একগুচ্ছ প্রেমের কবিতা

ভালোবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২০)

Gazi Saiful Islam
  • ৫৭
আকাশ তোমার ঠিকানা জানে না
মরমী শীতের বাতাস কি জানে?
আমি চিঠি লিখলাম সেই সুরে
যা বাজে ফাল্গুণে মৌমাছির গানে।
দুই.
কী সুন্দর স্বপ্নময় আজকের বিকেল
অথচ দু’হাতে তোমার ধুতরা ফুল।
কাকে দেবে সখী? কোন বোকা সখা
এ ভ্যালেন্টাইনে নিয়ে তা করবে ভুল?
তিন.
আমি যে প্রাণের বীণ বাজিয়েছি
একুশের সেই মরমীয়া গানে
বঙ্গের ললনা না করে ছলনা
হও সঙ্গিনী উজান-ভাটির টানে।
চার.
অন্তহীন ছন্দ এ শীতের মন্দ গীতে
কিংবা বন্দর কঁপানো এ রাত নীড়ে
কোথায় লুকোলে তুমি? বলেছিলে, দেখা হবে
প্রিয় কবি গাজী সাইফুলের ধলাইয়ের তীরে।
পাঁচ.
না, এখনো হাল ছাড়িনি, খুলিনি সে পাল
দূরের নক্ষত্র কিংবা জোনাকি জোছনার নদী
যদি মিশেও যায় দিকদিগন্তহীন আঁধার সাগরে
ওপারে দাঁড়িয়ে আমি ডাকবই তোমায় নিরবধি।
ছয়.
দেখো কী যে অসম্ভব মিষ্টি এই শব্দগুলো,
‘আমি তোমাকে ভালোবাসি, প্রিয়তম’
বড়ই গর্বিত আমি তোমার স্ত্রী হয়ে
বিবাহিত জীবনে স্বামীর আদর স্বর্গসুখ সম।
সাত.
ঝরণার শেষ হয় যখন মিশে নদীর সঙ্গে
নদীও হারায় গতি যখন মিশে সাগরের অঙ্গে
স্বর্গীয় উতল হাওয়া মিশে চিরদিন এ বঙ্গে
প্রিয়তম গতির অঙ্গে কতনা হাস্যরস রঙ্গে ।
আট.
তুলানরম মেঘ যেমন চুমো খায় আকাশকে
বাহারি গোলাপ যেমন চুমু খায় প্রজাপতিকে
ফোঁটা ফোঁটা শিশির যেমন চুমু খায় ঘাসকে
তেমনই প্রিয়তম তুমিও চুমু খেতে পারো আমাকে।
নয়.
অসংখ্য ফুলের সমারোহে তুমি আমার গোলাপ
ডায়ামন্ডের কারুকাজে তুমি আমার কোহিনূর
তারকাখচিত আকাশে তুমি আমার উর্বসী চাঁদ
তোমার জন্যই জগৎজুড়ে আমি পেতেছি ফাঁদ।
আমি মাত্র একটি শরীর তুমি তার হৃদয়
তাই তুমি ছাড়া এ দেহ পঁচা, ধরে ক্ষয়।
দশ.
একশো বছরের দীর্ঘ জীবনে যে জন কাঁদে না সুখে
কোনোই ভালোবাসার নিপীড়নে
তার মতো এমন হতভাগা কে
যাকে খায় হতাশা, কী প্রয়োজন তার জগতের বুকে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আবির সাকিব ভালো লেগেছে।
ভালো লাগেনি ১৪ ফেব্রুয়ারী, ২০২০
rubiya jahan কবিতাগুলো আমার ভালো লেগেছে। ভোট দিলাম। ধন্যবাদ কবি সাহেব
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০২০
Supti Biswas চমৎকার শব্দচয়ন। ভোট রইল।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০২০
Supti Biswas প্রশংসার জন্য ধন্যবাদ। ভালোবাসা দিবস সংখ্যা পাক্ষিক অনন্যা পড়ার আমন্ত্রণ। শব্দঘর বর্ষপূর্তি সংখ্যা পড়ার জন্য আমন্ত্রণ।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০২০
মোঃ নুরেআলম সিদ্দিকী লেখার ভাবটা অবয়ব ঠিক ছিল৷ শুভ কামনা নিরন্তে।।
ভালো লাগেনি ৪ ফেব্রুয়ারী, ২০২০
ফয়জুল মহী মোহিত হলাম কাব্য চয়নে।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০২০
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২০

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

পাগল করা প্রেমের কবিতাগুলো আপনাদের অন্তরকে মুহূর্তের মধ্যে রাঙিয়ে দেবে আর নিয়ে যাবে সেই স্বপ্নের রাজে যেখানে মানুষ বোধ হয়ে অপেক্ষা প্রিয় মানুষের জন্য, তার মুখে আমার কবিতা শোনার জন্য। পড়ুন আর প্রিয়জনকে শোনান, উপহার দিন। গল্প কবিতার সবাইকে ভালোবাসা দিবসের অফুরান শুভেচ্ছা। গা.সা.ই। ফুলপুর, ময়মনসিংহ।

২৪ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫