এখানে সম্প্রীতির আড়ালে বিভীষিকা কেঁদে মরে। আর্তনাদের অবয়বে, ফেনিল জোয়ারে ভেসে চলে ধর্ষিতা রমনীর বিরহ বিলাপ। কেউ জানেনা, কেউ বুঝেনা সমপ্রীতির মুকোশে লুকিয়ে থাকে সম্ভ্রম হারা অনাহারীর বোবা কান্না। সুযোগের সহানুভূতিতে বেদনার নীল আকাশ ছেঁয়ে পূর্নিমার চাঁদ উঠে। তৃষ্ণার ভালোবাসা হারিয়ে যায়, রূটি রূজি আর অট্টালিকার ব্যবধান শতাব্দীর ভয়াবহতায় বার বার গর্জে উঠে। মাঠে ময়দানে, মাইক্রোফোনের সামনে মানবপ্রেমের বিপুল সমাহার। হারিয়ে যায় লৌকিকতার চিরায়ত চাহিদা তবুও দুঃখীর কান্না থামেনা, ভালোবাসার আশ্বাসে নেমে যায় ওরা রাজপথে নগ্নপায়ে। টিয়ার গ্যাসের ধোঁয়ায় নেতার কোয়ালিশান, শান্তির চুক্তি স্বাক্ষর, দিতে পারে কি জীবনের নিশ্চয়তা ? দিতে পারে কি ক্ষুধার্ত মুখে অন্ন ? ফিরাতে পারে কি সম্ভ্রম ? কিংবা শান্তি আর সমপ্রীতির প্রকৃত মূল্যবোধ ? পারে না। ওরা লুকিয়ে রাখে এসব। ক্ষমতার উৎস যে এখানে-ই, জীবনের বিনিময়ে, সিংহাসনের স্বর্গদ্বার এভাবে-ই কি খুলে যাবে আজীবন ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনির খলজি
আমাদের সাম্প্রতিক কালের এদেশের রাজনীতিবিদ, সমাজপতি, নেতা-নেত্রীরা ক্ষমতার লড়াইয়ে কতধরনের আশা জাগায়, কতধরনের প্রতিজ্ঞার ইস্তেহার ঘোষণা করেন ......কিন্তু ক্ষমতাধরের পরে ক্ষমতার আড়ালে সব ঢেকে ফেলে ........ক্ষুধার বিভীষিকা দিন দিন শিখায়িত হতেই থাকে .......খুব সুন্দর লিখেছেন ....পছন্দে নিলাম আর প্রাপ্যটা...........শুভকামনা রইল
প্রজাপতি মন
রাজপথে নগ্নপায়ে।
টিয়ার গ্যাসের ধোঁয়ায়
নেতার কোয়ালিশান, শান্তির চুক্তি স্বাক্ষর,
দিতে পারে কি জীবনের নিশ্চয়তা ?
দিতে পারে কি ক্ষুধার্ত মুখে অন্ন ?
ফিরাতে পারে কি সম্ভ্রম ?
কিংবা শান্তি আর সমপ্রীতির
প্রকৃত মূল্যবোধ ?
পারে না। ওরা লুকিয়ে রাখে এসব।
ক্ষমতার উৎস যে এখানে-ই,
জীবনের বিনিময়ে, সিংহাসনের স্বর্গদ্বার
এভাবে-ই কি খুলে যাবে আজীবন ?
অনেক সুন্দর তবে পাঠক কম কেন বুঝলাম না. শুভকামনার রইলো.
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।