দূরান্তর

কষ্ট (জুন ২০১১)

সাইফ চৌধুরী
  • ৩৮
  • 0
জন-জীর্ণ পূর্ণ বৃত্তাকার এ ভূ-খন্ড
তার মাঝে স্থল, জল, মরু, অরণ্য।
কত রূপ, কত বর্ণ, কত বিচিত্র এ জগৎ,
যুগে, যুগে মানুষ ছুটছে দেশ-দেশান্তর।
যে যায় দুরে, যে ছুটে চলে তেপান্তর,
সে জানে কেমন যন্ত্রণা এ দূরান্তর।
স্বজনের বাধন ভাঙ্গা দিশেহারা নাবিকের মত,
সাগর স্রোতের ন্যয় হারিয়ে যাওয়া,
কোন দিক কূল নেই ডায়ে, বায়ে অদৃশ্য সীমানা,
শুধু অন্ধকার গেঁড়া জেন চারদিক।
দুরের ধুসর পথে বিষণ্ণ এ মন,
তপ্ত চেতনা খুঁজে স্বদেশ বদন।
শৈশব, কৈশোর কতটি রজনী কেটেছি তোর কোলে,
আজ নিরাশা নিয়তি মোর নীর বহুদূরে,
তোর বুকে যে গহীন মমতা জমা,
তোর মাজে যে স্নিগ্ধতা গড়া মা,
এ অপূর্ব সুখ মেলা দায় অন্যথায়।
এ কূল নিরানন্দের কাটে ক্ষণ জড়তায়,
এ তীব্র যন্ত্রণা, এ দুঃস্বপ্ন সব তুমি-হীন,
এ কঠিন বেধনা, এ বেচে থাকা আশাহীন।
তুমি সুন্দর, তুমি মনোরম, তুমি শ্রেষ্ঠ ধরণীর,
সাধ জাগে শুধু বেঁচে থাকি তোমার তরে চিরদিন।
আমি ধন্য, আমি পুণ্য, জন্ম তোর বুকে,
আমি মরিয়াও গ্রহণ করিব স্বদেশের সাধ।
সমাধির পাশে যে কৃষ্ণ-চুড়াটি রবে,
আমি তার ফুল হয়ে ফুটবো অতি রাঙ্গা রূপে।
তোমার আলো-বাতাসে আমি দুলবো,
তোমার মহিমান্বিত বুকে ঝরবো অঝরে।
যতই করিসনা আড়াল তোর মায়াবী বদন,
যেথাই রয়না কেন তোর সব মানিক, রতন,
তোর গুনের গান গাইবো মোরা চিরজীবন,
তোর চরণেই হবে এই নিঃশ্বাসের মরণ।
যে কূলে ভরা ফুলের সৌরভে বন্দর, প্রান্তর,
যে কূলে রাতের রূপালী জ্যোৎস্না ঝরে,
যে নীরে জ্বলে নিশিতে জোনাকির আলো,
যে কূলে শ্রাবণ, প্লাবন, ঝর, ঝর্না ঝরে,
যেথা সমৃদ্ধ প্রাণের সুশীল বন্ধন,
সেথা ফিরে যেতে চায় মন ভেঙ্গে এ দূরান্তর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা তোমার মহিমান্বিত বুকে ঝরবো অঝরে। যতই করিসনা আড়াল তোর মায়াবী বদন, যেথাই রয়না কেন তোর সব মানিক, রতন, তোর গুনের গান গাইবো মোরা চিরজীবন,----------আপনার কবিতার ভক্ত হলাম বলে ভোট দেয়া হয়ে গেলো। ধন্যবাদ।
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) মারহাবা ভালো একটি কবিতা < আমার কাছে ভালো লেগেছে ।
sumon miah ভাল লাগলো । শুভো কামনা রইল ...।
মোঃ আক্তারুজ্জামান অনেক অনেক সুন্দর কবিতা সাথে অনেক অনেক শুভো কামনা|
খন্দকার নাহিদ হোসেন সাইফ ভাই, সামনে আপনার কাছ থেকে গদ্য কবিতা চাই।
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী সুন্দর দেশাত্মবোধক কবিতা ।ভালো লাগলো ।
A.H. Habibur Rahman (Habib) কোনো সন্দেহ নেই.......চমত্কার অনুভুতি আপনার. অ অনুভুতিকে সাগত জানাই. কিন্তু অনুভুতিগুলো কবিতার লাইনে প্রকাশ করার জন্য আরো একটু চান্দ মিল, একটু বাঞ্জন দিলে কবিতাটি আরো সুন্দর হত. ভাই...এটা একান্তই আমার বাক্তিগত অনুভুতি...সবার সাথে হয়ত মিলবে না, তবে আপানর কবিতার ভাবার্থ অবস্যই অনেক অনেক সুন্দর.
সাইফ চৌধুরী Shahnaj Akter আপু ধন্যবাদ আপনার সুন্দর অনুভূতির জন্য।

০৫ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪