হাজারো নামে ডাকলে তোমায়
শান্তি নাহি পাই,
মা বলে ডাকলে তোমায়
শান্তি তাতেই পাই ,
চিড়া বলো আর মুড়ি বলো
ভাতের মত না,
খালা বলো আর চাচি বলো
মায়ের মত না ¦
মা ডাকে এত মধু
তা মধুর মধ্যেও নাই,
কেউ তোমায় আম্মা বলে
কেউ বা বলে মাম
এ ডাকতে কেমন মধু
আমি বুঝিনা ¦
মা ডাকে কত মধু
ওরা বুঝেনা মা
মা মা, তুমি আমার নয়ন মনি
তুমি আমার আলোর দিশা ¦
তুমি আমার রাতের প্রদীপ
সকাল সন্ধ্যা বেলা মা
...মা, তুমি আমার মা |
লক্ষ টাকার খাট কিনেছি
নিদ্রা যাব বলে,
অই খাটেতে ঘুম আসেনা মা
তোমার কোলে শুইলে,,,,,
মা, মা.তুমি
আমার মা ¦
তোমার কোলে জন্ম আমার
তোমার কোলেই সব ,
মরণ কালে দেখি যেন তোমার প্রিয় মুখ,,,,,
মা. মা মা ,,,,,,,,,,,,,,,
জন্ম আমার ধন্য
তোমার কোলে আমার জন্ম |
বাংলা আমার মাতৃ ভাষা
এ বাংলায় জন্ম বাংলাতে ডাকি তোমায়
বার বার মা মা আর মা ,,,,,,,,,,,,,,,,,