আরেকবার দেখি ও মা তোর বদন খানি,
জ্বলে পুড়ে যাক যত যন্ত্রণা গ্লানি,
মুছে যাক জীবনের যত জড়তা,
ছুঁয়ে যাক প্রশান্তি এ মনে।
কোলে তুলে-নে মা আদর করে,
কোমল হাতে তোর আঁচল তরে।
আবারো দুলবো কোলে তোর খুকু হয়ে,
ফোটাবো হাঁসি তোর বদনে।
হাত বুলিয়ে দে মা আমায়,
ঘুমাই কোলে তোর যতনে।
আরেকবার দেখি ও মা তোর বদন খানি,
জ্বলে পুড়ে যাক যত যন্ত্রণা গ্লানি,
শত ব্যথা আমি সয়েছি মাগো,
পাইনি খুঁজে সুখ কোথাও কোনোদিন,
এমন পৃথিবী চাইনা ওমা,
যেথা অসুন্দর সব তুমি-হীন।
আদেশ করো মাগো ফিরে আসি এবার,
ভেঙ্গে চুরে সব হাজার পথ ডিঙ্গিয়ে।
তোমার খোকা জ্বলছে দুঃখে,
তুমি-হীন বল সুখ কোন ধরে?
আরেকবার দেখি ও-মা তোর বদন খানি,
জ্বলে পুড়ে যাক যত যন্ত্রণা গ্লানি,
মাগো দুদিনে তোর দুঃখের মাঝে,
রইবো সদা অসীম শক্তি হয়ে,
কারো কারণে যদি তোর অশ্রু ঝরে,
প্রগাঢ় খড়গ বয়ে যাবে সেই শত্রু শিরে,
আদেশ করো মাগো, আদেশ করো,
ফিরে আসি এবার তোমার পানে,
তোমার আদর, তোমার স্নেহে,
গড়বো স্বর্গ আমি এই ভুবনে।
০৫ এপ্রিল - ২০১১
গল্প/কবিতা:
৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪