কথা বলি যে আজি,আমার বিদায় বেলা
এ যে অজানা দুর্গম পথ,চলেছি একেলা
তুমি চেয়েছিলে,নাকি চাওনি
তবু চলে যাই আমি, দূরে
দূর থেকে বহু দূ.....রে,
আকাশের সীমানা ছাড়িয়ে
যক্ষের পাহাড়ের দেশে
মৌন মলিন বেশে।
আর ফেরা হবেনা কোনদিন,হবেনা কভু দেখা
হবেনা কোনদিন মুখ লুকিয়ে একটু খানিও কথা
পারবে কি তুমি ভুলে যেতে আমায়!
পড়বেনা মনে ? কোনো শুভক্ষনে..?
কী করে যাবে ভুলে বলো..!
সেই নদীর ধার,দলবাঁধা বুনো হাঁস,সন্ধ্যার দেউল দীপ
জোসনার শুভ্র আলোয় দু'জনার ভেসে যাওয়া
দু'জনে মুখোমুখি,দু'জনের সুখে সুখী,দুখে দুখী দু'জনার
সবই কি যাবে ভুলে..?
জানি হয়তো যাবে ভুলে একদিন
তবুও কিছু কথা রেখো তুলে সযতনে
তোমার স্মৃতিপটে এঁকে।
আমি যে চলে যাই দূরে,বহু দূ..রে
আজি মোর বিদায় বেলা।
আমি বাতাস হয়ে জড়াবো তোমায়,বৃষ্টি হয়ে ঝরবো,
আমি চাঁদের আলোয় রঙ মিশিয়ে,তোমায় রঙিন করবো।
আমি মেঘ হবো,বৃষ্টি হবো,
সন্ধ্যাকাশের তারা হবো,গভীর রাতের আলো হবো,
সকাল বেলার শিশির হবো,বকুল বনের গন্ধ হবো
ধানের ক্ষেতের শিরীষ হবো,পাখি হবো
ভ্রমর হয়ে ঘুরবো তোমার দ্বারে,
তখন তুমি পারবে কি আমায় চিনতে..?
যদি পারো,ডেকে নিও
একটু খানি থাকবো তোমার কাছে,
সময় যখন হবে যাওয়ার, বলবো তখন
বেলা যে মোর গেছে....
দাও বিদায়,আজ তবে যাই.....।
০৪ এপ্রিল - ২০১১
গল্প/কবিতা:
৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫