খুঁজে ফিরি

কষ্ট (জুন ২০১১)

বিপ্লব রয়
  • ১৮
  • 0
এমনি করে এ যদি আড়াল হবে
তবে, কেন ডেকেছিলে মোরে কাছে
পূব গগনে উঠে গেনু চাঁদ
আজ কিছু নেই মোর পাশে.।

তুমি এসেছিলে হেথা শূন্য নয়ানে
এক নিশীথে নিরালায়,
দিয়েছিলে মালা পরায়ে মোরে
আপন মহিমায়।

কপোল চুমিয়া বলেছিলে প্রিয়
ভালবাসি.! ভালবাসি.!
সেই কথাটি বুকে নিয়ে আজো
স্বপ্নলোকে ভাসি।

তুমি চলে গেছ মোরে জানায়ে বিদায়
মোর কত কথা ছিল বাকি;
তোমার আশার আশায় আমি
আজো পথ চেয়ে থাকি,

কোন অজানায় চলেছ একেলা
কিছু ই তো যাওনি বলে
আজো তোমায় খুঁজে ফিরি আমি
রাত্রি নিঝুম হলে।

তোমার আসন রেখেছি পাতিয়া
আমার শূন্য ঘরে,
মনে মনে ভাবি-যদি আসো তুমি
করো আলোকিত মোরে!


আমি মেঘের সাথে শখ্য গড়েছি,
বলেছি ডেকে তাকে
বন্ধু.! এই লিপিখানি মোর প্রিয়তমার
দিও তুমি তার হাতে।

বলেছি আরো, যদি পার-বল তার কানে কানে
আজো তারে কত ভালবাসি
এই ব্যথাতুর প্রাণে.......!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মারুফ আমিন আজ তারে ভালবাসি , ভালো লিখেছেন ............
sumon miah আজ ভালোবাসি তারে ...... ভালবাসিই তারে , আজো তুমি আছো প্রিয় এই অন্তরে ।..............................। ভালো লাগলো ।
sakil ভালবাসার কষ্ট নিয়ে লেখা কবিতা এই সংখায় বেশি লক্ষ করলাম . ভালো লিখেছেন . আপনার জন্য শুভকামনা রইলো .
খোরশেদুল আলম কষ্টের কবিতা ভালো হয়েছে।
Muhammad Fazlul Amin Shohag এমনি করে এ যদি আড়াল হবে তবে, কেন ডেকেছিলে মোরে কাছে পূব গগনে উঠে গেনু চাঁদ আজ কিছু নেই মোর পাশে.।
মামুন ম. আজিজ ভালো হয়েছে কবিতা, গেনু মানে কি?
মোঃ আক্তারুজ্জামান আরও ভালো করতে হবে....... লিখে যান|
বিপ্লব রয় মাহমুদা..apnake অনেক ধন্যবাদ..
মাহমুদা আক্তার অনেক অনেক ভালো লিখেছেন।

০৪ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪