে ওঠে হু হু করে
সেই কবে কাকে মনে গেঁথে ফেলেছি সেই শোকে শোকাতুরা হয়
অথচ কি আশ্চর্য জানো, আমার সমস্ত দেহ-মন-প্রাণ উজাড় করে ভালোবাসলেও
কী এক অপূর্ণতা খুঁজে ফেরে স্ত্রী।
তুমি কি বলতে পারো এর নাম কি হতে পারে?

আমার আবারো সেই শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে
ইচ্ছে করে আবার জন্ম নেই, ইচ্ছে করে তোমাকে ছুঁয়ে দিতে একবার...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Md. Mainuddin একটা অসাধারণ কবিতা। দারণ হাহাকারে যার পরিণতি টানলেন ।। দারুণ ভাল লাগলো ।ভালো থাকুন।।
ভালো লাগেনি ৩১ জানুয়ারী, ২০১৩
ধন্যবাদ মাইনুদ্দিন ভাই।
ভালো লাগেনি ৩১ জানুয়ারী, ২০১৩
ইসমাইল বিন আবেদীন কবিতারটির মধ্যে নাটকীয়তা আছে | আমার খুব ভালো লেগেছে সালেহ ভাই | অনেকদিন পরে এসে আপনার কবিতাটি পড়ে খুব ভাল লাগল | শুভো কামনা রইলো |
ভালো লাগেনি ৩০ জানুয়ারী, ২০১৩
ধন্যবাদ।
ভালো লাগেনি ৩০ জানুয়ারী, ২০১৩
নৈশতরী দারুন লিখেছেন সালেহ ভাই
ভালো লাগেনি ২৯ জানুয়ারী, ২০১৩
ধন্যবাদ।
ভালো লাগেনি ২৯ জানুয়ারী, ২০১৩
শেখ একেএম জাকারিয়া আপনার কবিতা পড়ে মনে হলো ,আমিও যদি শৈশবে ফিরে যেতে পারতাম,,,,খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন সালেহ ভাই,,,
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১৩
ধন্যবাদ জাকারিয়া ভাই।
ভালো লাগেনি ২৬ জানুয়ারী, ২০১৩
পন্ডিত মাহী আহা... কি অদ্ভুত ভালোবাসা। এমনটাই সবার মাঝে থাকা উচিত। সুন্দর হয়েছে কবিতাটি।
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১৩
ধন্যবাদ পণ্ডিত
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০১৩
Lutful Bari Panna কবিতা জুড়ে নষ্টালজিক আবেগ ছড়িয়ে আছে, পরতে পরতে। শুধু আপনার হাত হিসেবে কিছুটা অযত্ন চোখে তো লাগলই। স্টিল দারুণ।
ধন্যবাদ পান্না ভাই, অযত্ন বিষয়ক প্রসঙ্গটা ধরার বিষয়টা একেবারে সত্যি। একটানে লিখে কোন বিচার বিবেচনা না করেই পোস্ট দরুণ এটা হয়েছে। যে কোন লেখা লিখে পুরনো করে ঘষেমেজে ঠিকঠাক করার বিষয়টি অনেকেই ভাবেন না। কিন্তু সেটা অত্যন্ত জরুরী। কোন কিছু লিখে হুট করে ছেড়ে দেওয়াটা আমার আদৌ পছন্দ নয়। তারপরও সেই কাজটা করে ফেলছি প্রায়ই। ধন্যবাদ পান্না ভাই।
ভাবনা আমার সহধর্মিনী আমার বুকে মাথা রেখে কেঁদে ওঠে হু হু করে সেই কবে কাকে মনে গেঁথে ফেলেছি সেই শোকে শোকাতুরা হয় অথচ কি আশ্চর্য জানো, আমার সমস্ত দেহ-মন-প্রাণ উজাড় করে ভালোবাসলেও কী এক অপূর্ণতা খুঁজে ফেরে স্ত্রী। -------- কবিতার অসাধারন আবেদনটি হৃদয়ে রাখলাম ভাইয়া । শুভ কামনা ।
স্বাধীন ভেতর ঘরে (ঐ যে বলা হল "আমার আবারো সেই শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে ইচ্ছে করে আবার জন্ম নেই, ইচ্ছে করে তোমাকে ছুঁয়ে দিতে একবার..." এটা বোধ হয় ভাবিও বুঝে গেছেন) যে বসে আছে তাকে মনে করে কাঁদবে, একটা ইর্ষা জন্মাবে এটা খুবই স্বাভাবিক। অনেক ভাল লাগল ছুয়ে দেয়ার ইচ্ছেটা।
আবু ওয়াফা মোঃ মুফতি সোনালী শৈশবে ফিরে যাওয়ার আজন্ম বাসনা ভালো লাগলো বেশ|
ধন্যবাদ আবু ওয়াফা মোঃ মুফতি।
ওয়াছিম কার কথা যেন মনে পরে গেল,,,,, কতদিন রাস্তায় দারিয়ে থেকেছি ক্লাস মিছ দিয়ে.......... সেই আমিতুমি আর তুমিআমি যোযন যোযন দুর, আর কোনদিন হয়তো দেখা হবে না, দেখা হবার নয়। অসম্ভব ভালো লাগলো আপনার কবিতা।

২৫ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫