আজ ৩৬৫ দিন

কষ্ট (জুন ২০১১)

রিমন
  • ১৩
  • 0
  • ৪৯
আজ ৩৬৫ দিন-
আমার মন কাঁদে ক্লান্তিহীন।।
আজ তোর অন্তর্ধান দিবসে তোকে নতুন করে আর কি মনে করব;
তুইতো আমার কাছে পুরনো হয়ে যাসনি-
মন থেকে মুছে যায়নি তোর তীরোধানের বিষাক্ত তীরের জ্বালা।

সারাদিনের শ্রম শেষে, ঘরে ফিরে যখন তোর প্রস্থান স্থানের দিকে তাকাই;
কষ্টের ছোপ ছোপ দাগ পড়ে এই হৃদয়ে।
তোর জীবনটা দীর্ঘ হলে আজ তোর হাত দুটো ধরতে পারতাম,
তোর নরম গালে ছুঁইয়ে দিতে পারতাম বাবার কর্কশ গালের পরশ;
তোর হাসিমাখা মুখটা বাঁধিয়ে রাখতাম! তোকে গোসল করি্যে দিতাম,
খেলতাম তোর সাথে, জড়িয়ে রাখতাম বুকের সাথে সারাটা সময়।

এই দেখনা, ক'দিন আগেই ঈদ গেল;
তোর জন্যে লাল টুকটুকে জামা কিনে দিতাম,
একটা না, অ-নে-ক গুলো,
আমি যেমন আমার বাবার হাত ধরে ঈদগাহে যেতাম,
তুইওতো সেরকম করতে পারতি,
কিছুই যে হলনারে!

আজ ৩৬৫ দিন আমার চোখে শান্তির ঘুম নেই,
আজ ৩৬৫ দিন আমি তোর চেহারাটা মনের গভীরে লালন করেছি সযত্নে,
এমন মায়ায় কেন যে জড়ালি তুই আমাকে,
আর মায়ার বাঁধন ছিন্ন করে কেনইবা প্রথম আসমানে খেলা করছিস।

আজ ৩৬৫ দিন-
আমি হাসতে ভুলে গিয়েছি, আমি হয়েছি বড় এক অভিনেতা,
তোর মা কে তোর কথা মনে করতেই দিইনা আমি!
বলি, মানুষতো নশ্বর ( কিন্তু তুইতো আমার কাছে অবিনশ্বর)।
তুই বাবা একটিবার আমার কাছে আয়, আমাকে বাবা বলে ডাক,
আমার বোবা কান্নাকে সরব করে দিয়ে যা জাদুমনি।

আজ ৩৬৫ দিন-
বুকের মাঝে হাহাকারের কালো গহ্বরটা বৃদ্ধি পাচ্ছে,
ইচ্ছা হয় তোর আসনে অন্য কাউকে বসাতে,
কিন্তু ভয় হয়-
কে চায় বারবার বানের জলে নিজেকে ভাসাতে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
উপকুল দেহলভি কবিতাটি খুব ভালো লাগলো, সত্য ও সুন্দর আলোকিত আগামীর দিকে এগিয়ে যান; শুভ কামনা আপনার জন্য.
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) আজ ৩৬৫ দিন- কবিতার শিরোনাম খুব সুন্দর লেগেছে । আমার কাছে ভালো লেগেছে < চালিয়ে যান..........।
শিশির সিক্ত পল্লব আজ ৩৬৫ দিন আমার চোখে শান্তির ঘুম নেই, আজ ৩৬৫ দিন আমি তোর চেহারাটা মনের গভীরে লালন করেছি সযত্নে, এমন মায়ায় কেন যে জড়ালি তুই আমাকে, আর মায়ার বাঁধন ছিন্ন করে কেনইবা প্রথম আসমানে খেলা করছিস.........অনেক কষ্ট নিয়ে লিখেছেন...আমিও কষ্ট পেলাম........খুব ভালো .......
মিজানুর রহমান রানা তোর হাসিমাখা মুখটা বাঁধিয়ে রাখতাম! তোকে গোসল করি্যে দিতাম, খেলতাম তোর সাথে, জড়িয়ে রাখতাম বুকের সাথে সারাটা সময়।-----its Fine
Osprissho Kobitar cheye tatporjota beshi ridoysporshi. Valo hoyeche.
ভোলানাথ পোদ্দার ভালো হয়েছে, তবে কবিতার বাজ্জিক সোন্দর্য দরকার তাহলে কবিতাটা আরো ভালো লাগত
সূর্য প্রথম থেকেই একটা হারানোর কষ্ট লেগে ছিল। আবেগটা পুরোটাই উপলব্দিতে এসেছে। তবে ঠিক কবিতা হয়ে উঠেছে বলে আমার কাছে মনে হয়নি। একটা কষ্টের অনুগল্প মনে হয়েছে............ ভাল থাকা এবং ভলো লেখার কামনা রইল.......
sakil কবিতাটি ভালো হয়েছে tobe লাইনগুলো গোছানো হলে আরো সুন্দর দেখাত . শুভকামনা রইলো
junaidal ভালই লাগল।

২৫ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪