অদৃশ্য কন্ঠ বলেছিল আয়ু মাত্র...

ভৌতিক (নভেম্বর ২০১৪)

আফরোজা অদিতি
  • ১১
  • ২৮
বৃহস্পতিবার। রাত নয়টা। নীলাকাশে পূর্ণিমার গোল চাঁদ। মায়াবী জোছনায় ঝলমল করছে পৃথিবী। রান্না করছিলাম। জোছনা রাতে রান্না করতে বা কাজ করছে ইচ্ছে করে না আমার। ইচ্ছে করে জোছনায় গা ডুবিয়ে আকাশ দেখি, দেখি চাঁদ, শুনি গান। কবিতায় ভাসিয়ে দেই মন। কিন্তু সংসারের সাত-সতেরোতে তা হয় না কখনও।

রান্না করছিলাম। পাশে দেবরের বউ, সোহাগী। যেখানে আমি সেখানেই থাকবে ও। বারণ করলেও শুনতো না। বলতো, ভাবী, তোমাকে ভালো লাগে, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। ওর সাহচর্য, ওর কথা শুনতে ভালো লাগতো আমারও। ওর কথা শুনতে শুনতে সময় কোথা দিয়ে চলে যেতো টেরই পেতাম না আমি। সেদিনও কথা বলছিলো।

ভাত ফুটছিলো। ফুটন্ত ভাতের একটা গন্ধ আছে। জোছনা মাখা মায়াবী বাতাসে সেই গন্ধ ছড়িয়ে পড়েছিলো। সোহাগীর কথাও ওই ফুটন্ত ভাতের মতোই ছড়িয়ে পড়ছিল বাতাসে। আমি,কাজ করছি ওর কথাও শুনছি। হঠাৎ সোহাগী বলল, ভাবী, তোমার পেছনে একটা লম্বা হাত। ওপরের তাক থেকে লবণের কৌটা নামাচ্ছিলাম, আচমকা ওর কথায় চমকে উঠে চুলার ওপর পড়ে যাওয়া থেকে কোনরকমে বাঁচাই নিজেকে। ভয় পেয়ে বলি, এভাবে কী ভয় দেখাতে হয়? হাততালি দিয়ে হেসে ওঠে ও।

হেসো না, ধমক দেই। ভয় পেয়েছো ভাবী! কথার জবাব দেই না। কিছুক্ষণ চুপচাপ থেকে আবারও হাসতে থাকে সোহাগী। ওর হাসিতে বিরক্ত হই, বলি, এখান থেকে যাও তো সোহাগী। সোহাগী হাসি আরও বাড়ে। হেসে গড়িয়ে পড়ে আমার গায়ে। ওর হাসিতে হার্টবিট বাড়ে, ধমক দিয়ে বসিয়ে দেই ওকে। কিন্তু সোহাগীর হাসি থামে না।

ভয় পাওয়া বুকেই কাজ করছি, হঠাৎ অচেনা এক মনমাতাল করা গন্ধ ছড়িয়ে গেলো রান্নাঘরের বাতাসে। ওই গন্ধ টেনে নিতেই সব কাজ ভুলে গেলাম। আমার মনে তখন শুধু গন্ধ, আর গন্ধ। ওই মাতাল করা গন্ধের সঙ্গে সোহাগীর হাসি আর ভালো লাগছে না আমার। আমার শুধুই গন্ধ চাই, আর কিছু না। গন্ধের সঙ্গে আর কিছু যুক্ত হোক তা আমার মন চাইছে না। ওর হাসিতে খুব বিরক্ত লাগছে আমার। ওকে খুব আদর করি, রাগ করতেও পারছি না।

একটা চড়ের শব্দ সঙ্গে সোহাগীর চিৎকার, ও মাগো! অদৃশ্য এক কণ্ঠ শুনতে পেলাম, আমার মাকে আর ভয় দেখাবি, ক্যান ভয় দেখালি, বল। আবার থাপ্পড়ের শব্দ। সোহাগী কাঁদতে থাকে। আমি বিস্মিত, দেখি, চোখ বড়ো হয়ে, জিহŸা বেরিয়ে আসছে সোহাগীর। কী করবো, কিছু বুঝে উঠতে না পেরে জোড়হাত করে বললাম, আপনি কে, ওকে ছেড়ে দিন।

অদৃশ্য কণ্ঠ বলে, না ছাড়বো না ওকে। তুই জানিস না, কিন্তু তোকে আমার মেয়ের মতো জানি, তোকে ভয় দেখালো! তুই ওকে এতো ভালো বাসিস, আর তোর সঙ্গে বেলেল্লাপনা, না মেরেই ফেলবো ওকে। ঝট করে বুদ্ধি খেলে গেলো মাথায়, বললাম, বাবা, মাফ করে দিন, ও আমার ছোট বোন। ঠাট্টা করেছে। কাজে ব্যস্ত থাকায় ভয় পেয়েছি। অদৃশ্য কণ্ঠ এবার সোহাগীকে বললো, যা আমার মেয়ের কথায় মাফ করলাম তোরে। ওই মন মাতাল করা গন্ধ মিলিয়ে গেলো বাতাসে। বাতাস শান্ত। সোহাগীর দিকে তাকিয়ে দেখি, ওর ফর্সা গালে, গলায় কালশিটে দাগ। ওকে আদর করি।

ছয় মাস পর। আমি আর সোহাগী বাদে সবাই সিনেমায়। সোহাগী ওর ঘরে। আমি কৃষ্ণ-বিচ্ছেদি শুনছি। ‘ওলো তোরা রাই মিলায়ে দে।’ অন্তর দিয়ে শুনছিলাম। বিরক্ত হই মোবাইলে। সোহাগী। ওর ঘরে গেলাম। সেই মনকাড়া গন্ধ। নীরবে জোড়হাত নমস্কার করলাম।

এই ছয় মাসে সব সময় গন্ধটা না পেলেও মাঝেসাঝেই গন্ধটা আমার চারপাশের বাতাসকে মোহিত করেছে, কথাও বলেছে। তাকে বাবা ডেকেছি। বসলাম ওর পাশে। ওর পাশে বসতেই, অদৃশ্য কণ্ঠ বললো, আমিই ডেকেছি। কথা বলি না আমি।

অদৃশ্য কণ্ঠ বলে, ও মরে যাবে। এ কী কথা বাবা, শুনতে পাবে। পাবে না, জেগে থাকলেও কিছুই বুঝতে পারবে না। অবিশ্বাসী কণ্ঠে বলি, এ কখনও হতে পারে না ! পারে। তুই ওকে ভালবাসিস বলেই, তোকে বলছি। ওর আয়ু মাত্র আড়াই মাস।

বিস্মিত শুনছিলাম অদৃশ্য কণ্ঠের কথা, একটা মানুষের জন্য একটা গাছ আছে পৃথিবীর ওপারের জগতে। যার যতো মাস আয়ু ঠিক ততোটাই পাতা থাকে ওই গাছে। মাস পুরো না হলে একটা পাতা হালকা ভাবে থাকে। সোহাগী নামের গাছটাতে এখন দুইটা পাতা পুরোপুরি আর একটা পাতার অর্ধেক লাগানো আছে।

কথায় এতোটা বিহ্বল ছিলাম, গন্ধটা কখন চলে গেছে টের পাইনি আমি। সোহাগীর ডাকে চমকে উঠি। অবচেতনে ক্যালেন্ডারে ওই তারিখটাতে লাল দাগ দেই। মারা গেলো সোহাগী। লাল দাগ দেওয়া তারিখ থেকে হিসেব করে দেখি ঠিক আড়াই মাস। অদৃশ্য কণ্ঠ ঠিকই বলেছিলো, কিন্তু কেন বলেছিলো তা আজও অজানা। একথা শুধু আমাকে বলেছিলো না, আরও কাউকে বলে সেকথাও অজানা।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Jyotirmoy Golder ''মায়াবী জোছনায় ঝলমল করছে পৃথিবী''...অনেক অনেক শুভ কামনা আপনার জন্য ...........................
আফরোজা অদিতি সকলকে ধন্যবাদ
শাহ্ আলম শেখ শান্ত অসাধারন আপনার গল্পের হাত ---ভালোই লিখেছেন । আমার লেখায় ভোট ও মন্তব্যের আমন্ত্রণ জানাচ্ছি ।
ruma hamid আপনার গল্প লেখার হাত খুব ভাল , লিখতে থাকুন ।শুভকামনা রইল ।
গোবিন্দ বীন বেশ ভাল চমৎকার।। "আমার চলতি সংখ্যায় কবিতা গুলো পড়ার আমন্ত্রণ করে গেলাম। আশা করি আমার পাতায় আসবেন
ওয়াহিদ মামুন লাভলু অদৃশ্য কন্ঠের কথা বলা, তার ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎবাণী অনুসারে সোহাগীর মারা যাওয়া সব মিলিয়ে চমৎকার গল্প হয়েছে। খুব ভাল লাগলো। শ্রদ্ধা জানবেন।
Arif Billah আপনার গল্পের বিষয়ের দুঃখের ভাগিদার হতে ইচ্চে করছে। খুব ভাল লেখা। শ্রদ্ধা জানবেন।
আফরান মোল্লা অসাধারণ!!ভোট এবং শুভকামনা রইল।

০২ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪