আকাশের মত মন খারাপ

কষ্ট (জুন ২০১১)

তির্যক রহমান
  • ১৭
  • 0
  • ৪৭
আজ আকাশটা বড় মেঘলা।
আমার মোনটাও তেমন।
যে অজাচিত কষ্টের বীজ বপন করেছিলে তা আজ অংকুর দিচ্ছে।
সৃতির পাতা কষ্টের পতাকা হয়ে উড়তে চাইছে ভেতর থেকে।

ভালবাসা হচ্ছে একটা মায়া।
যখন এমন হয় তখন মায়াকে বলি,
হে মায়াবি জাল তুমি আমায় ছারো।
তুমি অন্য কাউকে ধরো।
গৃনা ভরে বলি, মায়া তুই আমার ছায়া ছার।
তুই নষ্বর।গৃন্য।অজাচিত।তুই নগন্য।
তুই জগন্য পাপের ধারা।
আমি তোকে থুতু ছেটাই।

তুই তাকে গিয়ে ধর।
যে আমায় সৃতির মায়ায় করছে ছার খার।
অথবা সেই বুকে যে বুকে আশ্রয় নিয়েছে এই আগুন।
তাকে জানিয়ে দে -যে হৃদয় এক বুক ভাঙ্গে,
সে তোমার বুকেও আগুন ধরাবে।
আস্তে আস্তে করে পুরে শেষ করে দিবে একদিন।

যে হৃদয় এক বুক ভাঙ্গে সে কি জানে,
আগুনের উশ্নতা কত?
কষ্টের গভিরতা কত?
ভাল লাগার অনুভুতি কত?
আমি সীমানা ছুতে চাইনি।
চাইনি অসম্ভবকে সম্ভব করতে।
তবে কেন এমন হয়?
কেন আমায় পিছু টানে?
ভাবছি ভালই আছো।
নিয়ে নতুন জীবন।
হয়তো আজ কেউ তোমার খুবই আপন।
তবে প্রশ্ন কর মন কি বলে?
কোন পিছু টান!
প্রশ্ন কর হারা জেতায় কে জয়ি?
ঠকিয়েছ কাকে?
উত্তর আসবে নিজেকেই।
এসব ভুলে জেতে চাই।
হ্যা, হ্যা, হ্যা, আমি ভুলে যেতে চাই।
তবু মায়া আমার ছায়া ছারে না।
আমি সেই পুরনো পাতা ছিরে, নতুন করে সাজাতে চাই
আমি এক সাগর গৃনা ছুরে দিয়ে নতুন জীবন চাই।
তবু কেন আমায় পিছু টানে?
তোমার সুখের সপ্ন ভঙ্গো হোক-
আমি তা চাই না।
না, আমি কোন অভিশাপ দেই না।
তোমার আমার উপর যে আকাশ বহুদূর আছে সে সব দেখে।
তারও কষ্ট আছে।
অতি কষ্টে কেদে ভাষায়।
আমরা তাকে বৃষ্টি বলি।
যখন কাদতে পারে না তখন মন খারাপ হয়
তাই আকাশে কালো মেঘ ঘনায়।
আমারও যে আকাশের মত মন খারাপ হয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদ উল্লাহ শাকিল N/A বানানের সমসসা গুলো কিছুটা ফ্রন্টের কারণে হয় , তাই সে বেপারে কিছু বললাম না , lekha sundor hoyechhe , ভালো লেগেছে , শুভকামনা রইলো, তবে অনেক বড় কবিতা .
Shahnaj Akter N/A বানান ভুল ছাড়া আমি এই কবিতা টির কোনো দোষ খুঁজে পেলামনা .......অতন্ত চমত্কার একটি কবিতা , ভোট পাবে তুমি ই
মামুন ম. আজিজ কিছু লাইন বেশ ভালো, কিছূ লাইন আবার ছড়ালো না আলো
মিজানুর রহমান রানা ভালবাসা হচ্ছে একটা মায়া। যখন এমন হয় তখন মায়াকে বলি, হে মায়াবি জাল তুমি আমায় ছারো। তুমি অন্য কাউকে ধরো।------Great
এম এম এস শাহরিয়ার তারও কষ্ট আছে। অতি কষ্টে কেদে ভাষায়। আমরা তাকে বৃষ্টি বলি। যখন কাদতে পারে না তখন মন খারাপ হয় তাই আকাশে কালো মেঘ ঘনায়। আমারও যে আকাশের মত মন খারাপ হয়। --------------------- তখন ঠিকই কাদতে থাকি কিন্তু তোমরা তা দেখতে পাওনা
সূর্য N/A কবিতা সংগঠনে আরো যত্ন প্রয়োজন ছিল।
সৌরভ শুভ (কৌশিক ) আকাশের মত মন খারাপ,সবসময় করিসনা বাপ /
Md. Akhteruzzaman N/A থিমটা সুন্দর কিন্তু ভুল বানানের ভিতর নিজেকে বড় অসহায় মনে হয়েছে| শুভো কামনা রইলো|
নাঈমা সুলতানা ভালো। কিছু বানানের ভুল আছে।

০৪ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "পরগাছা”
কবিতার বিষয় "পরগাছা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই,২০২৫