ছায়ার ঢেউ

কৈশোর (মার্চ ২০১৪)

সূর্যসেন রায়
  • ১২
  • ৫০
অনুপ সন্ধ্যাবেলা নদীরর ঘাটে বসে আছে। আস্তে আস্তে তার আধ-ছায়া সামনে এগিয়ে আসছে দেখে সে উন্মুখ দৃষ্টিতে তাকিয়ে রইলো।তারপর সে বুঝল—সন্ধ্যা ঘনিয়ে রাত্রি নামছে। তবু কেন যেন আজ আর তার বাড়ি যাওয়ার কোন তাড়া নেই।সমস্ত কর্মকোলাহল যেন ছায়ার সাথে ডুবে গেল।

রাত্রিতে পূর্ণিমা চাঁদের আলো তার উপর আঁচড়ে পরায় আবারও তার ছায়া শান্তনদীর জলে ভেসে উঠল।সে নিজেকে অতীত থেকে সরিয়ে যখন বর্তমানে আবিষ্কার করল তখন তার ছায়ার পাশে আরো একটি অস্পষ্ট ছায়া দেখতে পেল।সে মনে মনে ভাবল,'ছায়াই হয়ত প্রয়োজনে-অপ্রয়োজনে ছায়ার জন্ম দেয়।"ছায়াকে ব্যবচ্ছেদ করলে ছায়াই পাওয়া যায়।আর মানুষের মনকে ব্যবচ্ছেদ করলে তার অতীতস্মৃতি বের হয়ে আসে। এমন সময় তার দীপালির কথা মনে পড়লো।দীপালির কথা ভাবতে ভাবতে তার দু'চোখ দিয়ে অঝরে অশ্রু বের হয়ে আসলো এবং বিন্দু বিন্দু হয়ে সিঁড়িতে পরল। হঠাৎ যেন কোথা হতে আচমকা এক নীরব ঢেউ এসে সে-অশ্রু মুছে দিল।

দীপালি ছিল অনুপের বাল্যকালের খেলার সাথী। তারা একই স্কুলে নবম শ্রেণি পর্যন্ত পড়েছে। একসময় দীপালির বাবার চাকরি বদলি হওয়ায় দীপালিরর পরিবার দীপালিসহ শহরে চলে যায়।সেই থেকে অনুপ পড়ালেখায় অমনোযোগী হতে থাকে। শেষে এসএসসি পরীক্ষায় ফেল করল।তার পর আর পড়ালেখা করা হয়ে ওঠে নি।
দীপালিকে ভুলতে না-পারায় অনুপ আর বিয়ে করে নি। অবচেতনে মানুষ যারে একবার ভালবাসে মন থেকে চাইলেও তাকে আর ভুলা যায় না। তবে নিজেকে ভুলে থাকা যায়।কিন্তু দীপালি কি বিয়ে করছে —সেটা অনুপ আজও জানে না।

দীপালিকে নিয়ে ভাবতে ভাবতে মাঝরাত পেরিয়ে গেল—তবু সে বাড়ি গেল না। তারপর যেই বাড়ি যাবে বলে সামনের দিকে ঝুঁকল ,দেখল তার ছায়ার হাতের উপর অন্য ছায়াটির হাত।দেখে তার দু'চোখে অশ্রু নেমে আসল। এমন সময় পূর্ণিমাচাঁদ মেঘে ডুবে গেল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সকাল রয় ভাই ভালো বই পড়ো। আরো সুন্দর লিখতে পারবে।
আমি আসলে কবিতা লিখি। এই গল্পটি এমনিতেই মজা করে লিখেছি!জানি বেশকিছু ভুল আছ।আশীর্বাদ করবেন।বই তো পড়তে হবেই জানতে হলে বই এর বিকল্প নেই।বই অনেক কিনেছি কিন্তু পড়ারই সময় পাচ্ছি না।ভাল থাকবেন দাদা।
ফেরদৌসী বেগম (শিল্পী ) ছোট হলেও বেশ সুন্দর গল্প। গল্পে ভালোলাগা আর শুভকামনা রইলো।
বশির আহমেদ অনুগল্প পড়তে পড়তে আপনার মত আমিও স্মৃতির অতলে হারিয়ে গিয়ে ছিলাম । বেশ লাগলো ।
তাপসকিরণ রায় গল্প ভাল লেগেছে--লিখতে লিখতে আরও ভাল হবে,বন্ধু !
নাফিসা রহমান ছোট কিন্তু খুব সুন্দর গল্প... ভালো লাগল ....
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) গল্প ছোট কিন্তু লেখায় ধার আছে বোঝা যায় । সুন্দর শুভ কামনা ।
ওয়াহিদ মামুন লাভলু খুব সুন্দর অনুভুতির গল্প। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
রাজিয়া সুলতানা গল্প টা অনেক ছোট হলেও কিছু কিছু শব্দশৈলী দ্বারা বাক্যগঠন বেশ ভালো লাগলো....অনেক শুভকামনা রইলো........আমার কবিতা পড়ারও আমন্ত্রণ রইলো.............

১৮ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৪২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বপ্নলোক”
কবিতার বিষয় "স্বপ্নলোক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৫