স্নেহময়ী মা

মা (মে ২০১১)

আতিকুর রহমান
  • ১৩
  • 0
  • ৬৬
যদি বল হৃদয়ের প্রাণ কেন্দ্রের সুউচ্চ পর্বতমালায় বিরাজমান যা
সে হল আমার পরানপুরী মা।
পথঘাট রাস্তা , দূর সদূরে যেতে
চায়না মন মাকে ছেড়ে থাকতে।
যতই যেতে চাইনা কেন মন যে আর মানে না,
মায়ের দেওয়া ভালবাসার বায়না।

হঠাৎ মনে পড়ে -
যার গর্ভে ছিলাম আমি
তাকে ছেড়ে হব দূরপথগামী,
যে আমাকে করল নিজের বুকের দুগ্ধপান,
তার কাছে থাকতে হৃদয় করে আনছান।
যাকে শৈশবে দিয়েছি কত কষ্ট
চায় কোন দিনও না সে আমার পথভ্রষ্ট।
ঘুমায়েছি চিরকাল যার আচলেতে পরে ,
কখনও কি মন চায় তাকে ছেড়ে যেতে ?
কত ব্যাথা, কত দুঃখ, কত বেদনা দিয়েছি তাকে
তবুও কি ইচ্ছে হয় ছেড়ে যেতে মাকে ?
শত দুঃখের মাঝেও আগলে রাখেন তিনি
ধন্যবাদ দেই খোদাকে, তিনি দিয়েছেন মা জননী ।
মা জননীর ভাত খাইয়ে দেওয়া
এটা ছিল তার কাছে আমার বর চাওয়া।
দিতেন না কখনও দুঃখ আমাকে
লুকিয়ে রাখতেন দুই নয়নের অন্তরে,
এমন জনকে ছেড়ে কীভাবে যাই
দুঃখে আমার মন ভেঙ্গে পড়ে তাই।
এমন মাকে পাবে না কেউ আর
আর একেই বলে মায়ের স্নেহ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য বাক্যগঠনের দুর্বলতালক্ষ্যনীয় এবং তাল ও ঠিকমতো ছিলনা। তাই কবিতার চেয়ে ব্যাখ্যার মতোই বেশি মনে হয়েছে। ভবিষ্যৎ লেখায় এদিকগুলো গুরুত্ব দেয়ার অনুরোধ থাকলো.....
সুইটি রহমান সুন্দর লিখেছেন।
Rajib Ferdous ভাই লেখায় মন্তব্য করতে গিয়ে শুধু, ভাল লাগলো, আরো ভাল করতে হবে, ভাল লাগেনি। ---এই সব ছোট ছোট বহিঃপ্রকাশ আমার ধাতে সয়না। ভাল লাগলে আমার বলতে ইচ্ছা করে কেন ভাল লাগলো, আরো ভাল করতে হবে বললেও আমি বলি কি কি করলে আরো ভাল করা যেত , আবার মন্দ লাগলেও আমি বলি কেন মন্দ লাগলো। তা নিয়ে অনেক বিপদেও আছি। যাই হোক, আপনার লেখাটির বাক্যগঠন আমার কাছে দৃষ্টি কটু লেগেছে। বলতে পারেন এই বাক্য গঠনের দূর্বলতার কারনেই লেখাটি আর লেখা হয়ে ওঠেনি। আবেগ গুলো মরে গেছে। আর বানান ভুলতো ছিলই। যাই হোক, আপনি লিখেছেন, পড়ে আমি আমার মতমত জানালাম। শুভ কামনা রইলো আপনার জন্য।
বিন আরফান. অসমাপ্ত গল্পের ন্যায় হয়েছে. কবিতায় রুপান্তর করতে হলে আরো চেষ্টা ও সাধনা করতে থাকুন. একদিন হয়ে যাবে. সে জন্য অনেক অধ্যয়ন জরুরী. তবে আবেগ আর শব্দ চয়ন ভালো. চালিয়ে যান সভ কামনা রইল.
শিশির সিক্ত পল্লব অনেক ভালো লাগলো ......আরও ভাল করতে হবে...আপনার জন্য...৪
sakil ভালো লেগেছে .
সিদ্দিকুর রহমান এমন মাকে পাবে না কেউ আর/ আর একেই বলে মায়ের স্নেহ। ----- ধন্যবাদ
কথাকলি আরো ভালো করতে হবে

১১ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪