বিভূতির বিষণ্নতা

বাংলাদেশ (ডিসেম্বর ২০১৯)

নুরুল্লাহ মাসুম
  • 0
  • ৩৭
আরিফের ঘুম ভাঙ্গে হট্টগোলের শব্দে। বেলা ৭টা হবে হয়তো। গত রাতে দম দেয়া ঘড়িটা অচল হয়ে আছে। সময় দেখাচ্ছে দুটো- এর মানে হলো রাত দুটোর দিকে ঘড়ির দমটা শেষ হয়েছে। চৌমাথার চায়ের দোকানটায় না যাওয়া পর্যন্ত সময় মেলানো যাবে না।
বিছানা ছেড়ে পুকুর পাড়ে যেতে যেতে শুনতে পায় ঘটনার বিবরণ। বাড়ীর মহিলারা খানিকটা তারস্বরেই মাতম করছে-
- কি হবে, কি হবে! গজব নাজিল হলো নাকি!
পাশের বাড়ী চাচী তো আরো এক কদম এগিয়ে, তিনি প্রায় চিৎকার করে বলে চলেছেন
- আল্লাহর গজব পড়ছে। জমিদারগো পাপের ফল এইডা। লগে আমরাও শ্যাষ হইয়া যামু।

আরিফ বাড়ীর মহিলাদের কথায় কান দেয় না। জানে, এখানে তিলকে তাল করার জন্য সকলে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। পুকুরঘাট থেকে ফিরতে ফিরতে ছোট বোনটাকে ডাকে
- কই রে রুনু, মুড়ি-টুরি কিছু দিবি?
রান্নাঘর থেকে রুনু উত্তর দেয়
- দিতাছি ভাইজান, আপনে ঘরে যান।
মা নেই সংসারে। ইন্তেকাল করেছেন বছর দুয়েক হলো। চাচীই সংসার সামলান। রুনু তাকে সাহায্য করার মতো বয়সে পা দিয়েছে। এ বছর রুনু চৌদ্দতে পা দিলো।
মুড়ি আর এক গ্লাস বেলের সরবত নিয়ে রুনু আরিফের ঘরে আসে।
- ভাইজান, ঘরে মাছ নাই। বাজারে যাইবেন? টাকা-কড়ি আছে কিছু?
- চিন্তা করিস না। দুপুরের আগেই বাজার নিয়া আসমু।

শ্যামলালের চায়ের দোকানে এসে এককাপ লাল চা দিতে বলে আরিফ। ধ্রুব, শমসের, শশাঙ্ক, অরবিন্দ- অনেকে সেখানে। আরিফকে দেখে সকলে একসাথে কাছে আসে। ওরা চা খাবে, না খেয়েছে জানতে চায় আরিফ। শশাঙ্ক ছাড়া কেউই চা খাবে না জানায়; তার মানে খানিক আগে ওরা চা-পর্ব শেষ করেছে।
শশাঙ্কই জানায়, অবাক করা সেই কান্ডটার কথা। বিষ্ময়ে সকলে হতবাক! ওরা জানে এর ব্যাখ্যা, ভাল-মন্দ কেবল আরিফই বুঝতে পারবে বা বলতে পারবে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ শুনতে শুনতে আরিফ চা শেষ করে। সকলে একসাথে সামনে এগোয়। বাড়ীতে বাজার নেই, প্রথমেই আরিফ বাজারের দিকে এগায়। কেনাকাটা শেষ করে শমসেরকে বলে বাজারের ব্যাগটা বাড়ী পৌঁছে দিতে। শমসের ওর চাচার ছেলে।
এবার দলটার গন্তব্য দত্ত বাড়ীর দিকে সন্ধ্যা নদীর তীরে। বাজার থেকে প্রায় মাইল দেড়েক পথ। গাঁয়ের কাচা রাস্তা ধরে ওরা এগিয়ে চলে। জ্যৈষ্ঠের প্রায় শেষ। বেশ গরম। দখিনা হাওয়ার বেগটাও বেশ। বেলা বাড়ছে, তাপও বাড়ছে। ঘাম ঝরলেও পথ চলতে খুব একটা কষ্ট হয় না ওদের।
কিছু দূর যাওয়ার পর আরিফের সাথী কেবল ধ্রুব। বাকীরা যে যার বাড়ীর দিকে পা বাড়ায়।
- কেন এমন হয় রে আরিফ? প্রশ্ন করে ধ্রুব?
- আগে তো যাই ওখানে, পরে ভাবা যাবে। উত্তর আরিফের।
পথ চলতে গিয়ে দু’চার জন পথচারীর দেখা মেলে। অবাক বিষয় হলো, প্রায় সকলেই পরিচিত হলেও কারো মুখে কোনো কথা নেই। একটা নিরব আতঙ্ক বিরাজ করছে সকলের মাঝে।
ধ্রুব বেশ চিন্তিত। আরিফ নির্বিকার। সে কি কিছু ভাবছে? ধ্রুব কথা বলার বা প্রশ্ন করার সাহস পায় না।
আরিফ বয়সে যুবক হলেও গ্রামের মুরুব্বীরা পর্যন্ত তাকে মান্য করে। হিসেবে মধ্যে রাখে, কেবল সরকার মশাই ছাড়া।
সরকার মশাই, আসল নাম বিভূতি শীল। দত্তবাড়ীর সরকার। যখন জমিদারী ছিল, তখন তার দাপটের কথা একালের সকলেই শুনেছে। আরিফও জেনেছে বিভূতি শীলের দাপুটে স্বভাবের কথা।
জমিদারীর অবসান হয়েছে প্রায় বছর পঞ্চাশ হলো। বিভ‚তি সরকার এখন জীবনের শেষ প্রান্তে। জমিদার অরূপ দত্ত দেহত্যাগ করেছেন, তাও তিন যুগ হতে চললো। ছোট বাবু, জীবন দত্ত কলকাতায় থাকেন। পৈত্রিক সম্পত্তি থেকে আয়ের একটা অংশ এখনো সরকার মশাই নিয়মিত সেখানে পাঠিয়ে দেন। যদিও আয়ে ভাটা পড়েছে অনেক দিন হলো। এখন আর রায়ত নেই, আছে বর্গাদার। এটাই এখন দত্ত বাড়ীর একমাত্র আয়ের বড় উপায়। বাগানের ফল-ফলাদি বেঁচে কিছুটা আয় হয় বটে। জমিদারী হিসেবে সেই অঙ্কটা বেশী কিছু নয়। তবে আরিফদের মত একটা বনেদী পরিবারের বার্ষিক আয়ের অন্তত দশগুন হবে- ওদের বাগানের ফল বিক্রির আয়।

আরিফের পিতামহের পিতামহ- যাকে সাধারণভাবে বলা হয় বড়দাদা, শাহ আজিম-উশ-শান ছিলেন মোঘল আমলের বিশিষ্ট ব্যক্তি। বড় জ্ঞানী মানুষ ছিলেন তিনি। দশ গাঁয়ের লোকজন তাঁকে মান্য করতো। আরিফ জেনেছে নিরুদ্দেশ হয়ে যাওয়া এক চাচার কাছে বড় দাদা এক সময়ে ঢাকা দেওয়ানের উপদেষ্টা ছিলেন। শান-শওকত ছিল বেশ। গাঁয়ে এলে পালকীতে চড়ে বেড়াতেন।
সেই শান-শওকত ধুলোয় মিশে যায় ইংরেজরা এদেশে আসার পর। শাহ আজিম-উশ-শান নিহত হন ১৮৫৭ সালের মহা বিদ্রোহের সময় বেনিয়া ইংরেজদের হাতে। ঢাকা থেকে সন্ধ্যা তীরের এই পল্লী অনেক অনেক দূরে হওয়ায় বেঁচে যায় তার পরিবার। তবে হারাতে হয় বহু সম্পত্তি ও সম্পদ। মুসলমান জমিদারদের স্থান দখল করে নেয় হিন্দু জমিদারগণ। বেদখল হয় বহু জমি-জিরাত। এত কিছুর পরও শাহ পরিবারের সম্পত্তিতে খুব একটা কমতি ছিলো না।
ওদের অঞ্চলের বড় ব্যবসায়ী, গয়না নৌকার মালিক দত্ত পরিবার ইংরেজদের কাছ থেকে জমিদারী স্বত্ত¡ লাভ করে। এক সময় শাহ পরিবারের কাছে দায়বদ্ধ ছিলো যে দত্ত পরিবার; জমিদারী লাভ করে শাহ পরিবারকে কোনভাবে অসম্মান করেনি তারা।
দিন বদলের সাথে বাণিজ্যে দখলদারিত্বে দত্ত পরিবারের আধিপত্য বাড়তে থাকে- কেননা জমিদারী এখন তাদের হাতে। সময়ের সাথে সাথে অন্যান্য মুসলিম সচ্ছল পরিবারগুলোর মতো আভিজাত্যের দিক থেকে শাহ পরিবারের আভিজাত্যও ম্লান হতে থাকে; ধ্বস নামে তাদের পারিবারিক ঐতিহ্যের। এর যৌক্তি কারণও খুঁজে পেয়েছে আরিফ। দিনে দিনে আয়ের পথ সংকুচিত হলেও ব্যয়ের মাত্রা কমেনি কখনো। পারিবারিক আভিজাত্য বজায় রাখতে গিয়ে প্রত্যেক সামর্থ পুরুষের চার-চারটে বিবি ঘরে থাকতে হবে; ফলে সন্তান-সন্ততির সংখ্যা বাড়ছিলো আগের মতোই। অভাবের দিন খুব দ্রুত এগিয়ে আসে শাহ পরিবারের উত্তরাধিকারদের মধ্যে।
আভিজাত্য ছেড়ে সাধারণ মানুষ হিসেবে নিজেদের মানিয়ে নিতে শাহ পরিবারকে দু-দুটো জেনারেশন অতিক্রম করতে হয়েছে।
আরিফের পিতা ইংরেজি পড়েছিলেন পারিবারিক ঐতিহ্য ক্ষুন্ন করে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি প্রথম বিভাগে পাশ করেছিলে। পিতার সেই সার্টিফিকেট আরিফ সযত্নে আগলে রেখেছে আজো। পিতা বৃটিশ প্রবর্তিত ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টও হয়েছিলেন একসময়ে। দশ গাঁয়ের হিন্দু মুসলমানরা তাকে মান্য করতো। আরিফ শুনেছে এসব কথা। দেখলেও মনে থাকার কথা নয়। আরিফের বয়স যখন ছয় বছর তখন তার পিতা মারা যান। সে বছর নাকি মহামারি আকারে কলেরা দেখা দিয়েছিল।
পিতার কথা মনে হতেই আরিফের মনটা বিষণ্ন হয়ে যায়।

এতক্ষণ ধ্রুব নিরবে আরিফের সাথে পথ চলছিলো। ধ্রুবর কথায় আরিফ ইতিহাসের পরিক্রমা ছেড়ে ফিরে আসে বাস্তবে।
- কি করবো আমরা ওখানে গিয়ে? জানতে চায় ধ্রুব।
- আগে তো যাই সেখানে।
- চলেই তো এসিেছ।
- আচ্ছা।
দত্ত বাড়ীর দক্ষিণ দিকে বিশাল কালী মন্দির। সেখানটায় বেশ কয়েকজন দাঁড়িয়ে- এই তপ্ত রোদের মধ্যেও; অবশ্য বড় বট বৃক্ষের ছায়ায়। দত্ত বাড়ীটা দূর থেকে ভুতুরে বাড়ী বলে মনে হয়। কালী পূজা ছাড়া সারা বছরই মন্দিরটা ফাঁকা পড়ে থাকে। পারত পক্ষে কেউ ও দিকটা মাড়ায় না।
গত রাতে অবাক ঘটনা যেটা ঘটেছে আরিফ তা শুনলো বিভূতি সরকারের মুখে-
“গত রাতে, গভীর রাতে মা বাসন্তী মহাদেবসহ সন্ধ্যা নদীতে আত্মাহুতি দিয়েছেন।” সরকার বাবু তার কথার প্রমান হিসেবে মন্দির থেকে সন্ধ্যা নদী পর্যন্ত- দূরত্ব প্রায় আধা মাইল, মায়ের পায়ের চিহ্ন দেখালেন। আরিফ দেখে, মায়ের কথিত পায়ের চিহ্ন বেশ বড় আকারের, হয়তো কোনো শ্রমজীবী মানুষের- কোনো ভাবেই তা কোন নারী পদচিহ্ন নয়।
মন্দির চত্তরে যে-ই আসছে, সরকার বাবু কেঁদে কেঁদে ঘটনার বর্ণনা দিচ্ছেন আর ধুতির আঁচলে চোখ মুছছেন। সকাল থেকে এতোবার তিনি চোখ মুছেছেন যে, তার চোখ দুটো লাল হয়ে আছে। আরিফের মনে হলো যতটা না চোখ মোছার কারণে, তার চেয়ে বেশী নির্ঘুম রাত কাটানোর কারণে সরকার বাবুর চোখ লাল হয়ে আছে।
সরকার বাবু এবার দত্তবাড়ীর মুরুব্বীদের নিয়ে মন্দিরের সিঁড়িতে বৈঠকে বসলেন। আলোচনার মূল বিষয়- মা চলে গেলেন। আত্মাহুতি দিলেন। এটা দত্ত বাড়ীর অমঙ্গল বয়ে আনার সুস্পষ্ট লক্ষণ। পরোক্ষভাবে তিনি ছোট বাবুকেই দায়ী করলেন। দু’কলম ইংরেজি শিখে সে নাকি মাকে অবজ্ঞা করতো! বাবা-ঠাকুরদা’র ভিটে ছেড়ে কলকাতায় বাবুদের সাথে থাকার কারণেই নাকি মা আত্মাহুতি দিয়েছেন; অন্তত সরকার বাবু তাই বিশ্বাস করেন এবং বৈঠকে উপস্থি সকলকে বিশ্বাস করাতে চাইছেন।
আরিফ জানে, বিভূতি শীল তথা সরকার মশাইয়ের তিন-তিনটি পুত্র বনগ্রাম তাকে, সেখানে তাদের মস্ত ব্যবসা রয়েছে ইংরেজ বেনিয়াদের সাথে। শুনেছে লবনের ব্যবসা করে ওরা বেশ ফুলে ফেঁপে উঠেছে। ওদের লবনের সব আড়ৎ ইছামতি নদীর তীরে হাসনাবাদের গাঁয়ে।
আরিফ সব বোঝে, কাউকে বোঝাতে পারে না, বলতে পারে না। নিজের পায়ের তলাতেই যে মাটি নেই। ছোট বোনটাকে বেশী পড়াতে পারে নি চাচার কারণে। চাচা বলেন, মেয়েদের বেশী পড়াতে নেই। কোরান শিখে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারলেই বেহেস্ত নিশ্চিত। মেয়েদের আর কি চাওয়ার আছে! অর্থ সংকটের কারণে মেয়েটাকে পাত্রস্থও করা যাচ্ছে না।
আরিফ ভাবে বোনটার একটা গতি করতে পারলে সে গ্রাম ছেড়ে ঢাকা চলে যাবে। কলকাতা তার পছন্দ নয়, তবে হুগলি গেলে মন্দ হয় না। বাবাও একসময় হুগলি থাকতেন- মনের অজান্তে হুগলি নিয়ে নস্টালজিয়ায় ভোগে সে। তবে বোনটাকে ফেলে যায় কি করে!

দত্ত বাড়ীর আহাজারী কমে না। ছোট বাবুও কলকাতা ছেড়ে গাঁয়ে আসেন না। অন্তপুরে কান্নার রোল ক্রমাগত বাড়তে থাকে। দিনে দিনে অন্তপুরে জনসংখ্যা কমতে থাকে। সন্ধ্যাপাড়ে চিতার উত্তাপও বাড়ে ক্রমাগত- সংখ্যাতত্তে¡।
বিভূতি শীল ওরফে বিভূতি সরকারের দেহটাও ধীরে ধীরে নরম হতে থাকে। তবে বাড়ে তার মুখের উজ্জলতা। ইদানিং তার হাসিটা আরিফের কাছে বেশ রহস্যময় মনে হয়। বিভুতি আরিফকে একদম পছন্দ করেন না। তবে জমিদার বাড়ীর ঐতিহ্য মেনে আরিফকে অসম্মানও করেন না।

বাসন্তী মায়ের চলে যাবার পর দত্ত বাড়ীতে ঘটতে থাকে একের পর এক অঘটন। বড় রাণীমা নদীতে ডুবে মরলেন। অথচ এই নদীতেই তিনি গা ভাসিয়েছেন ছোট বেলা থেকে। সাঁতার কেটেছেন নদীতেÑ জমিদার বাড়ী থেকে মাইল পাঁচেক দক্ষিণের এক গ্রামে। ১৪ বছর বয়সে জমিদার বাড়ীর বড় বউ হওয়ার পরও তার স্নান নিয়মিত সম্পন্ন হতো এই সন্ধ্যা নদীতেই। তিনি তার চির পরিচিত সন্ধ্যা নদীর ঘাটে ডুবে মরতে পারেন, সকলে বিশ্বাস করলেও বিশ্বাস হয় না আরিফের। এ নিয়ে কোন কথা বলে লাভ নেই জেনে আরিফ কিছু বলে না। বিভ‚তি বাবুর একটা সুনাম আছে দশ গাঁয়ে। দত্ত বাড়ীর বিপদে আপদে সব সময় তিনি আছেন। নিজের সংসারের সদস্যদের চেয়ে তিনি জমিদার পরিবারে বেশী সময় দেন। এনিয়ে সরকার বাবু বলেন, “এই দত্ত বাড়ী আমার অন্নদাতা। এই বাড়ীর কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছি। মরতে হলেও এই বাড়ী ছাড়বো না।”
বাহবা দেয় সকলে।

আরিফ জানে কিছুটা, তবে বোঝে পুরোপুরি। বিভ‚তির পরিবার থাকে বনগ্রামে। বছরে দু’বার সেখানে যান বিভ‚তি সরকার। আরিফ এও জানে বিভ‚তি শীল কি করে বিভ‚তি সরকার হয়েছেন। দশ গাঁয়ের শীল স¤প্রদায় বিভ‚তিকে আগে হিংসে করলেও এখন মান্য করে। ভুল করে না, ইচ্ছে করে নরসুসন্দরের কাজ করতে গিয়ে ঘারের উপর ছুরিটা একটু দাবিয়ে দেয়ার কৌশল বিভ‚তি ভালই রপ্ত করেছিলেন তরুণ বয়সে। এই যোগ্যতাই তাকে শীল থেকে সরকার হতে সহায়তা করেছিলো বলে আরিফের মতো আরো দু’চারজন জানে। বাকীরা এনিয়ে মাথা ঘামায় নি কখনো।
বড় রাণীমার সৎকারের সময় বাড়ীর কাউকে তার মরদেহ ছুঁয়ে দেখতে দেয়া হয়নি। পুরুত ঠাকুর বলেছেন, শাস্ত্রমতে তাকে শেষ যাত্রায় সজ্জিত করতে পারবে কেবল নির্দিষ্ট কয়েকজন দাসী। জমিদার পরিবারের কেউ নয়। রহস্যটা আরিফের মনে দাগ কাটে দারুন ভাবে।
ঠাকুমা’র সৎকারে ছোট বাবু এসেছিলে। মাত্র তিন প্রহর থেকে যে গয়না নৌকায় এসেছিলেন সেটিতে করেই ফিরে যান। শ্রাদ্ধ করার সমস্ত দায়িত্ব দিয়ে গেলেন সরকার বাবুকে। পুরুত ঠাকুরকে দিয়ে বিধান করিয়ে নিয়েছিলেন তিনি।

বড় রাণীমার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হওয়ার পর দত্ত বাড়ীতে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করে। ছোট বাবুর আচমকা চলে যাওয়া নিয়ে যে অস্থিরতা দেখা দেয় তা দত্ত বাড়ীর সীমানা ছাড়িয়ে প্রজাদের মনেও ক্ষোভের সঞ্চার করে। যদিবা মুখ ফুটে কেউ কিছু বলার সাহস পায় না। বামন ঠাকুর তো অনেক আগইে মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন।
অন্যান্য জমিদারীর মতো দত্ত বাড়ীর পাইক-পেয়াদাদের মধ্যেও সবকিছুতে একটা প্রাধান্য বিস্তারের লক্ষণ ফুটে ওঠে এই সময়ে। এতদিন পাইক-সরদার বিভ‚তি বাবুর কথামতো চললেও সে এবার প্রকাশ্যে বিদ্রোহ করে। উষ্কে দেয় পাইক-বরকন্দাজদের। এদের অধিকাংশই নিম্নবর্ণের হিন্দু। জন দশেক দরিদ্র মুসলমানও রয়েছে তাদের মধ্যে। পাইক-সরদার জাতে ক্ষত্রিয়। রক্তে তার আগুন জ্বলে। ক্ষেপে ওঠে পাইকরা। মুসলমান পাইকদের কেউ কেউ আরিফের স্মরণাপন্ন হয়।
সব বুঝেও আরিফের কিছু করার থাকে না প্রকাশ্যে। ওদের বোঝাতে চেষ্টা করে, বিভ‚তি সরকারের ক্ষমতার পরিসীমা। ক্ষত্রিয় পাইক-সরদার নিজেই এতদিন আরিফের দারস্থ হয়।
পাইক সরদার কাজে ইস্তফা দিয়ে হঠাৎ উধাও হয়ে যায় জমিদারী এলাকা থেকে। কোথাও খুঁজে পাওয়া যায় না তাকে। এই সুযোগে বিভ‚তি নতুন পাইক-সরদার নিয়োগ করে বামন ঠাকুরদের সাথে পরমর্শ করে। অবস্তা শান্ত হয়।

বছর কয়েক বাদে-
থানা চৌকি থেকে এক দারোগা দু’জন সেপাই নিয়ে নৌকা ভেড়ায় দত্ত বাড়ীর ঘাটে। সাথে বিশ্বজিৎ, উধাও হয়ে যাওয়া সেই পাইক-সরদার। বেলা দ্বিপ্রহরের মধ্যে ঘটনাটা চাউর হয়ে হয়ে যায় এলাকায়।

ঘুম ভাঙ্গার পর গত রাতের কথা আরিফের মনে হয়। বিভ‚তি বাবু এসেছিলেন গভীর রাতেÑ রাত ত্বিপ্রহরের পরে, একাকী। সাধারণত রাতে তিনি একাকী চলাফেরা করেন না।
বিভ‚তি আরিফকে যথেষ্ট সম্মান দেখিয়ে কিছু কথা বলেন। তিনি স্বীকার করেন শাহ পরিবারের দয়ালু স্বভাবের কথা। কৃতজ্ঞতা জানান আরিফের পূর্ব পুরুষদের প্রতি। আরিফ অবাক হলেও বিশ্লেষণ করার সুযোগ পায়নি। হঠাৎ বিভ‚তির এই পরিবর্তন কেন। কেনই বা এত রাতে তিনি আরিফের সাথে সাক্ষাৎ করতে এলেন! আপাত দৃষ্টিতে সৌজন্য সাক্ষাৎ মনে হলেও আরিফ বোঝে- এর অন্তর্নিহিত কারণ একটা রয়েছে। হিসাব মেলাতে চেষ্টা করে বিছানায় গিয়ে।
বিভ‚তির একটা কথা আরিফের কানে পরিস্কার বাজে- “হাঁটু সোজা রেখে চললে সামনে এগুতে পারবেন না বাবা।” কথাটার অর্থ বোঝার চেষ্টা করে আরিফ। বিদায় নেয়ার সময় বলা বিভ‚তি আরেকটা মানে খোঁজে আরিফ- “এই গাও-গেরাম আপনার জয়গা নয়, পথ খুঁজে নিন সময় থাকতে।”
নাস্তা শেষ হতে না হতেই দত্ত বাড়ীতে দারোগা পুলিশের আগমনের সংবাদ চলে আসে আরিফের কানে। স্থানীয় চৌকিদার মান্নান মিয়া সংবাদ বয়ে আনে। দারোগা বাবু আরিফের সাক্ষাতরে অপেক্ষারত, সেই সংবাদটাও দেয় আরিফকে।
ঘটনার বিবরণে জানা যায়, সাবেক পাইক-সরদার বিশ্বজিৎ কলকাতা গিয়ে ছোট বাবুর সাথে দেখা করে বিভ‚তির নামে নালিশ করে, ছোট বাবুকে দিয়ে বিভ‚তির বিরুদ্ধে বড় রাণীমাতে হত্যার অভিযোগ এনে আদালতে মোকাদ্দমা দাখিল করায়। দারোগা এসছেনে বিভ‚তির নামে পরোয়ানা নিয়ে।
আরিফ জানতে পারে, বিবূতি বাবু গত সন্ধ্যা রাতে দত্ত বাড়ীতে শেষবারের মতো এসেছিলেন। সকাল থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।
শংকিত হয় আরিফ! তাহলে কি পালাবার পথে বিভ‚তি তার সাথে দেখা করেছিলো? আরিফকে এলাকা ছেড়ে চলে যাবার পরার্মশ কি তাহলে নিজেকে রক্ষা করার জন্য! বিভ‚তি জানতো, তার অপকর্ম কেউ না বুঝলেও আরিফ বুঝতো। বিভ‚তি কি জানতে পেরেছিলো বিশ্বজিৎ কলকাতা গেছে? কি ঘটতে যাচ্ছে, চতুর বিভ‚তি নিশ্চয়ই আঁচ করতে পেরেছিলো। নইলে দারোগা আগমণের আগেই সে গা-ঢাকা দিলো কি করে!
চৌকিদার মান্নানের সাথে আরিফ রওয়ানা দেয় দত্ত বাড়ীর উদ্দেশ্যে। দারোগা বাবু অপক্ষো করছেন যে।
দারোগা কিংবা অন্য কেউ কি জানতে পেরেছে, গত রাতে আরিফের সাথে বিভ‚তির সাক্ষাতের কথা! কি জানতে চাইবেন দারোগা বাবু? কি জবাব দেবে আরিফ? আরিফকে ফাঁসানোর মতলব করেনি তো কেউ?
এমন সব ভাবনা মাথায় নিয়ে আরিফ দত্ত বাড়ীর দিকে বা বাড়ায়- বাড়তে থাকে রোদের তীব্রতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মোখলেছুর রহমান অনেক দিন পর লেখা দিলেন প্রিয় কবি।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সময় হয় না তেমন একটা...
MD. MOHIDUR RAHMAN লেখা চালিয়ে যাবেন আশাকরি.

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আবহমান বাংলা বরাবর শাসিত হয়েছে ভিনদেশী শাসকদের দ্বারা। মোঘল থেকে বৃটিশ, এ সময়ে গ্রামীন বাংলায় যে সামাজিক পরিবর্তন সাধিত হয়, তারই একটি উপাখ্যান এ গল্প। মোঘলরা বৃটিশদের দ্বারা বিতারিত হলে বাংলার মুসলমানরা বিপর্যস্ত হয়, উপকৃত হয় হিন্দু সম্প্রদায়। সামাজিক অবকাঠামোয় পরিবর্তন হলেও স্থানীয় পর্যায়ে আগের রেশ রয়ে যায় সর্বত্র, তদুপরি ক্ষমতার দাপট একেবারে উবে যায় না; ক্ষমতার দম্ভে একসময় ভুলে যায় অতীত, তবু সমাজ শাসন করে মানুষকে... বক্ষমান গল্পটি এরই একটি সংক্ষিপ্ত চিত্ররূপ।

১৭ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী