নতুন দিনের সহযাত্রী.........

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

abdullah al mamun
  • ২৫
  • 0
  • ৮৫
তোমার সাথে পরিচয় মোর,
হঠাৎ এক ভোরে;
দিনের শুরু সেখান থেকেই
অল্প অল্প করে ।
সূর্যোদয়ের প্রতীক তুমি;
ভোরের স্নিগ্ধ হাসি তুমি;
শান্ত বিকেল বেলা ।
সাঝের শেষে রাতের বেশে ,
মনের মাঝে করো কোন খেলা?
বলা না বলায় না বলারই হল জয়,
ভেঙ্গে গিয়ে এই আমি ।
মাটির নারী হলেও যে তুমি ,
হীরের চেয়েও দামি ।
তোমায় দেখতে ভেসে বেড়ায়,
আমার মনের তরি ।
কাশফুলের বাগানে উড়ে বেড়ানো ,
এ কোন সাদা পরী ।
করিনি কিছুই জয় ,
তবু তোমায় ভাসাবার প্রত্তয় ;
আমার হৃদয় আজ ছন্নছাড়া ;
আমি যে আজো তোমারে ছাড়া ।
আমার ধূলোয় জমা দিনের উপর,
এক পশলা বৃষ্টি তুমি ।
থেমে থাকা দিন শুরু করার ,
পাখির গানটি তুমি ।
বহুদিন পর বৃষ্টি ভেজা
মাটির গন্ধ তুমি ;
হতাশার পর আশা জাগানো ,
গানটি শুধুই তুমি ।
আমি নীল আকাশের দিকে তাকিয়ে
রঙধনুর রঙে রাঙিয়ে ,
তোমায় দেখতে চাই ।
বৃষ্টির ছন্দে আমি তোমারি নাম ,
শুনতে পাই ।
মনের ভেতরের সেই কথাটি ,
আবার তোমায় বলতে চাই ;
নয়নে তোমার হীরক খচিত ,
রাতের আকাশের ,
মাধুরী যেন খুজে পাই ।
আজো তুমি চলন্ত মেঘের আড়ালে ,
ঢেকে পরা শুভ্র চাঁদ;
জানি না কবে থাকবে আমার হাতে ,
তোমার ঐ দুটো হাত ।
দক্ষিণা বাতাস বইছে এখন ,
বাজিয়ে পাতার গান ;
তবুও যেনো থেমে নেই ঝিঝি ,
পোকার বান ;
হাতে হাত রেখে তারা ,
ভেঙ্গে দেয় শূ্ন্যতা ;
তবে কেন আজ মনে
শুধুই অপূর্ণতা........ ?
বাকা চাঁদ হাসে যেনো ,
তোমারি আদল হয়ে ;
সিক্ত আখিঁতে তাই দেখি আমি,
তিলে তিলে ক্ষয়ে ।
চোখ বুজে তোমায় দেখে ,
কেটে যায় মোর রাত্রি;
তুমি আমার সপ্নের সেই
নতুন দিনের সহযাত্রী ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Mahfuz প্রথম দিকে বেশি ভাল লেগেছে।
সাইফুল ভালই তো লেখেন ভাই
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১১
শেখ সায়েম অনেক ভালো
ভালো লাগেনি ২৫ ফেব্রুয়ারী, ২০১১
abdullah al mamun ধন্যবাদ সবাইকে
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১১
সুমন সুন্দর লাগলো
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০১১
সূর্য আগামী সংখ্যার একজন ওমর চান পড় .......
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১১
সূর্য আমার "অসমাপ্ত" কবিতাটা পড়ে দেখো ......
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১১
সূর্য অসাধারণ ........
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১১
Dubba অসাধারন
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০১১

২৩ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী