আমার ভালো লাগে,
দিগন্ত জোড়া বিসতৃত ফসলের মাঠ, কৃষানের প্রাণখোলা হাসি
আর ভাঠিয়ারী সুরের গান।
আমার ভালো লাগে,
হিমেল হাওয়াই যখন সোনালী ফসল মৃদু দোল খায় ,
মনে শিহরণ জাগে ,তাদের মিতালী পাতাতে দেখে
আমার ভালো লাগে ।
আমার ভালো লাগে,
নীড় হারা পাখিদের ছোট কালো ছায়াটি,
যখন মাটিতে লুকোচুরি খেলে,
নীল আকাশে উড়ে বেড়ায় আপন মনে,
অনাবিল শান্তির পরশ বুলিয়ে দেয় , হ্রদয়ে আনন্দ জাগে,
আমার ভালো লাগে।
ভালো লাগে, ভ্রোমরের অস্ফুট গুঞ্জন ধ্বনি
যখন প্রস্ফুটিত পুষ্পের চারিদিকে ঘুরে বেড়ায় ,
জানিনা কিসের নেশায়।
আমার ভালো লাগে, প্রবাহমান নদীর কুল কুল ধ্বনি
একপাল আগাছা বুকে নিয়ে,
যখন মিশে যায় সাগর সঙ্গমে। মন আনন্দে নেচে উঠে।
আমার ভালো লাগে,
শিউলি ঝরা শীতের সকাল, দুর্বাঘাসের ডগায়
বিন্দু বিন্দু শিশির কণা মুক্তোর মত হাসে,
যেন কচি শিশুটির নিষ্পাপ হাসি, আমি ভালোবাসি।
আমার ভালো লাগে,
বনপথে শুকনো পাতার মর্মর ধ্বনি, জানিয়ে দেয়
অজানা অতিথির আগমন, হলদে পাখির কলতান
আর গাঁয়ের মেঠো পথ ধরে অবিরাম পথচলা, শুধু পথচলা।
আমার ভালো লাগে,
ঘোমটা পরা পল্লীবধূর আনত চাহনি, আর
কাঁদা মাখা উলঙ্গ শিশুদের একতার হৈ চৈ। শৈশবের সীমাহীন দুরন্তপনা
অতঃপর মায়ের আদর মাখা বকুনি।
আমার ভালো লাগে,
শৈবাল দীঘির পাড়ে বসে আনমনে ঢিলছোড়া,
আর চৈত্রের রৌদ্রস্নাত দুপুরে শাপলা ফোটা নীল জলে
হাঁসগুলির অনাবিল আনন্দে বিচরন।
আমার ভালো লাগে,
সন্ধ্যাকাশে দ্বাদশীর বাঁকা চাঁদখানা যখন বাশঁঝাড়ের আড়ালে উঁকি মারে,
সরু বাশঁপাতাগুলো দুলে উঠে অভ্যর্থনা জানাই।
আরও ভালো লাগে মেঘের আড়ালে অনন্ত অসীম সুর্য্যের লুকোচুরি
আর উচ্ছল তরূনীর মর্মভেদী নির্বাক দৃষ্টি।
আমার ভালো লাগে এ পৃথিবীর যা কিছু মংগলময়, যা কিছু সুন্দর।
যখন আমি নিঃশব্দে নীরবে একাকী ঘুড়ে বেড়ায় আপনমনে,
বাংলার এক নিভৃত পল্লীর কোনে।
মন আমার বলে উঠে,
আমার ভালো লাগে,
আমার ভালো লাগে।
০৭ এপ্রিল - ২০১১
গল্প/কবিতা:
১১৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪