ভান করেই না হয় থাকি

বৃষ্টি ভেজা (জুলাই ২০২২)

বিষণ্ন সুমন
  • ১২
  • 0
  • ৭৮
ইদানীং কেউ কেউ সত্যের মত করে মিথ্যে বলে।
মুখচোরা আমি বুঝতে পারলেও কিছু বলতে পারি না।

ছোটবেলায় রুপকথার দঁতাল দৈত্য দানোর কথা শুনে খুব ভয় পেতাম।
রাতের বেলা ঘুমুতে পারতাম না মোটেই।

এখন ঘুমুতে পারি ঠিক
কিন্তু রাতের ভয়টা কাটেনি এখনো।
এক পরাক্রমশালী ক্ষুদ্র দানো
ঘুম কেড়ে নিয়েছে সবার।

অসহায় পতঙ্গের মত মরছে মানুষ।
আবার কেউ কেউ মরতে গিয়েও বেঁচে গেছে।
তারপরেও একরত্তি আমি দিব্যি ঘুমুতে পারি।
যদিও শিয়রে দাঁড়িয়ে থাকা অদৃশ্য মৃত্যুর আঁধার।
প্রতিটা মুহুর্তেই জানান দেয়
বেঁচে আছি সহসা মরে যাবার জন্য।

আমি ভয় পাই আাঁধারকে।
ভয় পাই না দেখা মৃত্যুকে।
ভয় পাই কখনো মরে যেতে হবে
সদা অনুভুত চিরন্তন এই সত্যটাকে।

মরেই যদি যাব তবে কেন এই বাঁচবার আকুতি।
কেননা এও তো জানি আমি বিলাসী নই মোটেই।
নই হিমালয়ের মত কোন অটল সন্যাসী
হাজার বছর তপস্যায় যার বিচ্যুতি ঘটেনি কখনো।

আমি কেবলি একজন মৃত্যু কাতর মানুষ
যে বেঁচে থাকাটাকেই ভয় পায়।
ভয় পায় মরে যাবার আগে সত্যগুলো বলে যেতে
কারণ বলতে গেলেই যদি গলা চেপে মেরে ফেলা হয় আমাকে।

হ্যা আমি বলতে ভয় পাই।
আর তাই নিশ্চুপ থাকি মুখচোরার আদলে।
মরেই যখন যেতে হবে
না হয় বেঁচে থাকার ছলেই বেঁচে থাকি স্বাভাবিক জীবনে।

ইদানীং কেউ কেউ কিন্তু কিছু না বলে চুপও থাকে।
রুপকথার দৈত্যগুলো নেই জেনেও
আমি না হয় রাতের আঁধারেই ভয়ে থাকি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জয় শর্মা (আকিঞ্চন) অজস্র ভালোলাগা!
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো
মোঃ মাইদুল সরকার ভারী সুন্দর কবিতা।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো
ফয়জুল মহী সাবলীল ও সাহসী প্রকাশ । লেখায় সত্য ফুটে উঠুক ভোরের আলোর মত।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো
ওবায়দুল্লাহ সালমান এই কবিতাটা এবারে 1ম হওয়ার দাবীদার। সত্যিই খুব ভাল লাগল পড়ে। কবির জন্য শুভকামনা।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো
ওবায়দুল্লাহ সালমান সত্য কথা কেউ এভাবে বলে!
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো
মোঃ মোখলেছুর রহমান চমতকার বুনেছেন কবি।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো

২৪ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪