বর্ষা আসে না

বর্ষা (আগষ্ট ২০১১)

আরিফুল হাসান
  • ১৪
  • 0
  • ১০৪
আজো কি বর্ষা আসে তোমাদের প্রমোদগৃহে
প্রান্তিক কিষানের খড়ের চালের মতো
ফোটায় ফোটায়?
দুআরে দাড়ানো গৌরী
এক হাত চাপা বুকে
আরেক হাত জলের ফোটায়

একদিন বর্ষা এসেছিল আমাদের ভুবনে
ভেজা চুল ভেজা শাড়ি ভেজা ঠোঁটে
শ্রাবনের বিমুগ্ধ সন্ধ্যায়
কবোষ্ণ কম্পিত হাতে আমাকে ভাসলো
বিলে, হাওরে, পদ্মশোভিত কাঁচা-সোনা ঝিলে
ভাসমান আমনের ডগায় সবুজ ফড়িং হয়ে
বাতাসে আবেগে কেঁপেছি দুজনা
অতপর সারস সরসী হয়ে ধ্যানমগ্ন
মলা, ঢেলা, পুঁটি, আর কুচো-চিংড়ি শিকারে

হটাত আকাশ কালো করে নেমে এলো ঝড়
ভয়ার্ত ক্লান্ত দুজন ওড়ে বসলাম বাঁশবনে
তারপর ব্যাধ তীক্ষ্ণবাণ
সরসীর ছলছলে অসহায় চোখ
তারপর আর মনে নেই

শুধু জানি...
যেদিন অশ্রু-প্লাবিত হলো তার চোখ
তারপর থেকে আর বৃষ্টি নামেনি
বর্ষা আসেনি
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরিফুল হাসান বন্ধু রাজিব ফেরদৌস তোমার জন্য আমার লিখা `আরশোলার ন্যায়দর্শন' কবিতার একটি পঙতি (একটি ভ্রমাত্মক মৃত গ্রহে এক ঝাক ভ্রমান্ধ আরশোলা/ তৈরি করে পাপ-পুণ্য, সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়ের বিধান/ মুক্তি পাগল উইপোকাগুলো মরতে মরতে জড়িয়ে পড়ে শিকারির জালে) আশা করি বুজতে পারবে
sakil শুধু জানি... যেদিন অশ্রু-প্লাবিত হলো তার চোখ তারপর থেকে আর বৃষ্টি নামেনি বর্ষা আসেনি // বেশ ভালো .
Rajib Ferdous একটা কথা বলি মন খারাপ করবেন নাতো? করলে করবেন, তবুও বলছি, আপনি ভোট অপশনটা বন্ধ রাখলেই পারতেন। নেটে সময় দিতে না পারার কারনে আপনার কবিতাটি বিজয়ী হবেনা। এমনকি ভোটের গ্যারাকলে পড়ে প্রথম ২৫ এ স্থান না পেয়ে নির্বাচক মন্ডলীর হাতেও যাবেনা। ফলে অনেক পিছনে পড়ে থাকবে। আপনার নাকের ডগা দিয়ে অনেক অখ্যাত লেখা পুরস্কার জিতে যাবে। জানি পুরস্কার জেতা বড় কথা নয়। কিন্তু এখানে তো পুরস্কারটাই এখন পর্যন্ত ভাল লেখা মুল্যায়নের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কথা অস্বীকার করার কী কোন উপায় আছে?
Rajib Ferdous জীবনে মুগ্ধ হয়ে একলেখা দুইবার পড়েছি খুব কম। সত্যি এত অসাধারন হতে পারে কবিতার ভাষা। কি বলবো। যতটুকু লেখায় প্রকাশ করা সম্ভব তা মন থেকে লিখলাম। আমি আবারও পরবো আপনার কবিতা। শেখার আছে অনেক কিছু। ভাল থাকবেন।
সৌরভ শুভ (কৌশিক ) বর্ষা আসে না,taito valo lage na /
খন্দকার নাহিদ হোসেন বানান ভুলটা জ্বালাল। তারপরও কবিতাটিতে ৫ না দিলে নিজের কাছেই খারাপ লাগবে।
প্রজ্ঞা মৌসুমী 'একদিন বর্ষা এসেছিল...এই প্যারাটা এত সুন্দর করে বললেন; মুগ্ধ না হয়ে পারছিনা... কালরাতে ঘুমানোর আগে ভাবছিলাম যদি একটা 'সারস হতে পারতাম। আজকে আপনার কবিতায় ওদের পেয়ে ভালো লাগল। আমি শুনেছি ওদের মধ্যে ভালবাসা নাকি এতটা প্রবল। জোড়া সারসের একটি মারা পড়লে, অন্যটিও নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে শোকের কাতর হয়। শেষের লাইনগুলোতে সেই যন্ত্রণার স্পর্শ পেলাম। আপনার প্রসার কামনা করছি
সূর্য কবিতা ভাল লেগেছে। [তারপর ব্যাধ তীক্ষ্ণবাণ এখানে ব্যাধের তীক্ষ্ণবাণ হলে ভাল হতোনা।?]
পন্ডিত মাহী বর্ষা এসেছে তো
প্রজাপতি মন খুবই সুন্দর।

০৪ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪