স্বর্ণলতা জীবন

কষ্ট (জুন ২০১১)

আফরোজা অদিতি
  • ১৪
  • 0
  • ২৫
তোমার সঙ্গে দিনান্তে দেখা হয় একবার।

এই একবার দেখাই
আমূল বদলে দিয়েছে আমার জীবন।

তোমার জন্যই জীবনটাকে
নেড়েচেড়ে দেখি, দুহাতে চেনে পরখ করি,
পরখ করি কতোটা রস আছে সঞ্চয়ে,
কতোটা বসবাসের উপযোগী তোমার জন্য
আমার এ সারিন্দা জীবন।

ছন্নছাড়া এই জীবনটা স্বর্ণলতার মতো
তোমাতেই লতিয়ে পেঁচিয়ে বিছিয়েছে শেকড়।

তোমার সঙ্গে দেখা হওয়ার পর জল সিঞ্চিত হয়ে
সেই শেকড়ে, শুকিয়ে যাওয়া স্বর্ণলতায় আসে সতেজতা।
সোনালি তারুণ্যে ডালপালা ছড়ায় নতুন আবেগে।

স্বর্ণলতা পরাশ্রয়ী, আশ্রয়দাতার খাদ্য-খাবার
নিংড়ে নিয়ে সবুজ হওয়াই তার ধর্ম, আমারও স্বর্ণলতা
জীবন, দেখা না হলে তোমার সঙ্গে, নির্জীব, নিস্তরঙ্গ,
শুকিয়ে যায় কন্ঠতালু, জলহীন জড়িয়ে যায় জিহ্বা-
ভয় পাওয়া মানুষের মতো।

একবার দেখা হওয়ার পর তাইতো মনে হয়
কেনো এই উদ্বাস্তু জীবন, কেনো থাকবে না সর্বক্ষণ।

এই ভাবনায় মাঝে-মধ্যেই বিদ্রোহ করতে ইচ্ছা করে।

তুমি অবশ্য দিনান্তে দেখা হবে একবার- এ আশ্বাস
দিয়ে রেখেছো এবং চব্বিশ বছর ধরে তা করছো পালন।

চব্বিশ বছরের ওই আট হাজার সাতশত ষাট দিনের
গড়ে পঁয়ত্রিশ হাজার একশত চল্লিশ ঘণ্টা- যা বরাদ্ধ আমার,
ওরা বলেছে এবং বলছে, ভয় নেই, ভয় নেই দেখা হবেই
আর তুমি তারই জীবন রসে বেঁচেবর্তে থাকবে পৃথিবীর
এই জল-মাটি-হাওয়ায়-

আর ওই আশ্বাসেই করা হয় না বিদ্রোহ আমার।



ওই গোনাগুনতি সময়ের আশ্বাসেই বেঁচে থাকি।
জানি, তোমাকে পাওয়া যেমন সহজ নয়, তেমনই জানি,
তোমাকে তো পাবোই- এই পাওয়ার জন্য তো পাড়ি দিতে
হবে না ইংলিশ চ্যানেল, পাড়ি দিতে হবে না ভয়াবহ দামোদর,
ভাসতে হবে না টর্নেডো উত্তাল সাগর ঢেউয়ে,
শুধুই তো দিনের খেয়া বাওয়া- এ আর কী এমন কঠিন কাজ।


তোমার দেখা পাওয়ার জন্য
তোমাকে একটু ছোঁয়ার জন্য
তোমার একটু কথা শোনার জন্য

সর্বোপরি বেঁচে থাকার জন্য দিনের খেয়া বাওয়ার কষ্টটুকু তো
সইতেই হবে আমাকে, আমি, সে কষ্টটুকুর জন্যই অচঞ্চল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আবু ফয়সাল আহমেদ কবিতা আবেগের বিষয়. এটা পড়ার সময় যদি গোনা গুনটি করতে হয় বা লজিক apply করতে হয় তাহলে আর সেই রস বোধটা থাকে না
মোঃ মুস্তাগীর রহমান যখন দেখা হবে....তখন কী পাওয়ার থাকবে? নিশ্চয়,প্রেমটুকু বেঁচে আছে তাই প্রেম তখনও রবে.................ভালো.........শুভকামনা রইল.......
তৌহিদ উল্লাহ শাকিল N/A প্রেম ভালবাসার কবিতা ভালো লেগেছে . আপনার জন্য শুভকামনা রইলো .
মামুন ম. আজিজ শব্দের ব্যায়াম হযেছে ...ভাবের গতি সঞ্চার হয়নি ঠিকমত। যে কারনে পড়তে গিয়ে কাব্যবোধ জাগল না। হযতো সেটা আমরা অক্ষমতাও হতে পারে।
মিজানুর রহমান রানা সর্বোপরি বেঁচে থাকার জন্য দিনের খেয়া বাওয়ার কষ্টটুকু তো সইতেই হবে আমাকে, আমি, সে কষ্টটুকুর জন্যই অচঞ্চল।-------অপূর্ব ভালো। ৫ দিলাম।
সূর্য N/A ছন্নছাড়া এই জীবনটা স্বর্ণলতার মতো তোমাতেই লতিয়ে পেঁচিয়ে বিছিয়েছে শেকড়।>>>> সুন্দর শব্দের মালা.....
Md. Akhteruzzaman N/A পারবেন না- আমার মনে হয় আপনি পেরেছেন!
আহলিয়া সাদিক চব্বিশ বছরের ওই আট হাজার সাতশত ষাট দিনের গড়ে পঁয়ত্রিশ হাজার একশত চল্লিশ ঘণ্টা- যা বরাদ্ধ আমার, ওরা বলেছে এবং বলছে, ভয় নেই, ভয় নেই দেখা হবেই আর তুমি তারই জীবন রসে বেঁচেবর্তে থাকবে পৃথিবীর এই জল-মাটি-হাওয়ায়- আর ওই আশ্বাসেই করা হয় না বিদ্রোহ আমার। খুব ভালো লাগলো।

০২ এপ্রিল - ২০১১ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী