খুনি

আমার আমি (অক্টোবর ২০১৬)

মিলন বনিক
এই শহরে এমন কেউ নেই যে কানকাটা পটলার নাম শুনেনি। পটলার নাম শুনলেই চোখ কপালে উঠে যায়। বুকে থুথু ছিটিয়ে অন্তত: একবার হলেও সৃষ্টিকর্তার নাম স্মরণ করে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে পটলার সংসার।

চাপাতির কোপে সেই কবে কান কাটা গিয়েছিল, সেই থেকে নাম হয়েছে কানকাটা পটলা। সেই পটলাই এখন শহরবাসির মূর্তিমান আতঙ্ক। এক কথায় এখন কিলার পটলা। ঠা-া মাথার ভয়ংকর খুনি। সিরিজ কিলার। একেবারে সিদ্ধহস্ত। টার্গেট মিস হয় না। পটলা কারও সাথে যখন চুক্তিবদ্ধ হয় নির্দ্ধিধায় গর্বের সাথে বলে, আমার তার্গেট যেদিন মিস হবে, ছেদিন আমি নিজেই নিজেরে শেষ কইরা দিমু হালায়। হ, নিজের মাথায় নিজে গুলি করুম। পটলার যেমন কথা তেমন কাজ।

পটলার কিলার গ্রুপ আছে। আছে সাগরেদ। পুরো গ্রুপ কাজ করে তার ইশারায়। বড় ভাইদের ম্যানেজ করতে হয় না। বরং বড় ভাইয়েরাই পটলাকে ম্যানেজ করে রাখে। তাতে ভাইয়াদেরও লাভ। পটলাকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করে নেয়। পটলার ওসব জানার দরকার হয় না। সে প্রফেশনাল মানুষ। তার দরকার টাকা আর রক্ত। মানুষের রক্ত।

প্রতিদিন ফোটা ফোটা জমাটবাঁধা রক্ত না দেখলে পটলার ঘুম হয় না। রক্তের নেশাটা মানুষখেকো হিং¯্র জানোয়ারের চাইতেও বেশি করে পেয়ে বসেছে। যেদিন মানুষের রক্ত দিয়ে ¯œান হয় না, সেদিন সারা শরীর হাঁসফাঁস করে। যন্ত্রণা করে। খুব ঠা-া মাথায় কী করবে কিছুই ভেবে পায় না। অবশেষে নিজের হাতেই নিজেই ছুরি চালায়। মানুষের রক্ত বলে কথা।

সেই পটলা আজ অনেক বড় একটা দান পেয়েছে। অপারেশনটা সাকসেস করতে পারলে অনেক টাকা। চারিদিকে পুলিশ খুঁজলেও পুলিশের চোখকে ফাঁকি দেওয়া পটলার জন্য কোন ব্যপারই না। সবদিক থেকে পাকাপোক্ত বলেই আজকের এই কানকাটা পটলা। বড় ভাইদের কাছে তাই তার বিশেষ কদরও আছে।

অপারেশনের দিন। পটলার শরীরটাও ভালো নেই। সকালে উঠেই মনটা আনচান করে ওঠলো। প্রতিদিনের মতো রক্তের গন্ধ ভালো লাগছিল না। বরং চেয়েছে একটু মুক্ত বাতাস। একটু ভালোবাসা। একটু নরম ছোঁয়া। পটলা নিজেই আজকের এই পটলাকে চিনতে পারছে না। চিনতে খুব কষ্ট হচ্ছে। কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে।

অথচ আজকেই মেঘা গ্রুপের মিশনটা শেষ করতে হবে। পটলা কথা দিয়েছে। চুক্তির ফিপটি পার্সেন্ট অগ্রীমও নিয়েছে। বাকিটা মিশনের পর। তার মানে আজ রাতে। পটলা কথার বরখেলাপ করে না। তার বাহিনীর দুর্ধর্ষ প্রশিক্ষিত পাঁচজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেভাবে হোক ওস্তাদের মান-সম্মান রাখতেই হবে। প্রয়োজনে মরতেও প্রস্তুত। চুক্তিমতো সেভেনটি পার্সেন্ট এই পাঁচজনের। ওরাও প্রতিজ্ঞাবদ্ধ। প্রাণপণ চেষ্টা থাকবে যাতে কাজটা নিঁখুতভাবে শেষ করা যায়। তেমন রিক্সও নেই। প্রথমে অপহরণ তারপর খুন। কোনো ঝামেলা হলে ষ্পটেই লাশ ফেলে দিতে হবে। যাতে কোনো ধরনের অসুবিধা না হয়।

টার্গেট করা ছেলেটি বন্ধুদের সাথেই আড্ডা দিচ্ছিল স্কুলের পাশে খেলার মাঠে। লোকজনও অনেক। কেউ হাঁটছে, কেউ খেলছে। উপায়ন্তর না দেখে ওখানেই ডাইরেক্ট এ্যাকশনে যেতে হয়েছে। তাতে টার্গেট করা ছেলেটির সাথে অন্য একজন বন্ধুরও রক্ত ঝরলো। মারা গেলো দু’জনেই। মিশন সাকসেস। পটলাও খুব খুশি। তার গর্ব হচ্ছে, সাগরেদরাও তার মতো হয়েছে।

এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে। রাত বাড়ছে। পটলাকে খুব অস্থির লাগছে। কারণ তার ছেলেটা বন্ধুদের সাথে খেলতে গিয়ে এখনও ঘরে ফিরে নি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Lutful Bari Panna শেষ লাইনটা পরিবেশ স্তুব্ধ করলো, অথবা পরিণতি স্মরণ করালো। ছোটো হলেও গল্পে মেসেজ আছে।
ধন্যবাদ পান্না ভাই.....
কাজী জাহাঙ্গীর সমাজটাকে শান্ত করার লক্ষ্যে সবাই এ রকমই আশা করেন, কিন্তু খুনিরাও ব্যাকটেরিয়ার মত এখন বাইনারি পদ্ধতিতে বাড়ছে, শুভ কামনা, ভোট আর আমার গল্পে আমন্ত্রন।
অনেক ধন্যবাদ কাজী ভাই...
জয় শর্মা (আকিঞ্চন) পটলার অজান্তে ভুলটি হলেও হাজারো পটলার শিক্ষা হয়েছে। যে এই শ্রেণির কেও নিরাপদ নই। ভোট থাকলো দাদা।
অনেক ধন্যবাদ জয় ভাই...
বিপ্লব ভট্টাচার্য ভালো লাগলো। অভিনন্দন মিলন বনিক।
অনেক ধন্যবাদ.....
আহা রুবন এমনই হয়। অল্প কথার চমৎকার গল্প।
অনেক ধন্যবাদ.....
শাহ আজিজ পটলা ও তার ছেলেও নিরাপদ নয় এই সমাজে। ওদের নিরাপত্তাহিনতা বেড়ে উঠুক আকাশসম ।
অনেক ধন্যবাদ.....

০৭ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ১১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪