আহা কী যে সুখ

দেশপ্রেম (ডিসেম্বর ২০১১)

rakib uddin ahmed
  • ৪২
  • 0
  • ৬১
খুব সুন্দর,খুব স্বাচ্ছন্দ্যময়
আমাদের এই নিত্য জীবন।

যানবাহনের স্বাধীনচেতা শব্দ বিপ্লব,
ধুলোবালি আর ধোঁয়ার আল্পনা,
জীবনযুদ্ধে চলমান পথিকের জন্যে
পীচঢালা ভাঙা পথ,
জীবনযুদ্ধে যেন সংগ্রামী সৈনিক আমরা,
চলেছি যেন পাহাড়ীয়া রণ-খেত্রে।
আর কোথা পাবো এই আনন্দ?

জীবনটা যেন এখানে গদ্যের মত,
পদ্যের মত হয় প্রষ্ফুটিত-
ট্রাফিকের সিগন্যালে,
গাড়ী নয়, ঘোড়া নয়, মেষ পালকের ছাগলও নয়,
তাই বহমান দ্বিচক্রযান তখন-
মনুষ্য হাঁটার ফুটপাতে।
আর কোথা পাবো এই মুক্তছ্ন্দ?

কে কার আগে যাবো
কারে মোর পিছে ফেলবো
কার লগে বাজাবো টক্কর?!
চাচা, আপন পরান বাঁচা
ও ব্যাটার খ্যাতা পুঁড়িয়ে
নিজের চরকার তেলটুকু আয় কর্!
মায়াবিনী নয়,ছলনাময়ী নয়
এখানে জীবনটা আহা
ভাড়ি রোমান্টিক,বড় সুন্দর!

বাতাসে ভাসে গ্যাস্ট্রিক-গন্ধ..!
এ মা! খেতে ভারি মজা!
এ যে বেগুনি- মোগলাই -ডালপুড়ি!
কত রোমান্ঞকর এই নিত্য জীবন
পদে পদে কেবলই শিহরণ,
পাওনাদার এলে দ্বার রুদ্ধ করি।
আহা কী যে সুখ
আকাশে বাতাসে,
আকাশে উড়ে যাচ্ছে কালো পাখি
করে যাচ্ছে মোরে স্বাগত,
সফেদ পোষাকে তার সৃতি- চিন্হ চেয়ে দেখি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মুহাম্মাদ মিজানুর রহমান বাহ, বেশ মজা করে ব্যঙ্গ করেছেন তো !!
সূর্য গদ্য, পদ্য আর মুক্ত ছন্দের ছন্দহীন জীবনযাপন কবিতার আঁচড়ে সুন্দর করে তুলে এনেছ।
আশা দারুণ লাগল কবিতাটা। তাই আপনার কাছে আরো আরো চাই। শুভকামনা কবিকে। আর গ.ক.তে স্বাগতম।
প্রজাপতি মন ভাল লাগলো। কিন্তু দেশপ্রেম পেলাম না।
বশির আহমেদ ব্যক্তি স্বার্থ চিন্তায় মশগুল আমরা সবাই । স্বার্থের দ্বন্ধ কবে য়ে শেষ হবে কে জানে ।
আহমেদ সাবের আমাদের চলমান জীবনের টানাপোড়েনের প্রেক্ষাপটে একটা চমৎকার স্যাটায়ার। কবিতার হুলগুলো বড্ড ধারালো – “যানবাহনের স্বাধীনচেতা শব্দ বিপ্লব”, “চাচা, আপন পরান বাঁচা“, “বাতাসে ভাসে গ্যাস্ট্রিক-গন্ধ”, “পাওনাদার এলে দ্বার রুদ্ধ করি” । আবার এরই মাঝে “আর কোথা পাবো এই আনন্দ” , “এখানে জীবনটা আহা / ভাড়ি (ভারি) রোমান্টিক, বড় সুন্দর”। অনেক ভাল লাগল কবিতা আর স্বাগতম কবি।
ফাতেমা প্রমি বেশ লিখেছেন!
মিজানুর রহমান রানা জীবনযুদ্ধে যেন সংগ্রামী সৈনিক আমরা, চলেছি যেন পাহাড়ীয়া রণ-খেত্রে। আর কোথা পাবো এই আনন্দ?----------------আবারও পড়লাম। সত্যিই সফেদ পোশাকে তার স্মৃতিচিহ্ন চমৎকার লেগেছে। কবিতার প্রাণ আছে
asadur আপনার কবিতা পরে মনে হলো ক্ষোভ এর বহিপ্রকাশ । সুভকামনা রইলো।

২২ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪