সবাক বিস্ময়ে আমি আড়িপাতা যন্ত্র নিয়ে বসে আছি । প্রতিটি ক্ষণ, মুহূর্তকাল দিশেহারা । অনুভবে কাটছে সময় । দিনের সমুদ্র হাতছানি দিয়ে ডাকে , প্রভাতফেরী শুধু বড় বড় নিঃশ্বাস ছাড়ে । নির্বিশেষে আমি শুধু আড়িপাতা যন্ত্র নিয়ে বসে আছি একা । কচ্ছপের মতো গুটি গটি হেঁটে যায় সময় । আমার ভাবনাগুলো যেমন ভাবে প্রমাণ করে - আমি এ পৃথিবীর একজন এখনও ! আমি হারিয়ে যাচ্ছি অন্য কোথাও , যেখানে আমার এবং তোমার অস্তিত্ব কেবল । বিবর্ণতার সাক্ষী আমার এ হৃদয় এখন আর ভাবালুতাকে প্রশ্রয় দিচ্ছেনা , কেমন যেন একা একা , শুধুই একা । তোমাকে চাই - শুধু এটুকুই ভাবনা আমাকে করছে ক্ষত-বিক্ষত । আমি আমার সমস্ত ভালোবাসা ও আদর উৎসর্গ করলাম - সেই আমার এবং তোমার অস্তিত্বের প্রতি , যা আমায় দিয়েছে পাত্র পূর্ণ করে অনুচ্চারিত কিছু । নিজেকে নিঃশেষ করতে এখন শুধু তোমার কথাই ভাবি । ইদানীং আমি এমন কেন ? তোমায় স্বপ্ন দেখে জাগলেই ডাইরি লিখতে অভ্যস্ত হয়ে পড়ি । জানি , তুমিও এমন করো ; মনে হয় তোমাকে কাছে আনা যাবেনা । মাঝে মাঝে ভাবনা আসে - আমিও............, শেষে কি হবে জানিনা ............। তাইতো , তোমায় অনন্তকাল মনমাঝে সাজাবো । দেখো ! অবশেষে , দুরন্ত এই দিনগুলোতে স্বপ্নের আঁচল উড়িয়ে - আমি মুহিব তোমার আকাশ হয়ে তোমাকেই দেখতে আসছি ! =======================
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
প্রিয় বন্ধুগণ !
আমি অসুস্থতাজনিত কারনে আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারিনি । তাই আপনাদের মন্তব্যের প্রতিত্তোর দেয়া সম্ভব হয়নি । আপনাদের মন্তব্যের জন্য জানাচ্ছি সকলকে ধন্যবাদ ।
আশা করছি কয়েকদিন পর থেকে নিয়মিত হতে পারবো ইনশা আল্লাহ । সকলের প্রতি দোয়ার আবেদন থাকলো । সবাই ভালো থাকুন , এই কামনায় -
মুহাম্মদ জকারিয়া শাহনগরী
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।