এসো সব বিভেদ ব্যথা ভুলে
দাঁড়াই নিপীড়িত মানুষের মঙ্গলে।
করি প্রসারিত আমাদের হাতগুলো
নিষ্পেষিত মানবতার কল্যাণে।
আমরা চাই ব্যবধান করতে দুর
বিশ্বের সকল দরিদ্র ধনীদের।
আর্ত-মানবতার দীক্ষা ছিল
ছিল এক বুক ভালবাসা।
নতুন করে কি পারি না
বিদায় জানাতে অহমিকা।
আমরা চাই ব্যবধান করতে দুর
বিশ্বের সকল দরিদ্র ধনীদের।
কোন লাভ-ক্ষতির হিসাব নয়,
নয় কোন রাজনৈতিক হিস্যা।
করে যাবো সকল কাজ নিঃস্বার্থে
এই হওয়া চাই মানসিকতা।
আমরা চাই ব্যবধান করতে দুর
বিশ্বের সকল দরিদ্র ধনীদের।
দাঁড়াই নিপীড়িত মানুষের মঙ্গলে।
করি প্রসারিত আমাদের হাতগুলো
নিষ্পেষিত মানবতার কল্যাণে।
আমরা চাই ব্যবধান করতে দুর
বিশ্বের সকল দরিদ্র ধনীদের।
আর্ত-মানবতার দীক্ষা ছিল
ছিল এক বুক ভালবাসা।
নতুন করে কি পারি না
বিদায় জানাতে অহমিকা।
আমরা চাই ব্যবধান করতে দুর
বিশ্বের সকল দরিদ্র ধনীদের।
কোন লাভ-ক্ষতির হিসাব নয়,
নয় কোন রাজনৈতিক হিস্যা।
করে যাবো সকল কাজ নিঃস্বার্থে
এই হওয়া চাই মানসিকতা।
আমরা চাই ব্যবধান করতে দুর
বিশ্বের সকল দরিদ্র ধনীদের।
আরও দেখুন