মায়ের গলা ধরে শুই
মা কি মাচার লতা পুঁই।
মায়ের বকা শুনে ভাবি
মা তো ভালোবাসার চাবি।
মায়ের আকাশ অনেক বড়ো
আমি তাতেই জড়োসড়ো।
মা যে সুবাস মাখা ফুল
আমি চিনতে করি ভুল।
মা তো সঙ্গে সারাবেলা
আমি চলছি যে একেলা।
মাকে মান্য করে চলি
তাকে সকল কথা বলি।
মা তো স্বপ্নবোনা পাখি
আমার স্বপ্ন তাতে রাখি।
মা কি মাচার লতা পুঁই।
মায়ের বকা শুনে ভাবি
মা তো ভালোবাসার চাবি।
মায়ের আকাশ অনেক বড়ো
আমি তাতেই জড়োসড়ো।
মা যে সুবাস মাখা ফুল
আমি চিনতে করি ভুল।
মা তো সঙ্গে সারাবেলা
আমি চলছি যে একেলা।
মাকে মান্য করে চলি
তাকে সকল কথা বলি।
মা তো স্বপ্নবোনা পাখি
আমার স্বপ্ন তাতে রাখি।
আরও দেখুন