বাতাসের সুর

কামনা (আগষ্ট ২০১৭)

নুরুল্লাহ মাসুম
  • ১২
এমন সময় ছিল যখন বাতাসে ছিল সুর
গান গাইতো পাখি, বৃষ্টিতে ছিল ছন্দ
গাছ-গাছালি ছিল সমঝদার শ্রোতা
মেঘ বালিকারা নৃত্য করতো দল বেধে।

দূর থেকে প্রথমে আলো দিতো বিজলী
সহসা হিংসের আগুনে প্রজ্বলিত হয়ে
ছাড়খার করে দেয় মনের সকল সুর।

বালুচরে বসবাস আমার
খড়া বিদীর্ণ করে মন
ওষ্ঠাগত প্রাণ, নরকবাসী সকলে।

কয়েক দফা কালবোশেখী আঘাত হানে
লন্ডভন্ড ধরণী, নীলিমা সাজে আবীরের রঙে
সাগরে উত্তাল ঢেউ থিতু হয়ে আসে
সুর ফিরতে চায় আকাশে বাতাসে।

অবশেষে সুরের আবির্ভাব ধরাতলে
পরশে তার জেগে ওঠে ধরণী
বাতাস বাজায় বেহালা, পাখি গান গায়
জলে বীণার সুর তরঙ্গায়িত হয় ক্রমাগত।

কবিতা লেখে কবি, কণ্ঠে সুর ভাজে গায়েন
বৃক্ষরাজি নৃত্যছন্দে মাতোয়ারা
ধরিত্রী পোয়াতি হয়, সবুজময় চারিদিক
মেঘবালিকারা দিগন্তময় ছুটোছুটি করে আনন্দে।

এমনি সুরের মাঝে, মেঘবালিকার হাত ধরে
প্রশান্তির ঘুমে হারিয়ে যেতে চাই-
ওগো মেঘবালিকা, সময় দাও- সঙ্গ দাও
মিশে যেতে দাও ইতিহাসের চিরন্তনী পল্লবে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন কবিতা লেখে কবি, কণ্ঠে সুর ভাজে গায়েন বৃক্ষরাজি নৃত্যছন্দে মাতোয়ারা ধরিত্রী পোয়াতি হয়, সবুজময় চারিদিক মেঘবালিকারা দিগন্তময় ছুটোছুটি করে আনন্দে। ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।
অনেক ধন্যবাদ গোবিন্দ বীন। অবশ্যই দেখবো আপনার পাতা.......
মোঃ মোখলেছুর রহমান গত সংখ্যার ভোটে পাস,এবারে ভোটের প্রয়োজন নেই।শুভেচ্ছা ও অভিনন্দন।
ধন্যবাদ মোখলেছুর রহমান। ভোট তো আমি বন্ধ করি নি, এমনিতেই বন্ধ হয়ে আছে.....
কবি ভাই, আপনি এবারেও নির্বাচিত হতেন আমার বিশ্বাস,একবার জিতলে দুবার নাকি ভোট বন্ধ থাকে প্রাতিষ্ঠানিক নিয়মে,এটা আমি অল্প দিন হল জেনেছি।এবারেও ভোটটা পেতেন আমি সেই দিকে ইঙ্গিত দিয়েছি মাত্র। প্লিজ বিষয়টা নেগেটিভ নিবেননা।ভাল থাকবেন।
কেতকী কবিতায় ভালো লাগা রইল। গত সংখ্যায় বিজয়ী হওয়ার কারণে ভোট বন্ধ আছে। তাই এবার ভোট দিতে পারলাম না। শুভেচ্ছা রইল।
অনেক ধন্যভাদ কেতকী।
নুরুল্লাহ মাসুম অনেক ধন্যবাদ নুরে আলম। কবিতা আপনার ভাল লেগেছে জেনে খুশী হলাম। ভোট কেন বন্ধ, তা আমার জানা নেই......... অবশ্যই আপনার পাতায় যাবো....
একবার বিজয়ী হলে পরের দুই সংখ্যায় ভোট বন্ধ থাকে।
বিষয়টি জানা ছিল না.......... ধন্যবাদ।
মোঃ নুরেআলম সিদ্দিকী এমনি সুরের মাঝে, মেঘবালিকার হাত ধরে প্রশান্তির ঘুমে হারিয়ে যেতে চাই- ওগো মেঘবালিকা, সময় দাও- সঙ্গ দাও মিশে যেতে দাও ইতিহাসের চিরন্তনী পল্লবে।। অসাধারণ লেখা। মন ছুঁয়ে গেল। অনেক শুভকামনা আর আমার পাতাই আমন্ত্রণ রইলো। [ভোট বন্ধ থাকায় ভোট দিতে পারলাম না]

১৭ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪