দীঘির বন্ধুত্বে ধন্য শেওলা

বন্ধু (জুলাই ২০১১)

সূর্যসেন রায়
  • ১৬
  • 0
  • ১১৮
বদ্ধদীঘি পদ্মজলে শেওলা জন্মেছে
ক্ষণকাল ভালবেসে জড়িয়ে ধরেছে ।

মধ্যদীঘির শেওলা পদ্মজলে বাস
প্রেমের মন্দির মনে নিরবে বিকাশ
নিশীথরাতের শেষে পদ্ম তরে আশ
প্রভাতের আলো কিনে প্রেমের আকাশ ।

সন্ধ্যায় অস্তরবির নব বধূ বেশে
আলোকের বন্যা নেমে আসে পদ্ম দেশে ,
জোনাকির আলো বুনে দিগন্তের তাঁত
চাঁদের কিরণে ফিরে পৃথিবীর রাত ।

দক্ষিণা বাতাস নিয়ে কেয়া ছুটে ঘাটে
নব জীবন কল্লোলে প্রেমসিন্ধু হাটে
দেনা-পাওনার ভিড়ে যত ঋণ বেড়ে
দীঘি দেয় তত শোধ নিজ স্বার্থ ছেড়ে ।

শেওলা হয়েছে বড় দীঘির কারণে
পদ্ম কভু নাহি চায় জানতে সন্ধানে
কোথায় তার শিকড়,কত মাটি নিচে
দীঘির ভূমিকা তবু থেকে যায় পিছে ।

আড়ালে শেওলা দোষে পদ্ম বড় হয়
অখিল বিশ্ব মনোজ্ঞ,"আমি রূপময় ।"
হিমাদ্রি পদ্মাক্ষ তরে হেরে যায় সদা
তুচ্ছ শেওলা জড়িয়ে তুমি খেল যদা ।

গগণতনয়া উড়ে শূন্যে ছাই নীর
ধরণী মায়ের চোখে ভেসে ওঠে তীর
পদ্মের পাতায় দাগে মরণের শ্বাস
ঝরে পরে পৃথিবীর সৌন্দর্যের রাশ ।

দীঘির কষ্টে শেওলা মরণের পণ
দিয়ে দেয় ক্ষুদ্র বুক বিলিয়ে জীবন ,
রেখে যায় পদ্মজলে মহত্বের বাণী
বন্ধুর বিপদে ত্যাগী ক্ষুদ্র সব প্রাণি ।

বদ্মদীঘি পদ্মজলে আবার শেওলা
ক্ষণকাল ভালবেসে ত্যাগের দেউলা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
junaidal এক কথায় অসাধারণ। যেমন শব্দের ছড়াছড়ি তেমনি ছন্দের অতুলনীয় গাথুনীতে কবিতা এতই মুগ্ধকর হয়ে যে, আমি কবিতার প্রতিটি শব্দ এবং প্রতিটি ছন্দের সুশোভিত সুঘ্রাণ মনের কোঠায় সঞ্চয় করে রাখতে বাধ্য হয়েছি।
বিন আরফান. সূর্যসেন রায় কালপলক আমরা লিখি মনের খোরাক জোগাতে . প্রকাশের ক্ষেত্রে অনেকের ভালো লাগবে অনেকের লাগবে না. কেননা কেও বিরানি পছন্দ করে কেহ পান্তা. তাতে কি তোমার আমার কিছু যায় আসে. চালিয়ে যাও. লিখ. কারো মতামত পছন্দ না হলে কেটে দেও বা করা জবাব দেও. কিন্তু লেখা ছাড়বে না. আর গল্প কবিতা কি করবে ? ফেইস বুকে আনে অকথ্য জিনিস আছে, আমরা কি তা বন্ধ করতে পেরেছি. গল্পকবিতাও তা পারবেনা. এসো আমি তুমি ঠিক থাকি সবাই ঠিক হয়ে যাবে.
Azaha Sultan খুব ভাল লাগল...উপমা আরও বেশ...তবে. বন্ধুত্বের বন্ধন একটু ঢিলা! ধন্যবাদের সঙ্গে কামনা...
উপকুল দেহলভি অসাধারণ একটি কবিতা, খুব ভালো লাগলো, তবে কবিতার ছন্দ মাত্রা মিলাতে গিয়ে কবিতার ভাব কোথাও কোথাও অস্পষ্ট হয়ে গেছে যা সাধারণ পাঠকেরা হয়ত বুঝবেনা, আর কবির কবিতা পড়ে যদি পাঠক বুঝতে নাপারে সহজে তাহলে সেত শিকায় তুলে রাখা কবিতা, পড়ার জন্য নয়. বন্ধু এগিয়ে যাও সত্য ও সুন্দর আলোকিত আগামীর দিকে; বন্ধুর জন্য শুভ কামনা.
মনির মুকুল কবিতাটা পড়ার সময় ডান ডান পাশে দেখে নিতে হল কবির বয়সটা। দেখার পর আমি বিশ্বাস করতে পারছিলাম না। এই বয়সে আপনি আপনার মস্তিষ্কে অনেক বেশি ভাব-গাম্ভীর্য ইনষ্টল করতে সক্ষম হয়েছেন। দোয়া করি স্বমহিমায় জ্বলে উঠুন।
Akther Hossain (আকাশ) vai বরাবরের মত ভালো তবে বিশ্লিসনের দায়েইত্ব পাঠকের .. ভালো থাকবেন
ওবায়েদ সামস nahid vier shathe ami ekmot.nijer kobitar bekkha na deyai valo.pathok sreni proyojone bekkha khuje nebe.tumi onek boro kobi.tomar erokom kora manay na.tomar kobita onek valo hoyeche.bekkha na deyai valo.pathok sreni proyojone bekkha khuje nebe.tumi onek boro kobi.tomar erokom kora manay na.tomar kobita onek valo hoyeche.
প্রজ্ঞা মৌসুমী সনেটের প্রতি আপনার অপরিসীম ভালবাসা দেখে ভাল লাগল। কাব্যিক নিয়ম তো আছেই, বিষয়-ভাব সবই খেয়াল করতে হয়। বুঝাই যাচ্ছে কতটা শ্রম দেয়া হয়। কবিতাটা সব দিক থেকেই সুন্দর। কিছু কথা বেশ হয়েছে। কবিতা শেষে ব্যাখ্যা ভাল লেগেছে। নতুন কিছু শব্দ পেলাম এবং শিখলাম। দুই-একটা লাইন/ শব্দ নিয়ে প্রশ্ন জাগল। যেমন 'পদ্ম কভু নাহি চায় জানতে সন্ধানে' । সন্ধান না হয়ে 'সন্ধানে' দেয়ায় ভাবছিলাম যায় হবে কিনা। 'গগণতনয়া উড়ে শূন্যে ছাই নীর'...এখানে গগণতনয়া কি? 'জোনাকির আলো বুনে দিগন্তের তাঁত' ...এখানেও প্রশ্ন জোনাকির আলো মানে কি তারাদের বুঝানো হলো... যাই হউক, সব মিলিয়ে সুন্দর প্রচেষ্টা। শুভ কামনা।
প্রজ্ঞা মৌসুমী আচ্ছা আপনিই তবে জীবনানন্দ দাসের সেই স্নিগ্ধময় সাইটের আড়ালের মানুষটি। অনেকদিন ধরেই খুজছিলাম। আমি অনেককেই ধরছিলাম... মজা করে বলতাম আপনিই কি ভূতটিকে চালাচ্ছেন? ধন্যবাদ দেয়ার সুযোগ ছাড়ছিনা। অনেক কৃতজ্ঞতা
শাহ্‌নাজ আক্তার কি করে likhen এই সব ভাব-গাম্ভীর্য ভরা কবিতা . খুব আফসোস আমি কেন এভাবে লিখতে পারিনা ....অসাধারণ- ভোট

১৮ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৪২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫