দুঃখ

কষ্ট (জুন ২০১১)

Robin
  • ১৩
  • 0
  • ৫৫
হৃদয় আমার কাটার আঘাতে
হয়ে গেছে ক্ষত-বিক্ষত
ভুল করে কভু হাত দিওনাকো
রক্তে ভিজে যাবে, তোমার হাত আছে যত।
এ রক্ত কোন অসাধারণ কিছু নয়,
তাই বলে তুমি হাত দিয়ে পেয়েনাকো ভয়
আমি চাইনা আর কেউ যেন কভু-
আসেনা কো মোর ক্ষত অংশ মুছে দিতে,
মুছতে চাইনা, রাখতে চাই আমি
সারাজীবন হৃদয়ের গভীরেতে।
অনুরোধ মোর তোমাদের কাছে,
মোর হৃদয়ের জ্বলছে কষ্টের অগ্নি
কখনও তা নিভাতে চেওনা, সাথে জ্বলে যাবে,
সব শেষে হবে, যদি দিতে চাও তাতে পানি,
‘ফুলের জন্য কাটার আঘাত’ এটাই প্রকৃত সত্য
ভুল করে তাতে হাত দিওনা-
যদি রক্তে ভিজাতে না চাও তোমার হস্ত।
জগতের অনেক মানুষ আঘাত পেয়ে
ভেঙে ফেলে তার সকল আশা,
মাঝে মাঝে নিরাশ হওয়া ছাড়া গতি থাকে না,
বাঁধেনা কভু আর বাসা,
এমনিতেই দেহ মোর ভরে আছে যেন-
দুঃখের লাল পানি দিয়ে,
এর মাঝে আর কাউকে জড়াতে চাইনা
বাঁচাতে চাইনা অতীতকে ভুলে গিয়ে
মনে হয় যেন জগত ছেড়ে যাই
ভাঙা হৃদয় কখনও লাগেনা জোড়া-
এটা বাস্তব সত্য, জনে নিও তাই
মোর প্রতি মোর পিতা-মাতার
প্রাপ্য অধিকার অনেক আছে,
কজনই বা তা পারে দিতে-
তা জীবিত এ জগতের মাঝে?
সেই দুঃখ ভরা কাহিনী-
একা আছি একাই বইবো
হৃদয় ভরা সকল গ্লানি।
আমার হৃদয়ে যা আছে লুকায়িত
হয়ত পারবোনা তা কাউকে বোঝাতে
তাই সকলের কাছে ক্ষমা চেয়ে যাই
মরতে চাই আজ শান্তি মত
ক্ষমা করে দিয়ে মোরে ধন্য করিবে,
জগতে আমার পরিচিতি আছে যত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা রবিন ভাই, আপনার কবিতার ভক্ত হয়ে গেলাম। কবিতা কতটুকু সফল, সার্থক সে বিচারে নয়। শুধুমাত্র আপনার কবিতার অন্তর্নিহিত ভাবনাগুলোর সাথে আমি একাত্মতা পোষণ করেছি। কারণ শরবিদ্ধ পাখির যন্ত্রণায় মহামুনী বাল্মিকীর মুখ থেকে কষ্টের তীব্রতায় বেরিয়ে এসেছিলো আদি শ্লোক। তেমনি মানুষের মনের ভেতর কষ্টের হাহাকারই একদিন তাকে সবক্ষেত্রে সফলতা এনে দেয়। আপনার কবিতার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। শুভু কামনা।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০১১
মামুন ম. আজিজ এ দীর্ঘ না করলে স্ববিরোধীতা থাকত কবিতায়। শুভ কামনা। আরও ভালো আশা করছি। তুমি পারবেই
মোঃ শামছুল আরেফিন কবিতার কথা গুলো অনেক সুন্দর, কিন্তু সেগুলো ঠিকমত সাজানো হলে কবিতাটি আরো অনেক সুন্দর হতে পারত।
সূর্য বক্তব্যের সাথে ছন্দের দ্বন্ধে কবিতাটা ভাল গুছিয়ে উঠেনি, তবে লেখার পূর্ণতা আসবে নিঃসন্দেহে বলা যায়......... চালিয়ে যাও
junaidal আমি বেশী বেশী কবিতা পাঠ করতে ভীষণ ভালবাসি। এরমাঝে কোন কোন কবিতা আমার কাছে খুব ভাল লাগে। তন্মধ্যে এটাও একটা ভাল কবিতা। ধন্যবাদ। আশা করি আগামীতে আরো ভাল কবিতা নিয়ে হাজির হবেন।
sakil অনেক ভালো একটা লেখা নিসন্দেহে . নিয়মিত লিখবেন ভলো থাকবেন . সেই কামনা করি .
মোঃ আক্তারুজ্জামান বিসয়টা ঠিক আছএ কিন্তু ছন্দ ধরে রাখতে গিয়ে যা না করা দরকার তাও করে ফেলেছেন|
Abu Umar Saifullah একবারে খারাপ হইয়নি, আমরা সবাই বিচারক হয়ে পড়ি কেও পাঠক হয়ে পড়িনা তাইত পজেটিব কমেন্ট করতে পারিনা অথচ আমাদের সবার উচিত অনুপেরণা আর উত্সাহ জাগিয়ে ভালো লেখক গড়ে তুলতে সাহায্য করা এইটি শুদু আমার অভিমত কেও আমাকে ভুল বুঝবেন না বন্দু-পাঠক ও লেখক মহল এবং কি সবাই.
খোরশেদুল আলম এত অভিমান কেন? না না বন্ধুকে হারাতে চাইনা আর কবিতা আরো সময় নিয়ে যত্ন নিয়ে লিখলে অবশ্যই আরো ভালো হবে বন্ধু।
Robin তাও যে আপনি পড়েছেন এর জন্য ধন্যবাদ লারা লোটাস

১৬ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪