লাল জামা

মুক্তির চেতনা (মার্চ ২০১২)

মিলন বনিক
  • ৪০
  • ১১
আমি যেন বদলে গেছি অনেকখানি
নীল জামার পরিবর্তে
পরতে চেয়েছি সবুজের চাদর
বুক পকেটে একটা লাল সূর্য।
চমৎকার নক্সা যেন,
ইতিহাস থেকে ধার করা এক দৃঢ় প্রত্যয়।
সখ করে কাপড়ও কিনেছি কয়েক হাত
দোকানীকে বলেছি জোর গলায়,
গাঢ় সবুজ আর টকটকে লাল কাপড় চাই।
দিয়েও ছিল ঠিক পছন্দমত,
ঝগড়া পুরের তাঁতিদের নিখুঁত হাতে বোনা
মসৃণ সুতো। রং যাবেনা কখনও।
তবুও পরতে পারিনি,
বড় ব্যঙ্গ করে ওরা
ওই সবুজের গালিচায় যাদের শ্মশান
ওরা অস্বীকার করে ওদের।
যেন, কোন দুর্ঘটনায় নিহত লাশের স্তূপ।
ওরা লাল গালিচায় দাড়িয়ে
চেপে ধরে সূর্যের টুটি,
দাবী করে নাগরিকত্ব।
নিত্য ফরিয়াদ ওদের, স্রষ্টার দরবারে,
লাখো শহীদের মৃত্যু।
ওরা লাল সূর্যটাকে বানাতে চায়, একফালি চাঁদ।
ঠিক কাঁচির মত। যার একপাশে তীক্ষ নখর,
আলো নেই, কেবল হতাশায় মগ্ন চতুর্দিক।
হতাশার অন্ধকারে স্বপ্ন দেখি-
নীল জামাটি আমার আবারো রক্তাক্ত,
বাতাসে অবারো লাশের গন্ধ
আকাশে শকুন ছানা অগনিত,
আমার রক্তাক্ত লাল জামা নিয়ে
প্রতিনিয়ত খেলছে ছিনিমিনি।
মা-কে বলেছি এসব,
বড় ভীরু মায়ের স্নেহ,
আমার নতুন কাপড় আড়াল করেছে পরম যত্নে,
যেমনটি আড়ালে ছিলাম আমি
তখন বুঝি খুব ছোট
একাত্তরের রণাঙ্গনে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ শামছুল আরেফিন অসাধারন লেগেছে আমার কাছে কবিতাটি। সহজ সরল ভাষায় লিখেছেন কবিতাটি। এই ধরনের কবিতা সকল পাঠকরা পছন্দ করবেই।
ধন্যবাদ আরেফিন ভাই. অনেক অনেক শুভ কামনা.....
পাঁচ হাজার পড়ে প্রথমেই পছন্দ করে নিলাম। আর সমসাময়িক ঘুনে ধরা বাস্তবতার রেশ ধরে সত্য কথন কবিতাকে করেছে বিমূর্ত, সুন্দর।
পাঁচ হাজার, অনেক মূল্যবান মন্ত্যব্য করেছেন, আপনাকে ধন্যবাদ.....
মৃন্ময় মিজান খুব চমৎকার ভাবে বর্তমানের রাজনৈতিক দ্বন্দ্ব উঠে এসেছে এখানে কবিতার দাবী ঠিক রেখেই। ভাল লাগল।
মৃন্ময় মিজান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ...
পারভেজ রূপক বেশ ভাল লেখা।
ধন্যবাদ পারভেজ ভাই.....
রফিকুজ্জামান রণি ভালো লাগলো ভাই ! প্রত্যাশা বারে গেল ! ওই সবুজের গালিচায় যাদের শ্মশান ওরা অস্বীকার করে ওদের। যেন, কোন দুর্ঘটনায় নিহত লাশের স্তূপ। ওরা লাল গালিচায় দাড়িয়ে চেপে ধরে সূর্যের টুটি, দাবী করে নাগরিকত্ব। নিত্য ফরিয়াদ ওদের, স্রষ্টার দরবারে, লাখো শহীদের মৃত্যু।
আপনার ভালো লাগাকে সম্মান জানাচ্ছি....
নিবৃত Nirjhor প্রশংসনীয় ,,,,,,,,ভালো লিখেছেন
নিবৃত নির্ঝর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ...
তানি হক অসাধারণ লিখেছেন ভাইয়া ...
tani হকে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ...
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন . . . . . . . . . . . . . চমৎকার! কিন্তু প্রতিরোধের চিন্তা আমরা ক্বরবনা
wahid ভাই, অবশ্যেই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ...
ধ্রুব ভালো.
drrubo ভাই, ধন্যবাদ...
আবু ওয়াফা মোঃ মুফতি গভীর ভাবনার ফসল আপনার কবিতা; বেশ ভাল লাগল|
মুফতি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ...

০৭ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪