একটি কবিতা

রাত (মে ২০১৪)

যুথিকা Barua
  • ১৪
  • ৩৪
গোধূলির রিমঝিম শেষে, উঠল পূর্ণিমার চাঁদ মুচকি হেসে
ছড়ায়ে রেশমি জোছনার উজ্জ্বল আলো দূর-দিগন্ত ঘেঁষে।সাথী ছিল সাথে।
আমোদে, আহ্লাদে, উচ্ছ্বাসিত কলকাকলিতে,উঠেছিল মেতেরাঙা অনুরাগে।
যেন হঠাৎ বসন্তের আগমনে ধেয়ে আসে হৃদয়-মন-প্রাণ মাতাল করা যৌবনের বাণ।
যেন স্রোতস্নীনি প্রেম যমুনার উত্তাল তরঙ্গে ভেসে বেড়ানো
একযুগল মুক্ত-বিহঙ্গের মধুর আলাপন।
আবেগে, সোহাগে, আদরে, আবদারে, প্রতিটি নিঃশ্বাসে-প্রশ্বাসে
উঠেছিল জেগে খুশীর আলোড়ন।
চলেছিল চঞ্চল মনের একটানা ছন্দবিহীন সুরেরগুন্ গুন্ গুঞ্জরন।
ক্ষণে ক্ষণে স্নিগ্ধ বাতাসের মিষ্টি চুম্বনে দুলে ওঠে শিহরণে মোর নাজুক বদন।
যেন স্বর্গোদ্যান!নানা বর্ণের ছন্দে, নিবিড় আনন্দে শুধু ভালোবাসার অবগাহন।
কল্পনায় করি বিচরণ, শূন্য নিবিড় স্বর্গলোকে।
এসেছিল নেমে অবাধ গতিতে সুখ নদীর ঢল।
যেন স্বপনে দেখা সুবর্ণ ঝিকিমিকি উজ্জ্বল আলোয় চমকিত একটি শীশমহল।
দিশাহারায় চঞ্চল মনময়ূরী আবেগে বিহ্বল, আঁখিদুটি তার ছল্ ছল্।
ভাগ্য হোক বিরল।
তবু জানি, এমন মাধবী রাত আসবে নাফিরে বার বার
শুধু সাক্ষী থাকুক, রাতের আকাশের চন্দ্র-গ্রহ-তারা,
বাগিচার সুরভিত জুঁই-কনক-চাঁপা আর সন্ধ্যা-মালতীরা।
সাজায়ে স্মৃতিবিজড়িত এক অনবদ্য মধুর অভিসার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আখতারুজ্জামান সোহাগ মোহময়, বড় অপরূপ, সুখানুভূতিতে ভরপুর একটি ক্ষণ এঁকেছেন দারুণ কাব্যিকতায়, অসাধারণ শব্দচয়নে। কবির জন্য অনর্নিশ শুভকামনা। সেই সুখানুভূতি ছড়িয়ে থাক জীবন চলার বাঁকে বাঁকে।
বশির আহমেদ অভিসারে কাব্যগাথা দারুন বর্ননা করেছেন । শুভ কামনা রইল ।
মোকসেদুল ইসলাম শুভ কামনা রইল কবি
আলমগীর সরকার লিটন কবিতা খুবি ভাল লাগল যুথিকা আপু অনেক অভিনন্দন-------------
কবীর হুমায়ূন ''সাক্ষী থাকুক, রাতের আকাশের চন্দ্র-গ্রহ-তারা, বাগিচার সুরভিত জুঁই-কনক-চাঁপা আর সন্ধ্যা-মালতীরা। সাজায়ে স্মৃতিবিজড়িত এক অনবদ্য মধুর অভিসার।'' খুবই ভালো লাগলো। ভালো থাকুন কবি।
যুথিকা Barua কবিতাটি পড়বার এবং সুন্দর মন্তব্যের জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
গুণটানা নৌকা ভালো (৩)ভোট গৃহীত হয়েছে
আপেল মাহমুদ ভালো লাগলো। ধন্যবাদ কবিকে।

২৫ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫